ETV Bharat / bharat

দেশকে সুরক্ষিত রাখতে একেবারে সামনের সারিতে থাকে CRPF : প্রধানমন্ত্রী

author img

By

Published : Jul 27, 2020, 11:35 AM IST

Updated : Jul 27, 2020, 4:31 PM IST

সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্সের উত্থান দিবসে টুইটবার্তা প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতির ৷ দুজনেই CRPF-র কাজের প্রশংসা করেন ৷

Narendra Modi
নরেন্দ্র মোদি

দিল্লি, 27 জুলাই : সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্সের 82 তম উত্থান দিবসে আধিকারিকদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ তিনি টুইটারে লেখেন, "CRPF আমাদের দেশকে সুরক্ষিত রাখতে সামনের সারিতে রয়েছে ৷"

প্রধানমন্ত্রীর টুইটবার্তা, "CRPF-এর সমস্ত আধিকারিকদের 82 তম উত্থান দিবসের শুভেচ্ছা ৷ CRPF আমাদের দেশকে সুরক্ষিত রাখতে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে রয়েছে ৷ এই বাহিনীর সাহস ও পেশাদারিত্ব ব্যাপকভাবে প্রশংসিত ৷ আগামী বছরগুলিতে CRPF আরও উচ্চতায় উঠুক সেই কামনা করি ৷"

প্রধানমন্ত্রীর পাশাপাশি আজ CRPF আধিকারিকদের শুভেচ্ছা জানান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু ৷ তাঁর টুইটবার্তা, "দেশের শান্তিরক্ষক CRPF 82 তম উত্থান দিবস উদযাপন করছে ৷ কর্তব্য ও দেশের নিরাপত্তার প্রতি নিষ্ঠা ও প্রতিশ্রুতির প্রতিশব্দ CRPF ৷ আমি সকল আধিকারিক ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানাই ৷"

1939 সালের 27 জুলাই 'ক্রাউন রিপ্রেজ়েনটেটিভ'স পুলিশ' নামে CRPF-এর উত্থান হয় ৷ 1949 সালের 28 ডিসেম্বর CRPF আইন তৈরি করে এই বাহিনীর নামকরণ করা হয় সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স ৷

দিল্লি, 27 জুলাই : সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্সের 82 তম উত্থান দিবসে আধিকারিকদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ তিনি টুইটারে লেখেন, "CRPF আমাদের দেশকে সুরক্ষিত রাখতে সামনের সারিতে রয়েছে ৷"

প্রধানমন্ত্রীর টুইটবার্তা, "CRPF-এর সমস্ত আধিকারিকদের 82 তম উত্থান দিবসের শুভেচ্ছা ৷ CRPF আমাদের দেশকে সুরক্ষিত রাখতে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে রয়েছে ৷ এই বাহিনীর সাহস ও পেশাদারিত্ব ব্যাপকভাবে প্রশংসিত ৷ আগামী বছরগুলিতে CRPF আরও উচ্চতায় উঠুক সেই কামনা করি ৷"

প্রধানমন্ত্রীর পাশাপাশি আজ CRPF আধিকারিকদের শুভেচ্ছা জানান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু ৷ তাঁর টুইটবার্তা, "দেশের শান্তিরক্ষক CRPF 82 তম উত্থান দিবস উদযাপন করছে ৷ কর্তব্য ও দেশের নিরাপত্তার প্রতি নিষ্ঠা ও প্রতিশ্রুতির প্রতিশব্দ CRPF ৷ আমি সকল আধিকারিক ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানাই ৷"

1939 সালের 27 জুলাই 'ক্রাউন রিপ্রেজ়েনটেটিভ'স পুলিশ' নামে CRPF-এর উত্থান হয় ৷ 1949 সালের 28 ডিসেম্বর CRPF আইন তৈরি করে এই বাহিনীর নামকরণ করা হয় সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স ৷

Last Updated : Jul 27, 2020, 4:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.