আহমেদাবাদ, 30 অক্টোবর : দু'দিনের সফরে গুজরাতে পৌঁছালেন প্রধানমন্ত্রী ৷ আজ সকাল 10 টা নাগাদ আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছান তিনি ৷ সেখান থেকে চলে যান গান্ধিনগরে গুজরাতের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের বাসভবনে ৷ সেখানে তাঁর ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন ৷ দেখা করেন কেশুভাই প্যাটেলের ভাই নরেশ কানোরিয়া ও মহেশ কানোরিয়ার পরিবারের সঙ্গে ৷ মহেশ কানোরিয়া ছিলেন গুজরাতের BJP সাংসদ ও সংগীতশিল্পী ৷ নরেশ কানোরিয়া ছিলেন একজন অভিনেতা ৷
দীর্ঘ রোগভোগের পর গতকাল মারা যান কেশুভাই প্যাটেল । তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি টুইটারে লেখেন, তিনি - সহ বহু অল্পবয়সি কর্মীর মেন্টর ছিলেন কেশুভাই প্যাটেল ।
এদিকে প্রধানমন্ত্রীর কেভাডিয়া থেকে আহমেদাবাদ পর্যন্ত একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে ৷ প্রসঙ্গত, কোরোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই প্রথম নিজের রাজ্যে সফরে গেলেন প্রধানমন্ত্রী । কেভাডিয়ার কাছেই রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি । সেখানে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন ।