- জনতা কারফিউ থেকে শুরু করে আমরা অনেক লম্বা সফর পার করেছি । অর্থনীতিতে গতি এসেছে । বাজার আগের থেকে স্বাভাবিক হয়েছে ।
- আমাদের মনে রাখতে হবে ভাইরাস এখনও চলে যায়নি । গত কয়েক মাসের চেষ্টায় ভারত যে জায়গায় রয়েছে তাকে নষ্ট করতে দেওয়া যাবে না ।
- ভারতে প্রতি 10 লাখের মধ্যে 5-6 হাজার জনের কোরোনা হচ্ছে । ভারতে প্রতি 10 লাখে মৃত্যু হার 83 । অ্যামেরিকা- ব্রাজ়িলের পরিসংখ্যান অনেক বেশি ।
- আজ আমাদের দেশে কোরোনা পরীক্ষার জন্য 2 হাজার ল্যাবরেটরি কাজ করছে ।
- সেবা পরম ধর্ম । এই মন্ত্রে চলে আমাদের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা নিঃস্বার্থভাবে সেবা করছেন ।
- এই সময় আমাদের বেপরোয়া হওয়ার সময় নয় । এটা ভেবে নেওয়ার সময় নয় যে কোরোনা চলে গেছে ।
- এমন অনেক ছবি সামনে এসেছে, যেখানে মানুষের মধ্যে সচেতনতা কমিয়ে দিয়েছে ।
- আপনি যদি মাস্ক না পরেন তাহলে আপনি আপনার সন্তান ও পরিবারের বয়স্কদের বিপদে ফেলছেন ।
- অ্যামেরিকা ও অন্যান্য দেশগুলিতেও কোরোনার সংক্রমণ কমতে শুরু করেছিল । কিন্ত তা আবার বাড়তে শুরু করেছে ।
- আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া উচিত নয় । যতক্ষণ পর্যন্ত আমরা পুরোপুরি সফল হচ্ছি ততক্ষণ বেপরোয়া হওয়া একেবারে উচিত নয় ।
- যতক্ষণ না ভ্যাকসিন আসছে ততক্ষণ আমাদের লড়াইয়ে ঢিলেমি দেওয়া যাবে না ।
- দো গজ কি দূরি, সময়ে সময়ে সাবান দিয়ে হাত ধোয়া, অবশ্যিকভাবে মেনে চলতে হবে ।
- কোভিড প্রোটোকল অবশ্যই মানতে হবে ।
- অন্যান্য দেশের মতো ভারতই নিজের ভ্যাকসিন তৈরি করছে ।
- সব নাগরিকের কাছে ভ্যাকসিন পৌঁছাবে । ভ্যাকসিন পৌঁছানোর জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে ।
"এখন বেপরোয়া হওয়ার সময় নয়", উৎসবের মাঝে বার্তা প্রধানমন্ত্রীর
নরেন্দ্র মোদি
17:27 October 20
দিল্লি, 20 অক্টোবর : চলছে নবরাত্রি । সামনে দুর্গাপুজো । তার পরই দীপাবলী । উৎসবের মরশুমে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর । কোরোনার সংক্রমণ রুখতে মার্চ মাসে দেশজুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে এই নিয়ে সপ্তমবার জাতির উদ্দেশে ভাষণ রাখলেন তিনি ।
17:27 October 20
দিল্লি, 20 অক্টোবর : চলছে নবরাত্রি । সামনে দুর্গাপুজো । তার পরই দীপাবলী । উৎসবের মরশুমে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর । কোরোনার সংক্রমণ রুখতে মার্চ মাসে দেশজুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে এই নিয়ে সপ্তমবার জাতির উদ্দেশে ভাষণ রাখলেন তিনি ।
- জনতা কারফিউ থেকে শুরু করে আমরা অনেক লম্বা সফর পার করেছি । অর্থনীতিতে গতি এসেছে । বাজার আগের থেকে স্বাভাবিক হয়েছে ।
- আমাদের মনে রাখতে হবে ভাইরাস এখনও চলে যায়নি । গত কয়েক মাসের চেষ্টায় ভারত যে জায়গায় রয়েছে তাকে নষ্ট করতে দেওয়া যাবে না ।
- ভারতে প্রতি 10 লাখের মধ্যে 5-6 হাজার জনের কোরোনা হচ্ছে । ভারতে প্রতি 10 লাখে মৃত্যু হার 83 । অ্যামেরিকা- ব্রাজ়িলের পরিসংখ্যান অনেক বেশি ।
- আজ আমাদের দেশে কোরোনা পরীক্ষার জন্য 2 হাজার ল্যাবরেটরি কাজ করছে ।
- সেবা পরম ধর্ম । এই মন্ত্রে চলে আমাদের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা নিঃস্বার্থভাবে সেবা করছেন ।
- এই সময় আমাদের বেপরোয়া হওয়ার সময় নয় । এটা ভেবে নেওয়ার সময় নয় যে কোরোনা চলে গেছে ।
- এমন অনেক ছবি সামনে এসেছে, যেখানে মানুষের মধ্যে সচেতনতা কমিয়ে দিয়েছে ।
- আপনি যদি মাস্ক না পরেন তাহলে আপনি আপনার সন্তান ও পরিবারের বয়স্কদের বিপদে ফেলছেন ।
- অ্যামেরিকা ও অন্যান্য দেশগুলিতেও কোরোনার সংক্রমণ কমতে শুরু করেছিল । কিন্ত তা আবার বাড়তে শুরু করেছে ।
- আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া উচিত নয় । যতক্ষণ পর্যন্ত আমরা পুরোপুরি সফল হচ্ছি ততক্ষণ বেপরোয়া হওয়া একেবারে উচিত নয় ।
- যতক্ষণ না ভ্যাকসিন আসছে ততক্ষণ আমাদের লড়াইয়ে ঢিলেমি দেওয়া যাবে না ।
- দো গজ কি দূরি, সময়ে সময়ে সাবান দিয়ে হাত ধোয়া, অবশ্যিকভাবে মেনে চলতে হবে ।
- কোভিড প্রোটোকল অবশ্যই মানতে হবে ।
- অন্যান্য দেশের মতো ভারতই নিজের ভ্যাকসিন তৈরি করছে ।
- সব নাগরিকের কাছে ভ্যাকসিন পৌঁছাবে । ভ্যাকসিন পৌঁছানোর জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে ।