ETV Bharat / bharat

আমাকে গর্বিত করতে চাইলে একটি পরিবারের দায়িত্ব নিন : প্রধানমন্ত্রী

সম্ভব হলে এই সংকটের সময় অন্তত একটি পরিবারের দায়িত্ব নিন । টুইটে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ।

PM replies to twitter rumor
PM replies to twitter rumor
author img

By

Published : Apr 8, 2020, 9:07 PM IST

Updated : Apr 8, 2020, 9:46 PM IST

দিল্লি, 8 এপ্রিল : অনুরোধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ বিতর্ক রুখতে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি ৷ আমার কাছে খবর এসেছে, অনেকে বলছে, মোদিকে সম্মান জানাতে 5 মিনিট দাঁড়িয়ে যাও । এতে মোদিকে আরও বিতর্কে ঠেলে দেওয়া হচ্ছে । যদি মোদিকে গর্বিত করতে চান তাহলে এই কঠিন সময়ে একটি পরিবারের দায়িত্ব নিন । টুইটারে ছড়িয়ে পড়া গুজবের উত্তরে বার্তা নরেন্দ্র মোদির ।

22 মার্চ প্রধানমন্ত্রীর আহ্বানে দেশজুড়ে পালিত হয়েছিল "জনতা কারফিউ" । সেদিন বিকেল পাঁচটায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের প্রতি হাততালি দিয়ে, ঘণ্টা বাজিয়ে কৃতজ্ঞতা জানায় গোটা দেশ । "জনতা কারফিউ"-এর সাফল্যের পর 5 এপ্রিল রাত ন'টায় ন'মিনিটের জন্য ঘরের সব আলো বন্ধ রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী ।

PM replies to twitter rumor
টুইট বার্তা প্রধানমন্ত্রীর

এরপরই সোশাল মিডিয়ায় গুজব রটে, "রবিবার 5টায় 5মিনিটের জন্য করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে সম্মানিত করুন ।" বিষয়টি নজরে আসার পরে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন প্রধানমন্ত্রী ।

এ'নিয়ে বুধবার হিন্দিতে পরপর দু'টি টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, "সম্মান জানানোর জন্য পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে না । সম্ভব হলে এই সংকটের সময় অন্তত একটি পরিবারের দায়িত্ব নিন ।"

দিল্লি, 8 এপ্রিল : অনুরোধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ বিতর্ক রুখতে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি ৷ আমার কাছে খবর এসেছে, অনেকে বলছে, মোদিকে সম্মান জানাতে 5 মিনিট দাঁড়িয়ে যাও । এতে মোদিকে আরও বিতর্কে ঠেলে দেওয়া হচ্ছে । যদি মোদিকে গর্বিত করতে চান তাহলে এই কঠিন সময়ে একটি পরিবারের দায়িত্ব নিন । টুইটারে ছড়িয়ে পড়া গুজবের উত্তরে বার্তা নরেন্দ্র মোদির ।

22 মার্চ প্রধানমন্ত্রীর আহ্বানে দেশজুড়ে পালিত হয়েছিল "জনতা কারফিউ" । সেদিন বিকেল পাঁচটায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের প্রতি হাততালি দিয়ে, ঘণ্টা বাজিয়ে কৃতজ্ঞতা জানায় গোটা দেশ । "জনতা কারফিউ"-এর সাফল্যের পর 5 এপ্রিল রাত ন'টায় ন'মিনিটের জন্য ঘরের সব আলো বন্ধ রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী ।

PM replies to twitter rumor
টুইট বার্তা প্রধানমন্ত্রীর

এরপরই সোশাল মিডিয়ায় গুজব রটে, "রবিবার 5টায় 5মিনিটের জন্য করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে সম্মানিত করুন ।" বিষয়টি নজরে আসার পরে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন প্রধানমন্ত্রী ।

এ'নিয়ে বুধবার হিন্দিতে পরপর দু'টি টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, "সম্মান জানানোর জন্য পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে না । সম্ভব হলে এই সংকটের সময় অন্তত একটি পরিবারের দায়িত্ব নিন ।"

Last Updated : Apr 8, 2020, 9:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.