ETV Bharat / bharat

ফি বৃদ্ধিকে ঘিরে JNU ক্যাম্পাসের বাইরে পুলিশ-ছাত্র সংঘর্ষ

author img

By

Published : Nov 11, 2019, 11:52 AM IST

Updated : Nov 11, 2019, 6:52 PM IST

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বাইরে পুলিশ-ছাত্র সংঘর্ষে উত্তাল বিশ্ববিদ্যালয় চত্বর ৷ আজ সকাল থেকেই নিজেদের দাবি দাওয়া নিয়ে রাজধানীর পথে নেমেছিল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ছিল আজ ৷ বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি, আবাসনের ফি বৃদ্ধি, ছাত্র সংসদ বন্ধ করার চেষ্টা থেকে শুরু করে একাধিক ইশুতে আজ সরব হয় পড়ুয়ারা ৷ দুপুর প্রায় 12টার দিকে বসন্তকুঞ্জের AICTE প্রেক্ষাগৃহে সমাবর্তন অনুষ্ঠান শুরু হয় ৷ তারপরই আন্দোলনরত পড়ুয়ারা ব্যারিকেড ভেঙে বসন্তকুঞ্জের দিকে এগোনোর চেষ্টা শুরু করে ৷

JNU ক্যাম্পাসের বাইরে পুলিশ-ছাত্র সংঘর্ষ

দিল্লি, 11 নভেম্বর : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বাইরে পুলিশ-ছাত্র সংঘর্ষে উত্তাল বিশ্ববিদ্যালয় চত্বর ৷ আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে এই সংঘর্ষ বাধে ৷ পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী ৷

দেখুন ভিডিয়ো

বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধিকে কেন্দ্র থেকে শুরু করে একাধিক ছাত্র বিরোধী ইশুতে আজ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ৷

video
বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরে পরিস্থিতি উত্তাল থাকলেও ক্যাম্পাসের ভিতরে চলে সমাবর্তন অনুষ্ঠান ৷

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ছিল আজ ৷ সকাল থেকেই নিজেদের দাবি দাওয়া নিয়ে রাজধানীর পথে নেমেছিল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ সমাবর্তনে উপস্থিত আছেন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ৷ বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরে পরিস্থিতি উত্তাল থাকলেও ক্যাম্পাসের ভিতরে চলে সমাবর্তন অনুষ্ঠান ৷

image
বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি, আবাসনের ফি বৃদ্ধি, ছাত্র সংসদ বন্ধ করার চেষ্টা থেকে শুরু করে একাধিক ইশুতে আজ সরব হয় পড়ুয়ারা ৷

বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি, আবাসনের ফি বৃদ্ধি, ছাত্র সংসদ বন্ধ করার চেষ্টা থেকে শুরু করে একাধিক ইশুতে আজ সরব হয় পড়ুয়ারা ৷

পরিস্থিতি সামাল দিতে বসন্তকুঞ্জের সামনে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী ৷ দুপুর প্রায় 12টার দিকে বসন্তকুঞ্জের AICTE প্রেক্ষাগৃহে সমাবর্তন অনুষ্ঠান শুরু হয় ৷ তারপরই আন্দোলনরত পড়ুয়ারা ব্যারিকেড ভেঙে বসন্তকুঞ্জের দিকে এগোনোর চেষ্টা শুরু করে ৷

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 28 অক্টোবর থেকে আবাসনের নতুন নিয়ম চালু করেছিল ৷ নতুন নিয়মে প্রতি মাসে 1700 টাকা পরিষেবা খরচ যোগ করা হয় ৷ একজনের ব্যবহার যোগ্য ঘরের ভাড়া 20 টাকা থেকে বাড়িয়ে 600 টাকা করা হয়েছে ৷

  • #WATCH Delhi: A scuffle between the police and protesting students breaks out, as the protest organised by Jawaharlal Nehru Students' Union (JNUSU) over different issues including fee hike, continues outside the university campus. pic.twitter.com/yOlezY9Rjx

    — ANI (@ANI) November 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি দু'জনের ব্যবহার যোগ্য ঘরের ভাড়া মাথাপিছু 10 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করা হয়েছে ৷

আবাসনের সুরক্ষা বাবদ জমা টাকার পরিমাণ 5500 থেকে বাড়িয়ে 12000 টাকা করা হয়েছে ৷ এছাড়াও নতুন করে জল ও বিদ্যুৎ খরচ যোগ করা হয় ৷ পূর্বে এই পরিষেবাগুলি বিনামূল্যে দেওয়া হত পড়ুয়াদের ৷

1972 সালের পর গতবছর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আয়োজিত হয় ৷ গতবছরেও উপাচার্য এম জগদেশ কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগে সমাবর্তন বয়কট করার ডাক দিয়েছিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ৷

দিল্লি, 11 নভেম্বর : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বাইরে পুলিশ-ছাত্র সংঘর্ষে উত্তাল বিশ্ববিদ্যালয় চত্বর ৷ আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে এই সংঘর্ষ বাধে ৷ পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী ৷

দেখুন ভিডিয়ো

বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধিকে কেন্দ্র থেকে শুরু করে একাধিক ছাত্র বিরোধী ইশুতে আজ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ৷

video
বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরে পরিস্থিতি উত্তাল থাকলেও ক্যাম্পাসের ভিতরে চলে সমাবর্তন অনুষ্ঠান ৷

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ছিল আজ ৷ সকাল থেকেই নিজেদের দাবি দাওয়া নিয়ে রাজধানীর পথে নেমেছিল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ সমাবর্তনে উপস্থিত আছেন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ৷ বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরে পরিস্থিতি উত্তাল থাকলেও ক্যাম্পাসের ভিতরে চলে সমাবর্তন অনুষ্ঠান ৷

image
বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি, আবাসনের ফি বৃদ্ধি, ছাত্র সংসদ বন্ধ করার চেষ্টা থেকে শুরু করে একাধিক ইশুতে আজ সরব হয় পড়ুয়ারা ৷

বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি, আবাসনের ফি বৃদ্ধি, ছাত্র সংসদ বন্ধ করার চেষ্টা থেকে শুরু করে একাধিক ইশুতে আজ সরব হয় পড়ুয়ারা ৷

পরিস্থিতি সামাল দিতে বসন্তকুঞ্জের সামনে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী ৷ দুপুর প্রায় 12টার দিকে বসন্তকুঞ্জের AICTE প্রেক্ষাগৃহে সমাবর্তন অনুষ্ঠান শুরু হয় ৷ তারপরই আন্দোলনরত পড়ুয়ারা ব্যারিকেড ভেঙে বসন্তকুঞ্জের দিকে এগোনোর চেষ্টা শুরু করে ৷

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 28 অক্টোবর থেকে আবাসনের নতুন নিয়ম চালু করেছিল ৷ নতুন নিয়মে প্রতি মাসে 1700 টাকা পরিষেবা খরচ যোগ করা হয় ৷ একজনের ব্যবহার যোগ্য ঘরের ভাড়া 20 টাকা থেকে বাড়িয়ে 600 টাকা করা হয়েছে ৷

  • #WATCH Delhi: A scuffle between the police and protesting students breaks out, as the protest organised by Jawaharlal Nehru Students' Union (JNUSU) over different issues including fee hike, continues outside the university campus. pic.twitter.com/yOlezY9Rjx

    — ANI (@ANI) November 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি দু'জনের ব্যবহার যোগ্য ঘরের ভাড়া মাথাপিছু 10 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করা হয়েছে ৷

আবাসনের সুরক্ষা বাবদ জমা টাকার পরিমাণ 5500 থেকে বাড়িয়ে 12000 টাকা করা হয়েছে ৷ এছাড়াও নতুন করে জল ও বিদ্যুৎ খরচ যোগ করা হয় ৷ পূর্বে এই পরিষেবাগুলি বিনামূল্যে দেওয়া হত পড়ুয়াদের ৷

1972 সালের পর গতবছর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আয়োজিত হয় ৷ গতবছরেও উপাচার্য এম জগদেশ কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগে সমাবর্তন বয়কট করার ডাক দিয়েছিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ৷


Last Updated : Nov 11, 2019, 6:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.