ETV Bharat / bharat

RBI-র প্যাকেজের প্রশংসায় টুইট প্রধানমন্ত্রীর

আজ সকাল 10টায় সাংবাদিক বৈঠক করেন RBI গভর্নর শক্তিকান্ত দাস ৷ কোরোনা ভাইরাসের জেরে লকডাউন হওয়ায় দেশের অর্থনীতি যে বিপুল ক্ষতির মুখে পড়েছে, তা সামাল দিতে 50 হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেন তিনি ৷ RBI-র এই পদক্ষেপের প্রশংসা করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Apr 17, 2020, 5:18 PM IST

দিল্লি, 17 এপ্রিল : কোরোনা পরিস্থিতি মোকাবিলায় RBI গভর্নরের সাংবাদিক বৈঠকের পরই রিজ়ার্ভ ব্যাঙ্কের গৃহীত পদক্ষেপের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটে তিনি লেখেন, ‘‘RBI-র ঘোষণার ফলে উপকৃত হবে সমাজের গরিব মানুষ এবং দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ৷’’

লকডাউনের ফলে থমকে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি ৷ এই পরিস্থিতিতে দেশের নড়বড়ে অর্থনীতিতে শক্তভাবে দাঁড় করিয়ে রাখতে নানা পদক্ষেপ নিল ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক ৷ আজ সকাল 10টায় সাংবাদিক বৈঠকে RBI গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন 50 হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ ৷ এছাড়া অপরিবর্তিত রাখা হয় রেপো রেট ৷ 25 বেসিস পয়েন্ট কমানো হয়েছে রিসার্ভ রেপো রেট ৷

  • Today’s announcements by @RBI will greatly enhance liquidity and improve credit supply. These steps would help our small businesses, MSMEs, farmers and the poor. It will also help all states by increasing WMA limits.

    — Narendra Modi (@narendramodi) April 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশ্ব অর্থনীতির কঠিন সংকটময় পরিস্থিতিতে দাড়িয়ে জি-20 দেশগুলির মধ্যে ভারতের অবস্থা সবচেয়ে ভালো বলে দাবি করেন তিনি ৷ শক্তিকান্ত দাসের এই ঘোষ৷ণার পরই প্রধানমন্ত্রী টুইট করে RBI-র এই পদক্ষেপের প্রশংসা করে লেখেন ‘‘ আজকের ঘোষণায় দেশের ছোটো ব্যবসা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুবিধা হবে ৷ উপকৃত হবে কৃষক ও দরিদ্র মানুষ ৷’’

দিল্লি, 17 এপ্রিল : কোরোনা পরিস্থিতি মোকাবিলায় RBI গভর্নরের সাংবাদিক বৈঠকের পরই রিজ়ার্ভ ব্যাঙ্কের গৃহীত পদক্ষেপের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটে তিনি লেখেন, ‘‘RBI-র ঘোষণার ফলে উপকৃত হবে সমাজের গরিব মানুষ এবং দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ৷’’

লকডাউনের ফলে থমকে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি ৷ এই পরিস্থিতিতে দেশের নড়বড়ে অর্থনীতিতে শক্তভাবে দাঁড় করিয়ে রাখতে নানা পদক্ষেপ নিল ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক ৷ আজ সকাল 10টায় সাংবাদিক বৈঠকে RBI গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন 50 হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ ৷ এছাড়া অপরিবর্তিত রাখা হয় রেপো রেট ৷ 25 বেসিস পয়েন্ট কমানো হয়েছে রিসার্ভ রেপো রেট ৷

  • Today’s announcements by @RBI will greatly enhance liquidity and improve credit supply. These steps would help our small businesses, MSMEs, farmers and the poor. It will also help all states by increasing WMA limits.

    — Narendra Modi (@narendramodi) April 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশ্ব অর্থনীতির কঠিন সংকটময় পরিস্থিতিতে দাড়িয়ে জি-20 দেশগুলির মধ্যে ভারতের অবস্থা সবচেয়ে ভালো বলে দাবি করেন তিনি ৷ শক্তিকান্ত দাসের এই ঘোষ৷ণার পরই প্রধানমন্ত্রী টুইট করে RBI-র এই পদক্ষেপের প্রশংসা করে লেখেন ‘‘ আজকের ঘোষণায় দেশের ছোটো ব্যবসা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুবিধা হবে ৷ উপকৃত হবে কৃষক ও দরিদ্র মানুষ ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.