ETV Bharat / bharat

"বাংলায় নির্দোষরা খুন হচ্ছে, বিপদে পড়বেন", সৌগতকে হুঁশিয়ারি মোদির - Shaheenbag

শাহিনবাগ ইশুতে প্রশ্ন উঠতেই সংসদে রণং দেহি প্রধানমন্ত্রী ৷ বাংলায় নিরীহ লোকেদের মার হচ্ছে বলে হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়কে ৷

সৌগতকে হুঙ্কার মোদির
ফাইল ছবি
author img

By

Published : Feb 7, 2020, 3:07 AM IST

Updated : Feb 7, 2020, 6:30 AM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি : লোকসভায় তৃণমূল সাংসদ সৌগত রায়কে রীতিমতো হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ৷ বললেন, "বাংলায় নির্দোষরা খুন হচ্ছে ৷ পর্দাফাঁস করে দিলে বিপদে পড়বেন ৷"

গতকাল লোকসভায় নাগরিকত্ব সংশোধনী আইন, তিন তালাক বিল, রাম মন্দির, কাশ্মীর থেকে 370 ধারা বিলোপসহ কেন্দ্রীয় সরকারের একাধিক পদক্ষেপ নিয়ে বক্তব্য পেশ করছিলেন প্রধানমন্ত্রী ৷ সেই সময়েই তাঁকে বাধা দিয়ে শাহিনবাগ প্রসঙ্গ উত্থাপন করেন তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ শাহিনবাগ নিয়ে তিনি প্রধানমন্ত্রীর মনোভাব জানতে চান ৷ সৌগতবাবুর এই প্রশ্নেই একেবারে আগ্রাসী হয়ে ওঠেন প্রধানমন্ত্রী ৷ সৌগতবাবুকে লক্ষ্য় করে বলেন, "বাংলায় রাজনৈতিক হিংসার ঘটনায় আক্রান্তরা এখানে বসে রয়েছেন । তাঁরা যদি আপনাদের কাণ্ড-কারখানার কথা বলতে শুরু করেন, তা হলে অস্বস্তির শেষ থাকবে না । কী ভাবে নিরীহ লোকেদের ধরে ধরে মারা হচ্ছে সবাই জানে ৷ বাংলায় নির্দোষরা খুন হচ্ছে ৷ পর্দাফাঁস করলে বিপদে পড়বেন ৷"

আরও পড়ুন : রাম মন্দির নির্মাণে 'শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র', ঘোষণা মোদির

পাশাপাশি দেশভাগ ইশুতেও নাম না করে কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী ৷ নেহরুর মতো বিরাট ধর্মনিরপেক্ষ, দূরদৃষ্টিসম্পন্ন মানুষ কেন সাধারণ নাগরিক শব্দের ব্যবহার না করে সংখ্যালঘু শব্দের ব্যবহার করেছিলেন? সেই প্রশ্নও তোলেন ৷

কলকাতা, 7 ফেব্রুয়ারি : লোকসভায় তৃণমূল সাংসদ সৌগত রায়কে রীতিমতো হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ৷ বললেন, "বাংলায় নির্দোষরা খুন হচ্ছে ৷ পর্দাফাঁস করে দিলে বিপদে পড়বেন ৷"

গতকাল লোকসভায় নাগরিকত্ব সংশোধনী আইন, তিন তালাক বিল, রাম মন্দির, কাশ্মীর থেকে 370 ধারা বিলোপসহ কেন্দ্রীয় সরকারের একাধিক পদক্ষেপ নিয়ে বক্তব্য পেশ করছিলেন প্রধানমন্ত্রী ৷ সেই সময়েই তাঁকে বাধা দিয়ে শাহিনবাগ প্রসঙ্গ উত্থাপন করেন তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ শাহিনবাগ নিয়ে তিনি প্রধানমন্ত্রীর মনোভাব জানতে চান ৷ সৌগতবাবুর এই প্রশ্নেই একেবারে আগ্রাসী হয়ে ওঠেন প্রধানমন্ত্রী ৷ সৌগতবাবুকে লক্ষ্য় করে বলেন, "বাংলায় রাজনৈতিক হিংসার ঘটনায় আক্রান্তরা এখানে বসে রয়েছেন । তাঁরা যদি আপনাদের কাণ্ড-কারখানার কথা বলতে শুরু করেন, তা হলে অস্বস্তির শেষ থাকবে না । কী ভাবে নিরীহ লোকেদের ধরে ধরে মারা হচ্ছে সবাই জানে ৷ বাংলায় নির্দোষরা খুন হচ্ছে ৷ পর্দাফাঁস করলে বিপদে পড়বেন ৷"

আরও পড়ুন : রাম মন্দির নির্মাণে 'শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র', ঘোষণা মোদির

পাশাপাশি দেশভাগ ইশুতেও নাম না করে কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী ৷ নেহরুর মতো বিরাট ধর্মনিরপেক্ষ, দূরদৃষ্টিসম্পন্ন মানুষ কেন সাধারণ নাগরিক শব্দের ব্যবহার না করে সংখ্যালঘু শব্দের ব্যবহার করেছিলেন? সেই প্রশ্নও তোলেন ৷

New Delhi, Feb 06 (ANI): Ministry of External Affairs spokesperson Raveesh Kumar on February 6 held a weekly briefing in Delhi. He reacted on the evacuation of countrymen and people from other countries from China due to Coronavirus. He said, "We've successfully carried out evacuation of 640 Indian nationals and 7 Maldives nationals on 2 flights. It was a complex operation and we do appreciate the support and facilitation extended by Government of China during the exercise."
Last Updated : Feb 7, 2020, 6:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.