দিল্লি, 11 ফেব্রুয়ারি : AAP-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফলাফল সামনে আসার পর টুইট বার্তায় AAP-কে অভিনন্দন জানান মোদি ৷ তিনি লেখেন, "দিল্লি বিধানসভা নির্বাচনে সাফল্যের জন্য আম আদমি পার্টি ও অরবিন্দ কেজরিওয়ালজিকে অভিনন্দন জানাই ৷ তিনি দিল্লির সাধারণ মানুষের আশা-আকাঙ্খা পূরণ করতে পারবেন এই আশা রাখি ৷"
প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার দিল্লির ক্ষমতা দখল করল আম আদমি পার্টি ৷ 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় 62টি দখল করেছে তারা ৷ 8টি আসন পেয়েছে BJP ৷ গতবারের থেকে 5টি আসন বেশি পেল তারা ৷
-
Congratulations to AAP and Shri @ArvindKejriwal Ji for the victory in the Delhi Assembly Elections. Wishing them the very best in fulfilling the aspirations of the people of Delhi.
— Narendra Modi (@narendramodi) February 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulations to AAP and Shri @ArvindKejriwal Ji for the victory in the Delhi Assembly Elections. Wishing them the very best in fulfilling the aspirations of the people of Delhi.
— Narendra Modi (@narendramodi) February 11, 2020Congratulations to AAP and Shri @ArvindKejriwal Ji for the victory in the Delhi Assembly Elections. Wishing them the very best in fulfilling the aspirations of the people of Delhi.
— Narendra Modi (@narendramodi) February 11, 2020
রাজনৈতিক বিশ্লেষকদের মত, এবারের নির্বাচনে প্রথম থেকেই কিছুটা ব্যাকফুটে ছিল BJP ৷ নির্বাচনের দুই সপ্তাহ আগেও সেভাবে তাদের প্রচারে নামতে দেখা যায়নি ৷ তবে APP প্রচারে খামতি রাখেনি ৷ ভোটের প্রায় শেষলগ্নে অমিত শাহের নেতৃত্বে নির্বাচনী প্রচারে নামে গেরুয়া শিবির ৷ বিরোধীদের অভিযোগ, শাহিনবাগ ইশুতে ধর্মীয় মেরুকরণের একটি ক্ষীণ চেষ্টাও করেছিল BJP ৷ তবে সেই টোটকা যা কাজে লাগেনি, তা নির্বাচনের ফলাফলেই স্পষ্ট , মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷