ETV Bharat / bharat

AAP-কে অভিনন্দন প্রধানমন্ত্রীর - কেজরিওয়াল

দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পরই কেজরিওয়ালকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ৷

Narendra Modi
নরেন্দ্র মোদি
author img

By

Published : Feb 11, 2020, 8:11 PM IST

দিল্লি, 11 ফেব্রুয়ারি : AAP-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফলাফল সামনে আসার পর টুইট বার্তায় AAP-কে অভিনন্দন জানান মোদি ৷ তিনি লেখেন, "দিল্লি বিধানসভা নির্বাচনে সাফল্যের জন্য আম আদমি পার্টি ও অরবিন্দ কেজরিওয়ালজিকে অভিনন্দন জানাই ৷ তিনি দিল্লির সাধারণ মানুষের আশা-আকাঙ্খা পূরণ করতে পারবেন এই আশা রাখি ৷"

প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার দিল্লির ক্ষমতা দখল করল আম আদমি পার্টি ৷ 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় 62টি দখল করেছে তারা ৷ 8টি আসন পেয়েছে BJP ৷ গতবারের থেকে 5টি আসন বেশি পেল তারা ৷

  • Congratulations to AAP and Shri @ArvindKejriwal Ji for the victory in the Delhi Assembly Elections. Wishing them the very best in fulfilling the aspirations of the people of Delhi.

    — Narendra Modi (@narendramodi) February 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজনৈতিক বিশ্লেষকদের মত, এবারের নির্বাচনে প্রথম থেকেই কিছুটা ব্যাকফুটে ছিল BJP ৷ নির্বাচনের দুই সপ্তাহ আগেও সেভাবে তাদের প্রচারে নামতে দেখা যায়নি ৷ তবে APP প্রচারে খামতি রাখেনি ৷ ভোটের প্রায় শেষলগ্নে অমিত শাহের নেতৃত্বে নির্বাচনী প্রচারে নামে গেরুয়া শিবির ৷ বিরোধীদের অভিযোগ, শাহিনবাগ ইশুতে ধর্মীয় মেরুকরণের একটি ক্ষীণ চেষ্টাও করেছিল BJP ৷ তবে সেই টোটকা যা কাজে লাগেনি, তা নির্বাচনের ফলাফলেই স্পষ্ট , মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷

দিল্লি, 11 ফেব্রুয়ারি : AAP-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফলাফল সামনে আসার পর টুইট বার্তায় AAP-কে অভিনন্দন জানান মোদি ৷ তিনি লেখেন, "দিল্লি বিধানসভা নির্বাচনে সাফল্যের জন্য আম আদমি পার্টি ও অরবিন্দ কেজরিওয়ালজিকে অভিনন্দন জানাই ৷ তিনি দিল্লির সাধারণ মানুষের আশা-আকাঙ্খা পূরণ করতে পারবেন এই আশা রাখি ৷"

প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার দিল্লির ক্ষমতা দখল করল আম আদমি পার্টি ৷ 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় 62টি দখল করেছে তারা ৷ 8টি আসন পেয়েছে BJP ৷ গতবারের থেকে 5টি আসন বেশি পেল তারা ৷

  • Congratulations to AAP and Shri @ArvindKejriwal Ji for the victory in the Delhi Assembly Elections. Wishing them the very best in fulfilling the aspirations of the people of Delhi.

    — Narendra Modi (@narendramodi) February 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজনৈতিক বিশ্লেষকদের মত, এবারের নির্বাচনে প্রথম থেকেই কিছুটা ব্যাকফুটে ছিল BJP ৷ নির্বাচনের দুই সপ্তাহ আগেও সেভাবে তাদের প্রচারে নামতে দেখা যায়নি ৷ তবে APP প্রচারে খামতি রাখেনি ৷ ভোটের প্রায় শেষলগ্নে অমিত শাহের নেতৃত্বে নির্বাচনী প্রচারে নামে গেরুয়া শিবির ৷ বিরোধীদের অভিযোগ, শাহিনবাগ ইশুতে ধর্মীয় মেরুকরণের একটি ক্ষীণ চেষ্টাও করেছিল BJP ৷ তবে সেই টোটকা যা কাজে লাগেনি, তা নির্বাচনের ফলাফলেই স্পষ্ট , মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷


New Delhi, Feb 11 (ANI): After AAP is leading on more than 60 of the 70 seats, and is set to return to power in Delhi with thumping majority, wife of Delhi Chief Minister Arvind Kejriwal, Sunita Kejriwal, said that his husband has worked for five years and that is why people are happy. She also reacted on personal attacks of opposition parties on Kejriwal such as calling him terrorist. She said parties should do politics on issues and should refrain from making personal comments.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.