ETV Bharat / bharat

টিকাকরণ নিয়ে সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর - কয়েক দিনের মধ্যে দেশবাসীকে ভ্যাক্সিন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন জানিয়েছেন, কোভিডের ভ্যাকসিন দেওয়ার কাজ আগামী কয়েক দিনের মধ্যে শুরু হবে ৷

pm-modi-will-hold-a-meeting-with-all-chief-ministers-on-monday about vaccination
pm-modi-will-hold-a-meeting-with-all-chief-ministers-on-monday about vaccination
author img

By

Published : Jan 8, 2021, 9:16 PM IST

দিল্লি, 8 জানুয়ারি : আগামী সোমবার কোভিডের ভ্যাকসিন দেওয়া নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওইদিন বিকেল 4টে নাগাদ দেশের সর্বসাধারণকে ভ্যাকসিন দেওয়া নিয়ে হবে আলোচনা ৷

ইতিমধ্যে দেশের স্বাস্ত্রমন্ত্রক নির্দিষ্ট দুটি ভ্যাকসিন, যথাক্রমে সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে স্বীকৃতি দিয়েছে ৷ তার পরেই হতে চলেছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের এই বৈঠক ৷ স্বভাবতই আশার আলো দেখছে দেশ ৷

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় কোরোনা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে : মোদি

কোভিশিল্ড তৈরি করেছে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ৷ যা 70 শতাংশ কার্যকরী বলে জানিয়েছেন গবেষকরা ৷ অন্যদিকে কোভ্যাকসিনের তৃতীয় পর্বের ট্রায়াল চলছে, তথাপি তা নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম বলে দাবি করা হয়েছে সংস্থাটির তরফে ৷

এদিকে, আজই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন জানিয়েছেন, কোভিডের ভ্যাকসিন দেওয়ার কাজ আগামী কয়েক দিনের মধ্যে শুরু হবে ৷ কেন্দ্র জানিয়েছে, দেশে কোভিডের ভ্যাকসিন দেওয়ার যাবতীয় প্রক্রিয়া দেশবাসীকে বিস্তারিত তথ্য দিয়ে জানানো হবে ৷

দিল্লি, 8 জানুয়ারি : আগামী সোমবার কোভিডের ভ্যাকসিন দেওয়া নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওইদিন বিকেল 4টে নাগাদ দেশের সর্বসাধারণকে ভ্যাকসিন দেওয়া নিয়ে হবে আলোচনা ৷

ইতিমধ্যে দেশের স্বাস্ত্রমন্ত্রক নির্দিষ্ট দুটি ভ্যাকসিন, যথাক্রমে সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে স্বীকৃতি দিয়েছে ৷ তার পরেই হতে চলেছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের এই বৈঠক ৷ স্বভাবতই আশার আলো দেখছে দেশ ৷

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় কোরোনা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে : মোদি

কোভিশিল্ড তৈরি করেছে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ৷ যা 70 শতাংশ কার্যকরী বলে জানিয়েছেন গবেষকরা ৷ অন্যদিকে কোভ্যাকসিনের তৃতীয় পর্বের ট্রায়াল চলছে, তথাপি তা নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম বলে দাবি করা হয়েছে সংস্থাটির তরফে ৷

এদিকে, আজই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন জানিয়েছেন, কোভিডের ভ্যাকসিন দেওয়ার কাজ আগামী কয়েক দিনের মধ্যে শুরু হবে ৷ কেন্দ্র জানিয়েছে, দেশে কোভিডের ভ্যাকসিন দেওয়ার যাবতীয় প্রক্রিয়া দেশবাসীকে বিস্তারিত তথ্য দিয়ে জানানো হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.