ETV Bharat / bharat

NRC ও CAA-এর প্রতিবাদে পাহাড়ে পোস্টার বিনয়পন্থীদের - পোস্টারিং কর্মসূচি

নাগরিকত্ব (সংশোধনী) আইন এবং জাতীয় নাগরিকপঞ্জি-র প্রতিবাদে বৃহস্পতিবার পাহাড়জুড়ে পোস্টার গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থী শিবিরের ৷ বিনয়পন্থীরা আগেই তাদের এই কর্মসূচি ঘোষণা করেছিল । আগামীকাল পাহাড়জুড়ে প্রতিবাদ মিছিলের কর্মসূচি নিয়েছে মোর্চার বিনয়পন্থীরা । তবে নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে আগের থেকে বেশ কিছুটা সুর নরম করেছেন বিনয় তামাং । CAB রাজ্যসভায় পাশ হলে পাহাড়ে কেন্দ্রীয় অফিস ঘেরাও করার হুমকি দিয়েছিলেন মোর্চা এই নেতা । কিন্তু CAB এখন আইনে পরিণত হওয়ায় সেই কর্মসূচি থেকে সরে এসে শুধু পোস্টারিং কর্মসূচিতে নিজেদের আন্দোলন আটকে রাখলেন ।

Binoy Tamang
বিনয় তামাং
author img

By

Published : Dec 19, 2019, 10:18 PM IST

কালিম্পং, 19 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন এবং জাতীয় নাগরিকপঞ্জি-র প্রতিবাদে বৃহস্পতিবার পাহাড়জুড়ে পোস্টার গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থী শিবিরের ৷ তবে নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে আগের থেকে বেশ কিছুটা সুর নরম করেছেন বিনয় তামাং । CAB রাজ্যসভায় পাশ হলে পাহাড়ে কেন্দ্রীয় অফিস ঘেরাও করার হুমকি দিয়েছিলেন মোর্চা এই নেতা । কিন্তু CAB এখন আইনে পরিণত হওয়ায় সেই কর্মসূচি থেকে সরে এসে শুধু পোস্টারিং কর্মসূচিতে নিজেদের আন্দোলন আটকে রাখলেন । আগামীকাল প্রতিবাদ মিছিল হবে বলে বিনয় তামাং জানিয়েছেন ।

বিনয় তামাং

CAA-এর ফলে বাংলদেশ, পকিস্তান ও আফগানিস্তান থেকে আসা উদ্বাস্তুদের দার্জিলিং পাহাড় সহ তরাই -ডুয়ার্সে যাতে কোনও জায়গা দেওয়া না হয় সেই দাবিও বুধবারের মতো বৃহস্পতিবারও করেন বিনয় তামাং । বৃহস্পতিবার কালিম্পঙে যুব মোর্চার তরফে NRC ও CAA -এর প্রতিবাদে পোস্টার সাঁটানো হয় । লোকসভায় নাগরিকত্ব বিল পাশ হতে না হতেই দার্জিলিং পাহাড়ে প্রতিবাদ আন্দোলনে নামে মোর্চার বিনয়পন্থীরা । দার্জিলিঙে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সাংসদ রাজু বিস্তার কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় । এরপর জেলাশাসকের কার্যালয়ে ধরনা -বিক্ষোভ কর্মসূচি হয় । বৃহস্পতিবার হয় পোস্টারিং কর্মসূচি ।

দার্জিলিঙে বুধবার বিনয় তামাং জানিয়েছিলেন, নাগরিকত্ব সংশোধনী আইনকে পাহাড়ে কার্যকর করতে দেওয়া হবে না । তিনি বলেন, "CAB এখন আইনে পরিণত হয়েছে । কিন্তু আমরা চাই দার্জিলিং পাহাড়ে এই আইন কার্যকর না হোক । এছাড়া NRC'তে গোর্খাদের রক্ষাকবচ দেওয়া হোক । " CAA-এর ফলে বাংলদেশ, পকিস্তান ও আফগানিস্তান থেকে আসা উদ্বাস্তুদের দার্জিলিং পাহাড় সহ তরাই -ডুয়ার্সে যাতে কোনও জায়গা দেওয়া না হয় সেই দাবিও আজ করেন বিনয় তামাং । তিনি বলেন, " যাঁরা বাইরে থেকে আসবেন তাঁদের জন্য আলাদা জায়গা দেওয়া হোক । এটা হলে এখানে বসবাসকারী সবারই ভালো হবে । "

লোকসভায় CAB পাশ হতে না হতেই দার্জিলিং পাহাড়ে প্রতিবাদ আন্দোলনে নামে মোর্চার বিনয়পন্থীরা । দার্জিলিঙে অমিত শাহ ও সাংসদ রাজু বিস্তার কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় । এরপর জেলাশাসকের কার্যালয়ে ধরনা -বিক্ষোভ কর্মসূচি হয় । বিনয় তামাং সেসময় হুমকি দেন, রাজ্যসভায় CAB পাশ হলে পাহাড়জুড়ে তীব্র আন্দোলন কর্মসূচি করবেন তাঁরা । অসমের মতোই প্রতিবাদ আন্দোলন কর্মসূচি শুরু হতে পারে দার্জিলিং পাহাড়েও বলেও তিনি মন্তব্য করেন । বিনয়দের প্রতিবাদ কর্মসূচির মধ্যে পাহাড়ে কেন্দীয় অফিস ঘেরাও কর্মসূচির কথাও জানিয়ে দেওয়া হয় । 23 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত পাহাড়ে ওই ঘেরাও কর্মসূচির কথা বলা হয় । কিন্তু CAB এখন আইনে পরিণত হয়েছে । সেজন্য বুধবার বিনয়ের গলায় কার্যত নরম সুর শোনা যায় । আন্দোলন কর্মসূচির কিছুটা রদবদল করে বিনয় তামাং বলেন, গণতান্ত্রিক পথেই তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন । তবে পাহাড়ে কেন্দ্রীয় অফিস ঘেরাও কর্মসূচি নিয়ে বুধবারের মতো বৃহস্পতিবারও তিনি কোনও মন্তব্য করেননি ।

কালিম্পং, 19 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন এবং জাতীয় নাগরিকপঞ্জি-র প্রতিবাদে বৃহস্পতিবার পাহাড়জুড়ে পোস্টার গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থী শিবিরের ৷ তবে নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে আগের থেকে বেশ কিছুটা সুর নরম করেছেন বিনয় তামাং । CAB রাজ্যসভায় পাশ হলে পাহাড়ে কেন্দ্রীয় অফিস ঘেরাও করার হুমকি দিয়েছিলেন মোর্চা এই নেতা । কিন্তু CAB এখন আইনে পরিণত হওয়ায় সেই কর্মসূচি থেকে সরে এসে শুধু পোস্টারিং কর্মসূচিতে নিজেদের আন্দোলন আটকে রাখলেন । আগামীকাল প্রতিবাদ মিছিল হবে বলে বিনয় তামাং জানিয়েছেন ।

বিনয় তামাং

CAA-এর ফলে বাংলদেশ, পকিস্তান ও আফগানিস্তান থেকে আসা উদ্বাস্তুদের দার্জিলিং পাহাড় সহ তরাই -ডুয়ার্সে যাতে কোনও জায়গা দেওয়া না হয় সেই দাবিও বুধবারের মতো বৃহস্পতিবারও করেন বিনয় তামাং । বৃহস্পতিবার কালিম্পঙে যুব মোর্চার তরফে NRC ও CAA -এর প্রতিবাদে পোস্টার সাঁটানো হয় । লোকসভায় নাগরিকত্ব বিল পাশ হতে না হতেই দার্জিলিং পাহাড়ে প্রতিবাদ আন্দোলনে নামে মোর্চার বিনয়পন্থীরা । দার্জিলিঙে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সাংসদ রাজু বিস্তার কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় । এরপর জেলাশাসকের কার্যালয়ে ধরনা -বিক্ষোভ কর্মসূচি হয় । বৃহস্পতিবার হয় পোস্টারিং কর্মসূচি ।

দার্জিলিঙে বুধবার বিনয় তামাং জানিয়েছিলেন, নাগরিকত্ব সংশোধনী আইনকে পাহাড়ে কার্যকর করতে দেওয়া হবে না । তিনি বলেন, "CAB এখন আইনে পরিণত হয়েছে । কিন্তু আমরা চাই দার্জিলিং পাহাড়ে এই আইন কার্যকর না হোক । এছাড়া NRC'তে গোর্খাদের রক্ষাকবচ দেওয়া হোক । " CAA-এর ফলে বাংলদেশ, পকিস্তান ও আফগানিস্তান থেকে আসা উদ্বাস্তুদের দার্জিলিং পাহাড় সহ তরাই -ডুয়ার্সে যাতে কোনও জায়গা দেওয়া না হয় সেই দাবিও আজ করেন বিনয় তামাং । তিনি বলেন, " যাঁরা বাইরে থেকে আসবেন তাঁদের জন্য আলাদা জায়গা দেওয়া হোক । এটা হলে এখানে বসবাসকারী সবারই ভালো হবে । "

লোকসভায় CAB পাশ হতে না হতেই দার্জিলিং পাহাড়ে প্রতিবাদ আন্দোলনে নামে মোর্চার বিনয়পন্থীরা । দার্জিলিঙে অমিত শাহ ও সাংসদ রাজু বিস্তার কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় । এরপর জেলাশাসকের কার্যালয়ে ধরনা -বিক্ষোভ কর্মসূচি হয় । বিনয় তামাং সেসময় হুমকি দেন, রাজ্যসভায় CAB পাশ হলে পাহাড়জুড়ে তীব্র আন্দোলন কর্মসূচি করবেন তাঁরা । অসমের মতোই প্রতিবাদ আন্দোলন কর্মসূচি শুরু হতে পারে দার্জিলিং পাহাড়েও বলেও তিনি মন্তব্য করেন । বিনয়দের প্রতিবাদ কর্মসূচির মধ্যে পাহাড়ে কেন্দীয় অফিস ঘেরাও কর্মসূচির কথাও জানিয়ে দেওয়া হয় । 23 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত পাহাড়ে ওই ঘেরাও কর্মসূচির কথা বলা হয় । কিন্তু CAB এখন আইনে পরিণত হয়েছে । সেজন্য বুধবার বিনয়ের গলায় কার্যত নরম সুর শোনা যায় । আন্দোলন কর্মসূচির কিছুটা রদবদল করে বিনয় তামাং বলেন, গণতান্ত্রিক পথেই তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন । তবে পাহাড়ে কেন্দ্রীয় অফিস ঘেরাও কর্মসূচি নিয়ে বুধবারের মতো বৃহস্পতিবারও তিনি কোনও মন্তব্য করেননি ।

Intro:এনআরসি, সিএএ-এর প্রতিবাদে
পাহাড়জুড়ে ব্যাপক পোস্টারিং


কালিম্পং, 19 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এবং এনআরসি-র প্রতিবাদে বৃহস্পতিবার পাহাড়জুড়ে যুব মোর্চার ব্যাপক পোস্টারিং। এদিন বিনয়পন্থীদের তরফে এই পোস্টারিং কর্মসূচি হয়। 20 ডিসেম্বর, শুক্রবার হবে প্রতিবাদ মিছিলের কর্মসূচি রয়েছে মোর্চার বিনয়পন্থীদের। এরপর আন্দোলনকে আরও তীব্র করা হবে বলে বিনয় তামাঙ জানিয়েছেন । Body:বুধবারই বিনয় তামাঙ জানিয়ে দেন, সিএবি বা ক্যাব এখন আইনে পরিণত হয়েছে । কিন্তু আমরা চাই দার্জিলিং পাহাড়ে এই আইন কার্যকর না হোক । এছাড়া এনআরসি'তে গোর্খাদের রক্ষাকবচ দেওয়া হোক । সিএএ-এর ফলে বাংলদেশ, পকিস্তান ও আফগানিস্তান থেকে আসা উদ্বাস্তুদের দার্জিলিং পাহাড় সহ তরাই -ডুয়ার্সে যাতে কোনো জায়গা দেওয়া না হয় সেই দাবিও করেন বিনয় তামাঙ। বৃহস্পতিবার কালিম্পংয়ে যুব মোর্চার তরফে এনআরসি ও সিএএ -এর প্রতিবাদে পোস্টার সাঁটানো হয় । Conclusion:লোকসভায় নাগরিকত্ব বিল পাশ হতে না হতেই দার্জিলিং পাহাড়ে প্রতিবাদ আন্দোলনে নামে মোর্চার বিনয়পন্থীরা । দার্জিলিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সাংসদ রাজু বিস্তার কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় । এরপর জেলাশাসকের কার্যালয়ে ধরনা -বিক্ষোভ কর্মসূচি হয় । বৃহস্পতিবার হয় পোস্টারিং কর্মসূচি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.