দিল্লি, 21 জানুয়ারি : টিকাকরণের দ্বিতীয় পর্বে কোরোনার টিকা নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সূত্রের খবর, দেশে টিকাকরণের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ছাড়াও কোভিডের 19-এর প্রতিষেধক নেবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ৷
16 জানুয়ারি কোভিড 19-এর প্রতিষেধক দেওয়া শুরু হয়েছে দেশেজুড়ে ৷ কোরোনার টিকা হিসেবে সেরাম ইন্সটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাকসিন বিশেষজ্ঞদের ছাড়পত্র পাওয়ার পরেই শুরু হয়েছে গণটিকাকরণ ৷ প্রথম পর্বে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের মতো প্রথম সারির কোরোনা যোদ্ধাদের টিকা দেওয়ার কাজ চলছে ৷ যদিও টিকার সুরক্ষা তথা পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিলই ৷ এরমধ্যে টিকা নেওয়ার পর গোটা দেশে বেশ কিছু মানুষ অসুস্থ হয়েছেন ৷ টিকা নেওয়ার পর মৃত্যু হয়েছে, এমন ঘটনাও সামনে এসেছে ৷ যদিও কেন্দ্রের দাবি, ওই ব্যক্তিদের মৃত্যুর সঙ্গে কোরোনার টিকার সম্পর্ক নেই ৷ অন্য শারীরিক সমস্যাই কারণ ৷ এই অবস্থায় দাবি উঠছিল, দেশবাসীর শঙ্কা কাটাতে টিকা নিন দেশের প্রধানমন্ত্রী ৷ এইসঙ্গে টিকাকরণ অভিযানে সামিল হন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা নেতা-মন্ত্রীরাও ৷ সূত্রের খবর, দেশে টিকাকরণের দ্বিতীয় পর্যায়ে তেমনই ঘটতে চলেছে ৷
আরও পড়ুন: আজ থেকে ছয় দেশে কোরোনার টিকা সরবরাহ করবে ভারত
এমনিতেই টিকাকরণের দ্বিতীয় পর্বে পঞ্চাশোর্ধ্ব এবং যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের টিকা দেওয়ার কথা ছিল ৷ সূত্র মারফত জানা গিয়েছে, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা ছাড়াও দ্বিতীয় পর্যায়ে টিকা নিতে চলেছেন পঞ্চাশ বছরের বেশি বয়সি সাংসদরাও ৷