ETV Bharat / bharat

তিন বাহিনীর সমন্বয়ে নতুন পদ চিফ অফ ডিফেন্স স্টাফ, ঘোষণা প্রধানমন্ত্রীর - Prime Minister Narendra Modi Independence Day at Red Fort

লালকেল্লায় আজ ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি ভারতের তিন সুরক্ষা বাহিনীর সমন্বয়ে একটি নতুন পদ তৈরির ঘোষণা করেন ৷

প্রধানমন্ত্রী
author img

By

Published : Aug 15, 2019, 7:35 AM IST

Updated : Aug 15, 2019, 2:53 PM IST

দিল্লি, 15 অগাস্ট : 73 তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "আমাদের পুরো সৈন্য শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে ৷ কোনও বাহিনী পিছিয়ে থাকলে হবে না ৷ বিশ্বের যুদ্ধ ও সুরক্ষা পরিস্থিতি বদলাচ্ছে ৷ আজ সিদ্ধান্ত নিয়েছি চিফ অফ ডিফেন্স স্টাফ গঠন করা হবে ৷ বায়ু, স্থল ও নৌ বাহিনীর নেতৃত্বে থাকবেন একজন ৷"

প্রধানমন্ত্রী বলেন, "দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, যারা ফাঁসির পথ বেছে নিয়েছিলেন, গান্ধিজির নেতৃত্বে দেশ স্বাধীনতা পেয়েছিল ৷ দেশের স্বাধীনতার জন্য যারা নিজের উৎসর্গ করেছেন, তাদের আমি প্রণাম করতে চাই ৷ বিকাশ, শান্তি, সমৃদ্ধির জন্য যারা যোগদান করেছেন, তাঁদের আমি প্রণাম করতে চাই ৷ " তিনি আরও বলেন, "দেশ যখন স্বাধীনতা দিবস পালন করছে, তখন দেশের কয়েটি প্রান্তের মানুষ বন্যার সঙ্গে লড়াই করছেন ৷ নাগরিকদের কষ্ট যাতে কম হয়, তার চেষ্টা করছে কেন্দ্র, রাজ্য সরকার ৷ "

তিনি বলেন, "সরকারের দ্বিতীয় দফার 10 সপ্তাহও হয়নি, কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কাজ করা হয়েছে ৷ সাধারণ মানুষ আমাদের যে আকাঙ্ক্ষার সঙ্গে আমাদের সুযোগ দিয়েছেবন, এক মুহূর্ত নষ্ট না করেই তাঁদের সেবায় আমরা মগ্ন রয়েছি ৷ এর মধ্যেই, 370 ধারা ও 35 A ধারা প্রত্যাহার করা, সর্দার বল্লভভাই প্যাটেলের স্বপ্ন সার্থক করা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আইন করা, দেশের মুসলমান মহিলাদের অধিকার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ " তিনি বলেন, "দেশের যুবসমাজ, কিশোর-কিশোরীদের উপর নির্যাতন রোখার জন্য কঠোর আইন পাশ করা হয়েছে ৷"

এর আগে, আজ সকালে টুইট করে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷ লেখেন, "প্রত্যেক ভারতীয়কে শুভ স্বাধীনতা দিবস ৷ জয় হিন্দ ৷"

দিল্লি, 15 অগাস্ট : 73 তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "আমাদের পুরো সৈন্য শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে ৷ কোনও বাহিনী পিছিয়ে থাকলে হবে না ৷ বিশ্বের যুদ্ধ ও সুরক্ষা পরিস্থিতি বদলাচ্ছে ৷ আজ সিদ্ধান্ত নিয়েছি চিফ অফ ডিফেন্স স্টাফ গঠন করা হবে ৷ বায়ু, স্থল ও নৌ বাহিনীর নেতৃত্বে থাকবেন একজন ৷"

প্রধানমন্ত্রী বলেন, "দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, যারা ফাঁসির পথ বেছে নিয়েছিলেন, গান্ধিজির নেতৃত্বে দেশ স্বাধীনতা পেয়েছিল ৷ দেশের স্বাধীনতার জন্য যারা নিজের উৎসর্গ করেছেন, তাদের আমি প্রণাম করতে চাই ৷ বিকাশ, শান্তি, সমৃদ্ধির জন্য যারা যোগদান করেছেন, তাঁদের আমি প্রণাম করতে চাই ৷ " তিনি আরও বলেন, "দেশ যখন স্বাধীনতা দিবস পালন করছে, তখন দেশের কয়েটি প্রান্তের মানুষ বন্যার সঙ্গে লড়াই করছেন ৷ নাগরিকদের কষ্ট যাতে কম হয়, তার চেষ্টা করছে কেন্দ্র, রাজ্য সরকার ৷ "

তিনি বলেন, "সরকারের দ্বিতীয় দফার 10 সপ্তাহও হয়নি, কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কাজ করা হয়েছে ৷ সাধারণ মানুষ আমাদের যে আকাঙ্ক্ষার সঙ্গে আমাদের সুযোগ দিয়েছেবন, এক মুহূর্ত নষ্ট না করেই তাঁদের সেবায় আমরা মগ্ন রয়েছি ৷ এর মধ্যেই, 370 ধারা ও 35 A ধারা প্রত্যাহার করা, সর্দার বল্লভভাই প্যাটেলের স্বপ্ন সার্থক করা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আইন করা, দেশের মুসলমান মহিলাদের অধিকার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ " তিনি বলেন, "দেশের যুবসমাজ, কিশোর-কিশোরীদের উপর নির্যাতন রোখার জন্য কঠোর আইন পাশ করা হয়েছে ৷"

এর আগে, আজ সকালে টুইট করে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷ লেখেন, "প্রত্যেক ভারতীয়কে শুভ স্বাধীনতা দিবস ৷ জয় হিন্দ ৷"

Port of Spain (Trinidad and Tobago), Aug 15 (ANI): After clinching T20 series, India claimed victory in ODI series against West Indies by 2-0. Skipper Kohli led the team from the front and scored another century. Men in Blue won by handsome six wickets after DLS method came into play. Skipper Kohli hailed batsman Shreyas Iyer for his quickfire knock 65 (41).
Last Updated : Aug 15, 2019, 2:53 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.