ETV Bharat / bharat

"সারাজীবনের জন্য BJP পরিবারে অন্তর্ভূক্তি", বারাণসী থেকে শুরু অভিযান - BJP Membership Drive

দেশজুড়ে BJP-র সদস্য গ্রহণ কর্মসূচির আজ সূচনা করবেন নরেন্দ্র মোদি । নিজের লোকসভা কেন্দ্র বারাণসী থেকে এই অভিযানের সূচনা করবেন তিনি ।

নরেন্দ্র মোদি- ফাইল ছবি
author img

By

Published : Jul 6, 2019, 10:44 AM IST

দিল্লি, 6 জুলাই: দেশজুড়ে BJP-র সদস্য গ্রহণ কর্মসূচির আজ সূচনা করবেন নরেন্দ্র মোদি । নিজের লোকসভা কেন্দ্র বারাণসী থেকে এই অভিযানের সূচনা করবেন তিনি । সদস্য গ্রহণ অভিযান প্রসঙ্গে আজ টুইট করে মোদি জানান, 'এই অভিযানের মাধ্যমে সারাজীবনের জন্য জনগণকে BJP-পরিবারের অন্তর্ভুক্ত করা হবে । যা আমাদের দলের শক্তিবৃদ্ধিতে সাহায্য করবে। '

দলের সদস্য গ্রহণ অভিযানের জন্য আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে বেছে নিয়েছে BJP । নরেন্দ্র মোদি টুইটে জানান, 'আমাদের অনুপ্রেরণা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে BJP-র সদস্য গ্রহণ অভিযান শুরু হচ্ছে । আমিও কাশী থেকে এই অভিযানে শামিল হব ।' দীনদয়াল উপাধ্যায় বাণিজ্য সুবিধা কেন্দ্র থেকে প্রায় 5 হাজার দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে আজ ভাষণ দেবেন মোদি । এখান থেকেই তিনি BJP-র সদস্য গ্রহণ অভিযানের সূচনা করবেন ।
বারাণসীতে 'আনন্দ কানন' নামে বৃক্ষরোপণ কর্মসূচিতেও শামিল হবেন তিনি ।

আরও পড়ুন : কাশী বিশ্বনাথে পুজো মোদির

দলের সহা-সভাপতি শিবরাজ সিং চৌহান বলেন," কর্মী সংখ্যা 20 শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে দল । এই অভিযান চলবে 11 অগাস্ট পর্যন্ত ।" লোকসভা ভোটে জেতার পর আজ দ্বিতীয়বারের জন্য বারাণসী সফরে আসছেন মোদি । বিমানবন্দরে মোদিকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন যোগী আদিত্যনাথ, রাজ্যপাল রাম নায়েক ও জেপি নাড্ডা ।

দিল্লি, 6 জুলাই: দেশজুড়ে BJP-র সদস্য গ্রহণ কর্মসূচির আজ সূচনা করবেন নরেন্দ্র মোদি । নিজের লোকসভা কেন্দ্র বারাণসী থেকে এই অভিযানের সূচনা করবেন তিনি । সদস্য গ্রহণ অভিযান প্রসঙ্গে আজ টুইট করে মোদি জানান, 'এই অভিযানের মাধ্যমে সারাজীবনের জন্য জনগণকে BJP-পরিবারের অন্তর্ভুক্ত করা হবে । যা আমাদের দলের শক্তিবৃদ্ধিতে সাহায্য করবে। '

দলের সদস্য গ্রহণ অভিযানের জন্য আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে বেছে নিয়েছে BJP । নরেন্দ্র মোদি টুইটে জানান, 'আমাদের অনুপ্রেরণা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে BJP-র সদস্য গ্রহণ অভিযান শুরু হচ্ছে । আমিও কাশী থেকে এই অভিযানে শামিল হব ।' দীনদয়াল উপাধ্যায় বাণিজ্য সুবিধা কেন্দ্র থেকে প্রায় 5 হাজার দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে আজ ভাষণ দেবেন মোদি । এখান থেকেই তিনি BJP-র সদস্য গ্রহণ অভিযানের সূচনা করবেন ।
বারাণসীতে 'আনন্দ কানন' নামে বৃক্ষরোপণ কর্মসূচিতেও শামিল হবেন তিনি ।

আরও পড়ুন : কাশী বিশ্বনাথে পুজো মোদির

দলের সহা-সভাপতি শিবরাজ সিং চৌহান বলেন," কর্মী সংখ্যা 20 শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে দল । এই অভিযান চলবে 11 অগাস্ট পর্যন্ত ।" লোকসভা ভোটে জেতার পর আজ দ্বিতীয়বারের জন্য বারাণসী সফরে আসছেন মোদি । বিমানবন্দরে মোদিকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন যোগী আদিত্যনাথ, রাজ্যপাল রাম নায়েক ও জেপি নাড্ডা ।

New Delhi, Jul 04 (ANI): Union Railway Minister Piyush Goyal said that the Union Budget 2019-20 is a 'budget for all'. He said, "It has addressed issues which will make 'ease of living' for the poor, the middle class. It has ensured large scale infrastructure development which have made life and living easy for 130 crore Indians, rich or poor." He further added, "It has given a huge thrust to startup, job creation, Make in India. It has given pension to the traders, large part of the community that was left out of the social security network. It's very reform-oriented. So it's a budget for 130 crore Indians."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.