দিল্লি, 6 জুলাই: দেশজুড়ে BJP-র সদস্য গ্রহণ কর্মসূচির আজ সূচনা করবেন নরেন্দ্র মোদি । নিজের লোকসভা কেন্দ্র বারাণসী থেকে এই অভিযানের সূচনা করবেন তিনি । সদস্য গ্রহণ অভিযান প্রসঙ্গে আজ টুইট করে মোদি জানান, 'এই অভিযানের মাধ্যমে সারাজীবনের জন্য জনগণকে BJP-পরিবারের অন্তর্ভুক্ত করা হবে । যা আমাদের দলের শক্তিবৃদ্ধিতে সাহায্য করবে। '
দলের সদস্য গ্রহণ অভিযানের জন্য আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে বেছে নিয়েছে BJP । নরেন্দ্র মোদি টুইটে জানান, 'আমাদের অনুপ্রেরণা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে BJP-র সদস্য গ্রহণ অভিযান শুরু হচ্ছে । আমিও কাশী থেকে এই অভিযানে শামিল হব ।' দীনদয়াল উপাধ্যায় বাণিজ্য সুবিধা কেন্দ্র থেকে প্রায় 5 হাজার দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে আজ ভাষণ দেবেন মোদি । এখান থেকেই তিনি BJP-র সদস্য গ্রহণ অভিযানের সূচনা করবেন ।
বারাণসীতে 'আনন্দ কানন' নামে বৃক্ষরোপণ কর্মসূচিতেও শামিল হবেন তিনি ।
আরও পড়ুন : কাশী বিশ্বনাথে পুজো মোদির
দলের সহা-সভাপতি শিবরাজ সিং চৌহান বলেন," কর্মী সংখ্যা 20 শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে দল । এই অভিযান চলবে 11 অগাস্ট পর্যন্ত ।" লোকসভা ভোটে জেতার পর আজ দ্বিতীয়বারের জন্য বারাণসী সফরে আসছেন মোদি । বিমানবন্দরে মোদিকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন যোগী আদিত্যনাথ, রাজ্যপাল রাম নায়েক ও জেপি নাড্ডা ।