ETV Bharat / bharat

নতুন বছরে এগিয়ে চলার আহ্বান রাষ্ট্রপতির, শুভেচ্ছা প্রধানমন্ত্রীরও

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করেন, সকলকে নতুন বছরের শুভেচ্ছা ৷ নতুন বছর নতুন শুরুর সুযোগ করে দিল আমাদের ৷

president-ramnath-kovind-and-prime-minister-narendra-modi-wishing-people-of-country-a-happy-new-year
president-ramnath-kovind-and-prime-minister-narendra-modi-wishing-people-of-country-a-happy-new-year
author img

By

Published : Jan 1, 2021, 8:46 AM IST

Updated : Jan 1, 2021, 12:26 PM IST

দিল্লি, 1 জানুয়ারি: দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

রাষ্ট্রপতি টুইট করেন, "সকলকে নতুন বছরের শুভেচ্ছা ৷ নতুন বছর নতুন শুরুর সুযোগ করে দিল আমাদের ৷ ব্যক্তি ও সমাজ- উভয় ক্ষেত্রে ৷ কোভিড পরিস্থিতিতে আমরা যে চ্যালেঞ্জ সামলেছি তাতে করে ভেতর থেকে আরও শক্তিশালী হয়ে উঠেছি আমরা, যা ভবিষ্যতে কাজে আসবে ৷"

রাষ্ট্রপতি ভবনের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে আরও একটি টুইট করা হয় ৷ যেখানে লেখা হয়, "আসুন নতুন সমাজ গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি ৷ যে সমাজে মানুষে মানুষে থাকবে ভালোবাসার সম্পর্ক ও শান্তি বিরাজ করবে ৷ সকলে যেন সুস্থ থাকি, যেন দেশের উন্নতিতে নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই ৷"

  • Prime Minister Narendra Modi extends New Year greetings

    "Wishing you a happy 2021! May this year bring good health, joy and prosperity. May the spirit of hope and wellness prevail," he tweets

    (file photo) pic.twitter.com/y9VfWO6Ig9

    — ANI (@ANI) January 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ তিনি টুইট করেন, "সকলকে জানাই নতুন বছর 2021-এর শুভেচ্ছা ৷ এই বছর সকলকে এনে দিক সুস্বাস্থ্য, খুশি ও সমৃদ্ধি ৷ যেন মনে আশার আলো থাকে । যেন ভালো থাকি আমরা ৷"

দিল্লি, 1 জানুয়ারি: দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

রাষ্ট্রপতি টুইট করেন, "সকলকে নতুন বছরের শুভেচ্ছা ৷ নতুন বছর নতুন শুরুর সুযোগ করে দিল আমাদের ৷ ব্যক্তি ও সমাজ- উভয় ক্ষেত্রে ৷ কোভিড পরিস্থিতিতে আমরা যে চ্যালেঞ্জ সামলেছি তাতে করে ভেতর থেকে আরও শক্তিশালী হয়ে উঠেছি আমরা, যা ভবিষ্যতে কাজে আসবে ৷"

রাষ্ট্রপতি ভবনের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে আরও একটি টুইট করা হয় ৷ যেখানে লেখা হয়, "আসুন নতুন সমাজ গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি ৷ যে সমাজে মানুষে মানুষে থাকবে ভালোবাসার সম্পর্ক ও শান্তি বিরাজ করবে ৷ সকলে যেন সুস্থ থাকি, যেন দেশের উন্নতিতে নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই ৷"

  • Prime Minister Narendra Modi extends New Year greetings

    "Wishing you a happy 2021! May this year bring good health, joy and prosperity. May the spirit of hope and wellness prevail," he tweets

    (file photo) pic.twitter.com/y9VfWO6Ig9

    — ANI (@ANI) January 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ তিনি টুইট করেন, "সকলকে জানাই নতুন বছর 2021-এর শুভেচ্ছা ৷ এই বছর সকলকে এনে দিক সুস্বাস্থ্য, খুশি ও সমৃদ্ধি ৷ যেন মনে আশার আলো থাকে । যেন ভালো থাকি আমরা ৷"

Last Updated : Jan 1, 2021, 12:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.