ETV Bharat / bharat

পণের দাবিতে ফোনেই গর্ভবতী স্ত্রী'কে তিন তালাক - পণপ্রথা

খোদ রাজধানীতেই তিন তালাকের ঘটনা সামনে এল। জানা গিয়েছে, এক গর্ভবতী মহিলাকে তাঁর স্বামী 23 জুন ফোনে তিন তালাক দেয়। এরপরই তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।

Pregnant woman given triple talaq over phone for not giving dowry in Delhi
Pregnant woman given triple talaq over phone for not giving dowry in Delhi
author img

By

Published : Jun 27, 2020, 7:16 PM IST

দিল্লি, 27 জুন : 2019 সালে তিন তালাক প্রথা অসাংবিধানিক বলে ঘোষণা করা হলেও দেশে এখনও বজায় রয়েছে এই প্রথা ৷ তার প্রমাণ ফের মিলল। রাজধানী দিল্লিতে পণের দাবিতে গর্ভবতী স্ত্রীকে ফোনে তিন তালাক দিল স্বামী ।

ওই মহিলা জানান, পণ হিসেবে বাইকের জন্য তাঁর স্বামী ক্রমাগত চাপ সৃষ্টি করছিল। এছাড়া তাঁকে গর্ভপাতের জন্যও জোর করা হচ্ছিল, এমনকী জোর করে ওষুধও খাওয়ানো হয় ৷

নির্যাতিতা বলেন, " 23 জুন আমার স্বামী ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তিন তালাক দেয়। ইতিমধ্যেই সে দ্বিতীয় বিয়ে করার পরিকল্পনা করছে। "

23 জুন ওই মহিলার স্বামী তিন তালাক দেওয়ার পর তার শ্বশুর-শাশুড়ি ও স্বামী তাকে তাড়িয়ে দেয় । জানা গিয়েছে, তিন মাস আগে ওই মহিলা থানায় তাঁর স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগ করে ।

দিল্লি, 27 জুন : 2019 সালে তিন তালাক প্রথা অসাংবিধানিক বলে ঘোষণা করা হলেও দেশে এখনও বজায় রয়েছে এই প্রথা ৷ তার প্রমাণ ফের মিলল। রাজধানী দিল্লিতে পণের দাবিতে গর্ভবতী স্ত্রীকে ফোনে তিন তালাক দিল স্বামী ।

ওই মহিলা জানান, পণ হিসেবে বাইকের জন্য তাঁর স্বামী ক্রমাগত চাপ সৃষ্টি করছিল। এছাড়া তাঁকে গর্ভপাতের জন্যও জোর করা হচ্ছিল, এমনকী জোর করে ওষুধও খাওয়ানো হয় ৷

নির্যাতিতা বলেন, " 23 জুন আমার স্বামী ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তিন তালাক দেয়। ইতিমধ্যেই সে দ্বিতীয় বিয়ে করার পরিকল্পনা করছে। "

23 জুন ওই মহিলার স্বামী তিন তালাক দেওয়ার পর তার শ্বশুর-শাশুড়ি ও স্বামী তাকে তাড়িয়ে দেয় । জানা গিয়েছে, তিন মাস আগে ওই মহিলা থানায় তাঁর স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগ করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.