দিল্লি, 10 নভেম্বর : বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা । এই অবস্থায় রাজ্যের পরিস্থিতি জানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ।
গতকাল 'অতি শক্তিশালী ঘূর্ণিঝড়' বুলবুল আছড়ে পড়ে পশ্চিমবঙ্গে । যার জেরে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু এলাকা । কোথাও গাছ ভেঙে পড়ে । কিছু কিছু জায়গায় মাটির বাড়ি ভেঙে যায় । এখনও কিছু এলাকায় ব্যাহত যান চলাচল । এই অবস্থায় রাজ্যের পরিস্থিতি জানতে আজ মমতাকে ফোন করেন মোদি । সেকথা মোদি টুইট করে জানান । পাশাপাশি টুইটে কেন্দ্রের তরফে রাজ্যকে সবরকম সাহায্য করার আশ্বাস দেন ।
-
Reviewed the situation in the wake of cyclone conditions and heavy rain in parts of Eastern India.
— Narendra Modi (@narendramodi) November 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Spoke to WB CM @MamataOfficial regarding the situation arising due to Cyclone Bulbul. Assured all possible assistance from the Centre. I pray for everyone’s safety and well-being.
">Reviewed the situation in the wake of cyclone conditions and heavy rain in parts of Eastern India.
— Narendra Modi (@narendramodi) November 10, 2019
Spoke to WB CM @MamataOfficial regarding the situation arising due to Cyclone Bulbul. Assured all possible assistance from the Centre. I pray for everyone’s safety and well-being.Reviewed the situation in the wake of cyclone conditions and heavy rain in parts of Eastern India.
— Narendra Modi (@narendramodi) November 10, 2019
Spoke to WB CM @MamataOfficial regarding the situation arising due to Cyclone Bulbul. Assured all possible assistance from the Centre. I pray for everyone’s safety and well-being.
নরেন্দ্র মোদি টুইট করেন, "বুলবুলের জন্য পূর্ব ভারতের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে । রাজ্যের পরিস্থিতি জানতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি । কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হচ্ছে । সকলের সুরক্ষা কামনা করি ।"
-
Closely monitoring the situation as cyclone Bulbul hits Eastern India. We are continuously in touch with central & state relief agencies.
— Amit Shah (@AmitShah) November 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Have spoken to CM @MamataOfficial and have assured all possible help.
I pray to almighty for those who are braving out this adverse weather.
">Closely monitoring the situation as cyclone Bulbul hits Eastern India. We are continuously in touch with central & state relief agencies.
— Amit Shah (@AmitShah) November 10, 2019
Have spoken to CM @MamataOfficial and have assured all possible help.
I pray to almighty for those who are braving out this adverse weather.Closely monitoring the situation as cyclone Bulbul hits Eastern India. We are continuously in touch with central & state relief agencies.
— Amit Shah (@AmitShah) November 10, 2019
Have spoken to CM @MamataOfficial and have assured all possible help.
I pray to almighty for those who are braving out this adverse weather.
-
10 teams of NDRF in West Bengal & 6 teams in Odisha have already been deployed and are assisting the state administration in evacuation, restoration of roads and in distribution of relief materials. Additional 18 teams of NDRF have been kept on standby.
— Amit Shah (@AmitShah) November 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">10 teams of NDRF in West Bengal & 6 teams in Odisha have already been deployed and are assisting the state administration in evacuation, restoration of roads and in distribution of relief materials. Additional 18 teams of NDRF have been kept on standby.
— Amit Shah (@AmitShah) November 10, 201910 teams of NDRF in West Bengal & 6 teams in Odisha have already been deployed and are assisting the state administration in evacuation, restoration of roads and in distribution of relief materials. Additional 18 teams of NDRF have been kept on standby.
— Amit Shah (@AmitShah) November 10, 2019
রাজ্যের পাশে থাকার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি টুইট করেন, "বুলবুল আছড়ে পড়ায় পূর্ব ভারতে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে । কেন্দ্র ও রাজ্যের ত্রাণ সংস্থার সঙ্গে আমরা সবসময় যোগাযোগে আছি । পশ্চিমবঙ্গে NDRF -এর 10 টি দল ও ওড়িশায় 6 টি দল মোতায়েন আছে । তারা রাজ্য প্রশাসনের সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে । NDRF-এর 18 টি দলকে প্রস্তুত রাখা হয়েছে ।"