দিল্লি, 27 জুন : 2019 সালে তিন তালাক প্রথা অসাংবিধানিক বলে ঘোষণা করা হলেও দেশে এখনও বজায় রয়েছে এই প্রথা ৷ তার প্রমাণ ফের মিলল। রাজধানী দিল্লিতে পণের দাবিতে গর্ভবতী স্ত্রীকে ফোনে তিন তালাক দিল স্বামী ।
ওই মহিলা জানান, পণ হিসেবে বাইকের জন্য তাঁর স্বামী ক্রমাগত চাপ সৃষ্টি করছিল। এছাড়া তাঁকে গর্ভপাতের জন্যও জোর করা হচ্ছিল, এমনকী জোর করে ওষুধও খাওয়ানো হয় ৷
নির্যাতিতা বলেন, " 23 জুন আমার স্বামী ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তিন তালাক দেয়। ইতিমধ্যেই সে দ্বিতীয় বিয়ে করার পরিকল্পনা করছে। "
23 জুন ওই মহিলার স্বামী তিন তালাক দেওয়ার পর তার শ্বশুর-শাশুড়ি ও স্বামী তাকে তাড়িয়ে দেয় । জানা গিয়েছে, তিন মাস আগে ওই মহিলা থানায় তাঁর স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগ করে ।