ETV Bharat / bharat

BRICS শীর্ষ সম্মেলনে যোগ দিতে দু'দিনের সফরে ব্রাজ়িল যাচ্ছেন মোদি

author img

By

Published : Nov 7, 2019, 9:43 PM IST

11 তম BRICS শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকার জন্য ব্রাজ়িলে দু'দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ব্রাজ়িল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত BRICS ।

নরেন্দ্র মোদি

দিল্লি, 7 নভেম্বর : দু'দিনের সফরে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 11 তম BRICS শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকতে প্রধানমন্ত্রী এই সফরে যাচ্ছেন । উল্লেখ্য, ব্রাজ়িল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত হয়েছে BRICS ।

বিদেশ মন্ত্রকের সচিব(আর্থিক সম্পর্ক বিষয়ক) টি এস তিরুমূর্তি সাংবাদিকদের বলেন, "ষষ্ঠবারের জন্য BRICS শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর সঙ্গে একজন সরকারি প্রতিনিধি থাকবেন । ভারতের একটি বড় বাণিজ্য প্রতিনিধি দলও সেখানে যাচ্ছে । "

13 নভেম্বর প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন । পরে অন্য চার দেশের শীর্ষ নেতাদের সঙ্গে BRICS বাণিজ্য ফোরামের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন । 14 নভেম্বর BRICS-এর সদস্য দেশের শীর্ষ নেতারা রুদ্ধদ্বার বৈঠক করবেন ।

তিরুমূর্তি বলেন, "সমসাময়িক বিশ্বে জাতীয় সার্বভৌমত্ব বজায় রাখার সম্ভাব্য চ্যালেঞ্জ ও সুযোগগুলির উপর এই সম্মেলনের মূলত আলোচনা হবে বলে আশা করছি ।" রুদ্ধদ্বার বৈঠকের পর মোদি BRICS প্লেনারিতে অংশ নেবেন । এখানে BRICS-র সদস্য দেশগুলির অর্থনৈতিক উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে ।

BRICS-র পাঁচ সদস্য দেশের মোট জনসংখ্যা বিশ্বের জনসংখ্যার 42 শতাংশ । পাশাপাশি বিশ্ব GDP-র 23 শতাংশ ও বিশ্ব বাণিজ্যের 17 শতাংশ নিয়ন্ত্রণ করে BRICS ।

দিল্লি, 7 নভেম্বর : দু'দিনের সফরে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 11 তম BRICS শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকতে প্রধানমন্ত্রী এই সফরে যাচ্ছেন । উল্লেখ্য, ব্রাজ়িল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত হয়েছে BRICS ।

বিদেশ মন্ত্রকের সচিব(আর্থিক সম্পর্ক বিষয়ক) টি এস তিরুমূর্তি সাংবাদিকদের বলেন, "ষষ্ঠবারের জন্য BRICS শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর সঙ্গে একজন সরকারি প্রতিনিধি থাকবেন । ভারতের একটি বড় বাণিজ্য প্রতিনিধি দলও সেখানে যাচ্ছে । "

13 নভেম্বর প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন । পরে অন্য চার দেশের শীর্ষ নেতাদের সঙ্গে BRICS বাণিজ্য ফোরামের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন । 14 নভেম্বর BRICS-এর সদস্য দেশের শীর্ষ নেতারা রুদ্ধদ্বার বৈঠক করবেন ।

তিরুমূর্তি বলেন, "সমসাময়িক বিশ্বে জাতীয় সার্বভৌমত্ব বজায় রাখার সম্ভাব্য চ্যালেঞ্জ ও সুযোগগুলির উপর এই সম্মেলনের মূলত আলোচনা হবে বলে আশা করছি ।" রুদ্ধদ্বার বৈঠকের পর মোদি BRICS প্লেনারিতে অংশ নেবেন । এখানে BRICS-র সদস্য দেশগুলির অর্থনৈতিক উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে ।

BRICS-র পাঁচ সদস্য দেশের মোট জনসংখ্যা বিশ্বের জনসংখ্যার 42 শতাংশ । পাশাপাশি বিশ্ব GDP-র 23 শতাংশ ও বিশ্ব বাণিজ্যের 17 শতাংশ নিয়ন্ত্রণ করে BRICS ।

New Delhi, Nov 07 (ANI): While speaking to ANI on weather change, Scientist of India Meteorological Department-Delhi, Kuldeep Srivastava said, "Western disturbance main reason behind change in weather in Delhi-NCR. Light showers in Delhi, Haryana, Punjab and JandK are attributed to the Cyclone Maha remnants. The cyclone has weakened already, only remnants are left." "Drastic improvement in air quality will only be observed in the case of heavy rains. Light showers and drizzles won't better the air quality much," he added.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.