ETV Bharat / bharat

"2047 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে BJP" - ram madhav on modi

আজ ত্রিপুরাতে একটি জনসভায় যোগ দেন BJP-র জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব । সেখানে তিনি বলেন, "BJP-র মজ্জায় মজ্জায় জাতীয়তাবাদ ।" তারপরই নরেন্দ্র মোদির সুরে সুর মিলিয়ে বলেন, "নতুন ভারত গঠিত হচ্ছে । এই ভারতে সবার মাথার উপর ছাদ থাকবে, সবার কাজ থাকবে।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ফাইল ছবি)
author img

By

Published : Jun 8, 2019, 6:26 PM IST

আগরতলা 8 জুন : "1950 থেকে 1977 পর্যন্ত টানা ক্ষমতায় থেকে রেকর্ড গড়েছিল কংগ্রেস । সেই রেকর্ড ভেঙে দেব BJP । 2047 সালে কংগ্রেস স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে ভারতের । ততদিন কেন্দ্রে ক্ষমতায় থাকবে BJP ।" আজ এই মন্তব্য করলেন BJP-র জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব ।

আজ ত্রিপুরাতে একটি জনসভায় যোগ দেন রাম মাধব । সেখানে তিনি বলেন, "BJP-র মজ্জায় মজ্জায় জাতীয়তাবাদ ।" তারপরই নরেন্দ্র মোদির সুরে বলেন, "নতুন ভারত গঠিত হচ্ছে যেখানে সবার মাথার উপর ছাদ থাকবে, সবার কাজ থাকবে।" তারপরই তাঁর সংযোজন, "দেশে কংগ্রেস সবথেকে বেশি সময় ক্ষমতায় ছিল । 1950 থেকে 1977 সাল পর্যন্ত রাজত্ব করেছিল । আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, কংগ্রেসের সেই রেকর্ড ভেঙে দেবে মোদিজি । 2047 সালে আমাদের দেশ স্বাধীনতার 100 বছর পূর্ণ করবে । ততদিন কেন্দ্রে BJP পরিচালিত সরকার থাকবে ।"

Ram Madhav
রাম মাধব (BJP-র জাতীয় সাধারণ সম্পাদক )

গত 30 মে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতা দখল করেছে নরেন্দ্র মোদি পরিচালিত BJP । বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ইতিমধ্যেই সরকার গড়েছে BJP । সেই প্রসঙ্গ তুলে ধরে রাম মাধব বলেন, "বর্তমানে দেশ চালাচ্ছে মোদি পরিচালিত BJP । দেশের ভবিষ্যতও মোদিজির হাতেই ।"

আগরতলা 8 জুন : "1950 থেকে 1977 পর্যন্ত টানা ক্ষমতায় থেকে রেকর্ড গড়েছিল কংগ্রেস । সেই রেকর্ড ভেঙে দেব BJP । 2047 সালে কংগ্রেস স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে ভারতের । ততদিন কেন্দ্রে ক্ষমতায় থাকবে BJP ।" আজ এই মন্তব্য করলেন BJP-র জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব ।

আজ ত্রিপুরাতে একটি জনসভায় যোগ দেন রাম মাধব । সেখানে তিনি বলেন, "BJP-র মজ্জায় মজ্জায় জাতীয়তাবাদ ।" তারপরই নরেন্দ্র মোদির সুরে বলেন, "নতুন ভারত গঠিত হচ্ছে যেখানে সবার মাথার উপর ছাদ থাকবে, সবার কাজ থাকবে।" তারপরই তাঁর সংযোজন, "দেশে কংগ্রেস সবথেকে বেশি সময় ক্ষমতায় ছিল । 1950 থেকে 1977 সাল পর্যন্ত রাজত্ব করেছিল । আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, কংগ্রেসের সেই রেকর্ড ভেঙে দেবে মোদিজি । 2047 সালে আমাদের দেশ স্বাধীনতার 100 বছর পূর্ণ করবে । ততদিন কেন্দ্রে BJP পরিচালিত সরকার থাকবে ।"

Ram Madhav
রাম মাধব (BJP-র জাতীয় সাধারণ সম্পাদক )

গত 30 মে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতা দখল করেছে নরেন্দ্র মোদি পরিচালিত BJP । বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ইতিমধ্যেই সরকার গড়েছে BJP । সেই প্রসঙ্গ তুলে ধরে রাম মাধব বলেন, "বর্তমানে দেশ চালাচ্ছে মোদি পরিচালিত BJP । দেশের ভবিষ্যতও মোদিজির হাতেই ।"

Prayagraj (Uttar Pradesh), Jun 08 (ANI): In a horrific scene that unfolded on late Friday night, a husband and his wife were murdered in their sleep by unidentified persons in Uttar Pradesh's Prayagraj. The incident which took place in Soraon area shook the locals. Police said that the miscreants broke in the house and killed the couple who were sleeping on terrace with their kids. The killers also vandalised the in-house items including the almirah, however, the motive behind the killing is not clear as police said they are investigating the case.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.