ETV Bharat / bharat

1 টাকা জরিমানা দিলেন প্রশান্ত ভূষণ, পুনর্বিবেচনার আবেদন করবেন - জরিমানা দিলেন প্রশান্ত ভূষণ

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় উমর খালিদকে আটকে রাখা ও নাগরিকত্ব সংশোধন আইনের (CAA) 2019- এর বিরুদ্ধে বক্তব্য রাখায় সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদব এবং অন্যান্য শিক্ষাবিদদের বিরুদ্ধে দিল্লি পুলিশ চার্জশিট জমা করায় সমালোচনায় মুখর হন তিনি ।

প্রশান্ত
প্রশান্ত
author img

By

Published : Sep 14, 2020, 4:42 PM IST

দিল্লি, 14 সেপ্টেম্বর : আদালতের নির্দেশ মেনে 1 টাকা জরিমানা দিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ । সোমবার জরিমানা দেওয়ার পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন, এই রায়ের পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন দাখিল করবেন তিনি । জরিমানা দেওয়া মানে রায় মেনে নিয়েছেন এটা ভাবা ভুল হবে । স্পষ্ট করে দিয়েছেন তিনি ।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় উমর খালিদকে আটকে রাখা ও নাগরিকত্ব সংশোধন আইনের (CAA) 2019- এর বিরুদ্ধে বক্তব্য রাখায় সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদব এবং অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদদের বিরুদ্ধে দিল্লি পুলিশ চার্জশিট জমা করায় সমালোচনায় মুখর হন প্রশান্ত ভূষণ । টুইটারেও একই বিষয়ে লেখেন তিনি । ভূষণ লেখেন, "দিল্লি পুলিশ কর্তৃক উমর খালিদের গ্রেপ্তারি ও ইয়েচুরি, যোগেন্দ্র যাদব, জয়তী ঘোষের নামে চার্জশিট দেওয়ায় দিল্লি হিংসার তদন্তে গড়মিল রয়েছে তাতে সন্দেহ নেই । শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের ষড়যন্ত্র ।" তাঁর আরও অভিযোগ, বর্তমান সরকার তাদের বিরুদ্ধে ওঠা সব সমালোচনাকে বন্ধ করতে নিজেদের ক্ষমতার ব্যবহার করছে । এতে প্রতিক্রিয়া দেওয়ার স্বাধীনতা বিপদের মুখে পড়েছে ।

গত 27 ও 29 জুন পরপর দুটি টুইট করেন প্রশান্ত ভূষণ ৷ একটি টুইটে দেশের শীর্ষ আদালতকে আক্রমণ করেন ৷ অপর টুইটে তিনি প্রধান বিচারপতি এস এ বোবদে-কে আক্রমণ করেন ৷ মামলার শুনানিতে প্রশান্ত ভূষণকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত ৷ কিন্তু তিনি ক্ষমা চাননি ৷ এরপর আদালত অবমাননার দায়ে আইনজীবী প্রশান্ত ভূষণকে 1 টাকা জরিমানা করে সুপ্রিম কোর্ট ।

দিল্লি, 14 সেপ্টেম্বর : আদালতের নির্দেশ মেনে 1 টাকা জরিমানা দিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ । সোমবার জরিমানা দেওয়ার পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন, এই রায়ের পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন দাখিল করবেন তিনি । জরিমানা দেওয়া মানে রায় মেনে নিয়েছেন এটা ভাবা ভুল হবে । স্পষ্ট করে দিয়েছেন তিনি ।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় উমর খালিদকে আটকে রাখা ও নাগরিকত্ব সংশোধন আইনের (CAA) 2019- এর বিরুদ্ধে বক্তব্য রাখায় সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদব এবং অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদদের বিরুদ্ধে দিল্লি পুলিশ চার্জশিট জমা করায় সমালোচনায় মুখর হন প্রশান্ত ভূষণ । টুইটারেও একই বিষয়ে লেখেন তিনি । ভূষণ লেখেন, "দিল্লি পুলিশ কর্তৃক উমর খালিদের গ্রেপ্তারি ও ইয়েচুরি, যোগেন্দ্র যাদব, জয়তী ঘোষের নামে চার্জশিট দেওয়ায় দিল্লি হিংসার তদন্তে গড়মিল রয়েছে তাতে সন্দেহ নেই । শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের ষড়যন্ত্র ।" তাঁর আরও অভিযোগ, বর্তমান সরকার তাদের বিরুদ্ধে ওঠা সব সমালোচনাকে বন্ধ করতে নিজেদের ক্ষমতার ব্যবহার করছে । এতে প্রতিক্রিয়া দেওয়ার স্বাধীনতা বিপদের মুখে পড়েছে ।

গত 27 ও 29 জুন পরপর দুটি টুইট করেন প্রশান্ত ভূষণ ৷ একটি টুইটে দেশের শীর্ষ আদালতকে আক্রমণ করেন ৷ অপর টুইটে তিনি প্রধান বিচারপতি এস এ বোবদে-কে আক্রমণ করেন ৷ মামলার শুনানিতে প্রশান্ত ভূষণকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত ৷ কিন্তু তিনি ক্ষমা চাননি ৷ এরপর আদালত অবমাননার দায়ে আইনজীবী প্রশান্ত ভূষণকে 1 টাকা জরিমানা করে সুপ্রিম কোর্ট ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.