কলকাতা, 7 ফেব্রুয়ারি : লোকসভায় তৃণমূল সাংসদ সৌগত রায়কে রীতিমতো হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ৷ বললেন, "বাংলায় নির্দোষরা খুন হচ্ছে ৷ পর্দাফাঁস করে দিলে বিপদে পড়বেন ৷"
গতকাল লোকসভায় নাগরিকত্ব সংশোধনী আইন, তিন তালাক বিল, রাম মন্দির, কাশ্মীর থেকে 370 ধারা বিলোপসহ কেন্দ্রীয় সরকারের একাধিক পদক্ষেপ নিয়ে বক্তব্য পেশ করছিলেন প্রধানমন্ত্রী ৷ সেই সময়েই তাঁকে বাধা দিয়ে শাহিনবাগ প্রসঙ্গ উত্থাপন করেন তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ শাহিনবাগ নিয়ে তিনি প্রধানমন্ত্রীর মনোভাব জানতে চান ৷ সৌগতবাবুর এই প্রশ্নেই একেবারে আগ্রাসী হয়ে ওঠেন প্রধানমন্ত্রী ৷ সৌগতবাবুকে লক্ষ্য় করে বলেন, "বাংলায় রাজনৈতিক হিংসার ঘটনায় আক্রান্তরা এখানে বসে রয়েছেন । তাঁরা যদি আপনাদের কাণ্ড-কারখানার কথা বলতে শুরু করেন, তা হলে অস্বস্তির শেষ থাকবে না । কী ভাবে নিরীহ লোকেদের ধরে ধরে মারা হচ্ছে সবাই জানে ৷ বাংলায় নির্দোষরা খুন হচ্ছে ৷ পর্দাফাঁস করলে বিপদে পড়বেন ৷"
আরও পড়ুন : রাম মন্দির নির্মাণে 'শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র', ঘোষণা মোদির
পাশাপাশি দেশভাগ ইশুতেও নাম না করে কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী ৷ নেহরুর মতো বিরাট ধর্মনিরপেক্ষ, দূরদৃষ্টিসম্পন্ন মানুষ কেন সাধারণ নাগরিক শব্দের ব্যবহার না করে সংখ্যালঘু শব্দের ব্যবহার করেছিলেন? সেই প্রশ্নও তোলেন ৷