ETV Bharat / bharat

ঔরঙ্গাবাদে বাসচালকের প্রতারণার শিকার বাংলার 40 জন শ্রমিক - ঔরঙ্গাবাদ পুলিশ

লকডাউনের কারণে আটকে পড়েন মহারাষ্ট্রের পুনেতে কর্মরত এ রাজ্যের 40 জন শ্রমিক ৷ কর্মহীন অবস্থায় দীর্ঘদিন ধরে আটকে থাকার পর একটি প্রাইভেট বাসে করে বাংলায় ফেরার সিদ্ধান্ত নেন ওই শ্রমিকরা ৷

Aurangabad
Aurangabad
author img

By

Published : May 26, 2020, 4:24 PM IST

ঔরঙ্গাবাদ, 26 মে: বেসরকারি বাস চালকের হাতে প্রতারিত এ রাজ্যের 40 জন শ্রমিক ৷ লকডাউনের মধ্যে পুনেতে আটকে পড়েছিলেন ওই শ্রমিকরা ৷ এরপর বিশাল অঙ্কের টাকা দিয়ে বেসরকারি বাসে করে রাজ্যে ফিরতে গিয়ে প্রতারিত হন তারা ৷ যদিও সময়মতো ঔরঙ্গাবাদ পুলিশ বিষয়টিতে হস্তক্ষেপ করায় টাকা ফেরত পেয়েছেন ওই শ্রমিকরা ৷

জানা গেছে, লকডাউনের কারণে আটকে পড়েন মহারাষ্ট্রের পুনেতে কর্মরত এ রাজ্যের 40 জন শ্রমিক ৷ ওই রাজ্যেই কোরোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ৷ কর্মহীন অবস্থায় দীর্ঘদিন ধরে আটকে থাকার পর একটি বেসরকারি বাসে করে বাংলায় ফেরার সিদ্ধান্ত নেয় ওই শ্রমিকরা ৷ এর জন্য মাথাপিছু 7 হাজার টাকা করে মোট 1 লাখ টাকা দিয়ে সকলে মিলে একটি বেসরকারি বাস ভাড়া করে ৷ পুনে থেকে ওই 40 জন শ্রমিক নিয়ে বাংলার উদ্দেশে রওনাও হয় বাসটি ৷ অভিযোগ, শনিবার বাসটি ঔরঙ্গাবাদ পৌঁছানোর পর শ্রমিকদের কাছে আরও টাকা চায় বাসচালক ৷ শ্রমিকরা তাতে রাজি না হওয়ায় বেঁকে বসে চালক ৷ এরপর টাকা ফেরত না দিয়েই ঔরঙ্গাবাদে ওই শ্রমিকদের নামিয়ে দিয়ে চলে যায় বাসটি ৷ প্রতারিত ওই শ্রমিকরা সমস্ত বিষয়টি স্থানীয় চিকল থানায় জানায় ৷ পুলিশই ওই শ্রমিকদের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করে ৷

যদিও পরে ঔরঙ্গাবাদ পুলিশের হস্তক্ষেপে টাকা ফেরত পেয়েছেন শ্রমিকরা ৷ আপাতত ঔরঙ্গাবাদেই রয়েছেন বাংলার ওই শ্রমিকরা৷ তাঁদের বাড়ি ফেরানোর বিষয়ে চিন্তাভাবনা করছে পুলিশ ৷

ঔরঙ্গাবাদ, 26 মে: বেসরকারি বাস চালকের হাতে প্রতারিত এ রাজ্যের 40 জন শ্রমিক ৷ লকডাউনের মধ্যে পুনেতে আটকে পড়েছিলেন ওই শ্রমিকরা ৷ এরপর বিশাল অঙ্কের টাকা দিয়ে বেসরকারি বাসে করে রাজ্যে ফিরতে গিয়ে প্রতারিত হন তারা ৷ যদিও সময়মতো ঔরঙ্গাবাদ পুলিশ বিষয়টিতে হস্তক্ষেপ করায় টাকা ফেরত পেয়েছেন ওই শ্রমিকরা ৷

জানা গেছে, লকডাউনের কারণে আটকে পড়েন মহারাষ্ট্রের পুনেতে কর্মরত এ রাজ্যের 40 জন শ্রমিক ৷ ওই রাজ্যেই কোরোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ৷ কর্মহীন অবস্থায় দীর্ঘদিন ধরে আটকে থাকার পর একটি বেসরকারি বাসে করে বাংলায় ফেরার সিদ্ধান্ত নেয় ওই শ্রমিকরা ৷ এর জন্য মাথাপিছু 7 হাজার টাকা করে মোট 1 লাখ টাকা দিয়ে সকলে মিলে একটি বেসরকারি বাস ভাড়া করে ৷ পুনে থেকে ওই 40 জন শ্রমিক নিয়ে বাংলার উদ্দেশে রওনাও হয় বাসটি ৷ অভিযোগ, শনিবার বাসটি ঔরঙ্গাবাদ পৌঁছানোর পর শ্রমিকদের কাছে আরও টাকা চায় বাসচালক ৷ শ্রমিকরা তাতে রাজি না হওয়ায় বেঁকে বসে চালক ৷ এরপর টাকা ফেরত না দিয়েই ঔরঙ্গাবাদে ওই শ্রমিকদের নামিয়ে দিয়ে চলে যায় বাসটি ৷ প্রতারিত ওই শ্রমিকরা সমস্ত বিষয়টি স্থানীয় চিকল থানায় জানায় ৷ পুলিশই ওই শ্রমিকদের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করে ৷

যদিও পরে ঔরঙ্গাবাদ পুলিশের হস্তক্ষেপে টাকা ফেরত পেয়েছেন শ্রমিকরা ৷ আপাতত ঔরঙ্গাবাদেই রয়েছেন বাংলার ওই শ্রমিকরা৷ তাঁদের বাড়ি ফেরানোর বিষয়ে চিন্তাভাবনা করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.