দিল্লি, 4 জুন : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল সামিটে আজ কথা বলবেন নরেন্দ্র মোদি ৷ সূত্রের খবর, আজ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি ৷
স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর এ দেশে সফরের তারিখ ঠিক হয়েছিল ৷ তবে, এই কোরোনার সময়ে ভ্রমণ সম্ভব ছিল না ৷ একারণে দুই দেশই ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের জন্য সম্মত হয় ৷ এই প্রথমবার প্রধানমন্ত্রী কোনও ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠক করবেন ৷ এই বৈঠক ভারত-অস্ট্রেলিয়ার সুসম্পর্কের ইঙ্গিত দেয় ৷
সূত্রের খবর, বহুপাক্ষিক বৈঠকে কথা হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর ৷ এই ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রীদের আলোচনার সময় ইতিবাচক সম্পর্কের দিকেই মনোনিবেশ থাকবে ৷ ভার্চুয়াল বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রীর পক্ষে ক্রমবর্ধমান সম্পর্কের প্রসঙ্গে বিস্তৃত কাঠামো পর্যালোচনা করার একটি সুযোগ হবে । COVID-19 সম্পর্কে দুই দেশের পরিস্থিতি এবং তাঁদের প্রতিক্রিয়াগুলি আলোচনা করারও সুযোগ হবে ।
মোদি ও মরিসন গত দেড় বছরে 4 বার সাক্ষাৎ করেছেন ৷ 2018 সালে সিঙ্গাপুরে ইস্ট-এশিয়া সামিট, 2019 সালে জুন মাসে ওসাকাতে G20 সামিট , 2019 সালে বিয়ারিৎজ়ে G7 সামিট ও 2019 সালে ব্যাঙ্ককে ইস্ট-এশিয়া সামিটে কথা হয়েছে তাঁদের ৷