পুদুচেরি, 18 জুলাই : কোরোনার জেরে দেশজুড়ে বন্ধ সরকারি বিদ্যালয়গুলির পঠনপাঠন ৷ বন্ধ মিড-ডে মিলও ৷ এই কঠিন পরিস্থিতিতে অভিভাবকদের খাদ্যসামগ্রী ও অর্থ সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে পুদুচেরি প্রশাসন ৷
দারিদ্রতার কারণে যাতে স্কুলছুট না হয় তার জন্যেই এই মিড-ডে মিলের ব্যবস্থা ৷ কিন্তু কোরোনার প্রাদুর্ভাবে সমস্ত সরকারি স্কুলগুলির পঠনপাঠন থেকে মিড-ডে মিল বন্ধ ৷ কাজ হারিয়েছেন বহু মানুষ ৷ এই কঠিন সময়ে অভিভাবকদের পাশে দাঁড়াল পুদুচেরি সরকার ৷ পুদুচেরির শিক্ষামন্ত্রী আর কমলকন্নন জানান, কোরোনার কারণে স্কুল বন্ধ থাকায় 50 হাজার ছাত্রছাত্রীকে চার মাসের জন্য চার কেজি চাল ও মাথাপিছু 250-330 টাকার মুদিখানার সামগ্রী দেওয়া হবে ৷
পুদুচেরিতে আজ নতুন করে 58 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার 898 জন ৷ গত 24 ঘণ্টায় পুদুচেরিতে কোরোনায় মৃত্যুর সংখ্যা 3 জন ৷ দেশে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 34 হাজার 884 জন । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 10 লাখ 38 হাজার 716 । গত 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 671 জনের । এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল 26 হাজার 273 । এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 6 লাখ 53 হাজার 751 জন ।