ETV Bharat / bharat

আজ BRICS সম্মেলন, যোগ দেবেন প্রধানমন্ত্রী - রাশিয়া

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সম্মেলনে বিশ্ব শান্তি, নিরাপত্তা এবং উদ্ভাবনী বৃদ্ধি নিয়ে আলোচনা হবে ৷ ভার্চুয়ালি প্রধানমন্ত্রী এই বৈঠকে অংশ নেবেন ৷

pm-modi-to-attend-12th-brics-summit-on-nov-17
মঙ্গলবার 12 তম BRICS সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী
author img

By

Published : Nov 16, 2020, 7:13 PM IST

Updated : Nov 17, 2020, 6:16 AM IST

দিল্লি, 17 নভেম্বর : আজ 12তম BRICS সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তিনি এই সম্মেলনে অংশ নিতে চলেছেন ৷ 12 তম BRICS সম্মেলনে সভাপতিত্ব করবেন রাশিয়ান প্রেসিডেন্ট ৷ বিদেশমন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে ৷

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সম্মেলনে বিশ্ব শান্তি, নিরাপত্তা এবং উদ্ভাবনী বৃদ্ধি নিয়ে আলোচনা হবে ৷ ভার্চুয়ালি প্রধানমন্ত্রী এই বৈঠকে অংশ নেবেন ৷ BRICS সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রসংঘের 75 বছর পূর্তির পটভূমি এবং কোরোনা মহামারীর মধ্য়ে ৷ BRICS-এ অংশগ্রহণকারী দেশগুলির নেতারা বিশ্বের প্রেক্ষাপটে BRICS-র সদস্য় দেশগুলির মধ্য়ে যোগাযোগ, সর্বোপরী কোরোনা মহামারীর সম্ভাব্য় প্রতিরোধ ব্য়বস্থা নিয়ে আলোচনা করবে বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে ৷ একই সঙ্গে সন্ত্রাসবাদ প্রতিরোধে নিজেদের মধ্য়ে বোঝাপড়া, ব্য়বসা, স্বাস্থ্য়, শক্তি এবং মানবসম্পদ উন্নয়ন নিয়েও আলোচনা হবে ৷

12তম BRICS সম্মেলনে ভারতও সভাপতিত্ব করবে ৷ এনিয়ে BRICS-র সম্মেলনে ভারতের তৃতীয়বার সভাপতিত্ব করার সুযোগ হতে চলেছে ৷ এর আগে 2012 এবং 2016 সালে ভারত BRICS সম্মেলনে সভাপতিত্ব করেছিল ৷ আগামী 2021 BRICS সম্মেলনেও ভারত সভাপতিত্ব করবে বলে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে ৷

দিল্লি, 17 নভেম্বর : আজ 12তম BRICS সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তিনি এই সম্মেলনে অংশ নিতে চলেছেন ৷ 12 তম BRICS সম্মেলনে সভাপতিত্ব করবেন রাশিয়ান প্রেসিডেন্ট ৷ বিদেশমন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে ৷

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সম্মেলনে বিশ্ব শান্তি, নিরাপত্তা এবং উদ্ভাবনী বৃদ্ধি নিয়ে আলোচনা হবে ৷ ভার্চুয়ালি প্রধানমন্ত্রী এই বৈঠকে অংশ নেবেন ৷ BRICS সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রসংঘের 75 বছর পূর্তির পটভূমি এবং কোরোনা মহামারীর মধ্য়ে ৷ BRICS-এ অংশগ্রহণকারী দেশগুলির নেতারা বিশ্বের প্রেক্ষাপটে BRICS-র সদস্য় দেশগুলির মধ্য়ে যোগাযোগ, সর্বোপরী কোরোনা মহামারীর সম্ভাব্য় প্রতিরোধ ব্য়বস্থা নিয়ে আলোচনা করবে বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে ৷ একই সঙ্গে সন্ত্রাসবাদ প্রতিরোধে নিজেদের মধ্য়ে বোঝাপড়া, ব্য়বসা, স্বাস্থ্য়, শক্তি এবং মানবসম্পদ উন্নয়ন নিয়েও আলোচনা হবে ৷

12তম BRICS সম্মেলনে ভারতও সভাপতিত্ব করবে ৷ এনিয়ে BRICS-র সম্মেলনে ভারতের তৃতীয়বার সভাপতিত্ব করার সুযোগ হতে চলেছে ৷ এর আগে 2012 এবং 2016 সালে ভারত BRICS সম্মেলনে সভাপতিত্ব করেছিল ৷ আগামী 2021 BRICS সম্মেলনেও ভারত সভাপতিত্ব করবে বলে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে ৷

Last Updated : Nov 17, 2020, 6:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.