ETV Bharat / bharat

কানপুরের কাছে লাইনচ্যুত পূর্বা এক্সপ্রেস - derailed

কানপুরের কাছে লাইনচ্যুত হাওড়া-দিল্লি পূর্বা এক্সপ্রেস। চারটি বগি উলটে যায়।

লাইনচ্যুত পূর্বা এক্সপ্রেস
author img

By

Published : Apr 20, 2019, 4:13 AM IST

Updated : Apr 20, 2019, 5:22 AM IST

কানপুর, 20 এপ্রিল : লাইনচ্যুত হল হাওড়া-দিল্লি পূর্বা এক্সপ্রেস । আজ রাত 1টা নাগাদ উত্তরপ্রদেশের কানপুরের রোমা গ্রামের কাছে ট্রেনের 12টি বগি লাইনচ্যুত হয় । যারমধ্যে চারটি বগি উলটে যায় । দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন । তবে কোনও যাত্রীর আঘাত গুরুতর নয় বলে রেলের তরফে জানানো হয়েছে ।

  • Latest spot visuals: Total 12 coaches affected due to Poorva Express derailment near Rooma village in Kanpur at around 1 am today. 4 out of 12 coaches had capsized. No casualties reported. pic.twitter.com/u5QsG5Crp2

    — ANI UP (@ANINewsUP) April 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ রাত 1টা নাগাদ কানপুর থেকে 15 কিলোমিটার দূরে রোমা গ্রামের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয় । লাইনচ্যুত 12টি বগির মধ্যে উলটে যায় 4টি । কানপুরের জেলাশাসক বিজয় বিশ্বাস পন্থ বলেন, "উদ্ধারকাজ চলছে । কোনও যাত্রী গুরুতর আহত হননি । যাত্রীদের বাসে করে কানপুর সেন্ট্রালে নিয়ে যাওয়া হয়েছে । রেলের তরফে কানপুর থেকে দিল্লি পর্যন্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ।"

  • Vijay Vishwas Pant, District Magistrate Kanpur: Rescue operation underway. No casualties reported till now. Buses are being arranged to take passengers to Kanpur Central. Railway authorities have said that they are arranging a train for passengers from Kanpur to Delhi. pic.twitter.com/07I8pwnuIM

    — ANI UP (@ANINewsUP) April 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় রেলের মুখপাত্র স্মিতা ভাটস শর্মা সংবাদসংস্থা ANI -কে জানান, হালকা আঘাত লেগেছে কয়েকজনের । দুর্ঘটনার পরই রিলিফ ট্রেন ও চিকিৎসার সরঞ্জাম পাঠানো হয়েছে ।

রেলের তরফে হেল্পলাইন নম্বরও খোলা হয়েছে । হাওড়ায় হেল্পলাইন নম্বরগুলি হল (০৩৩) ২৬৪০২২৪১, ২৬৪০২২৪৩, ২৬৪১৩৬৬০

কানপুর, 20 এপ্রিল : লাইনচ্যুত হল হাওড়া-দিল্লি পূর্বা এক্সপ্রেস । আজ রাত 1টা নাগাদ উত্তরপ্রদেশের কানপুরের রোমা গ্রামের কাছে ট্রেনের 12টি বগি লাইনচ্যুত হয় । যারমধ্যে চারটি বগি উলটে যায় । দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন । তবে কোনও যাত্রীর আঘাত গুরুতর নয় বলে রেলের তরফে জানানো হয়েছে ।

  • Latest spot visuals: Total 12 coaches affected due to Poorva Express derailment near Rooma village in Kanpur at around 1 am today. 4 out of 12 coaches had capsized. No casualties reported. pic.twitter.com/u5QsG5Crp2

    — ANI UP (@ANINewsUP) April 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ রাত 1টা নাগাদ কানপুর থেকে 15 কিলোমিটার দূরে রোমা গ্রামের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয় । লাইনচ্যুত 12টি বগির মধ্যে উলটে যায় 4টি । কানপুরের জেলাশাসক বিজয় বিশ্বাস পন্থ বলেন, "উদ্ধারকাজ চলছে । কোনও যাত্রী গুরুতর আহত হননি । যাত্রীদের বাসে করে কানপুর সেন্ট্রালে নিয়ে যাওয়া হয়েছে । রেলের তরফে কানপুর থেকে দিল্লি পর্যন্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ।"

  • Vijay Vishwas Pant, District Magistrate Kanpur: Rescue operation underway. No casualties reported till now. Buses are being arranged to take passengers to Kanpur Central. Railway authorities have said that they are arranging a train for passengers from Kanpur to Delhi. pic.twitter.com/07I8pwnuIM

    — ANI UP (@ANINewsUP) April 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় রেলের মুখপাত্র স্মিতা ভাটস শর্মা সংবাদসংস্থা ANI -কে জানান, হালকা আঘাত লেগেছে কয়েকজনের । দুর্ঘটনার পরই রিলিফ ট্রেন ও চিকিৎসার সরঞ্জাম পাঠানো হয়েছে ।

রেলের তরফে হেল্পলাইন নম্বরও খোলা হয়েছে । হাওড়ায় হেল্পলাইন নম্বরগুলি হল (০৩৩) ২৬৪০২২৪১, ২৬৪০২২৪৩, ২৬৪১৩৬৬০

Koppal (Karnataka), Apr 19 (ANI): Election Commission officials conducted a search of the aircraft used by former prime minister HD Devegowda earlier today. The aircraft had made a sudden landing following a technical glitch. The aircraft of politicians are being checked in the course of Lok Sabha elections 2019.
Last Updated : Apr 20, 2019, 5:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.