ETV Bharat / bharat

ঝাড়খণ্ডে জয়ের জন্য হেমন্ত সোরেনকে অভিনন্দন জানিয়ে টুইট মোদির

author img

By

Published : Dec 23, 2019, 8:10 PM IST

Updated : Dec 23, 2019, 8:41 PM IST

ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে BJP শিবিরের কার্যত ভরাডুবি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ ৷ আগের নির্বাচনের তুলনায় এবারে 12 টি আসন কম পেয়েছে BJP ৷ অন্য ঝাড়খণ্ডে মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোট পেয়েছে 47টি আসন ৷ জয়ের জন্য JMM নেতা হেমন্ত সোরেনকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ৷

Soren
ছবি সৌজন্যে ANI

দিল্লি, 23 ডিসেম্বর : ঝাড়খণ্ডে সরকার গড়ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোট ৷ তারা 47 টি আসন পেয়েছে ৷ JMM নেতা হেমন্ত সোরেন 25 হাজার 740 ভোটে দুমকা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ৷ ঝাড়খণ্ডে জয়ের জন্য হেমন্ত সোরেনকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

নির্বাচনী ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ার আগে হেমন্ত সোরেনকে অভিনন্দন জানিয়ে টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "হেমন্ত সোরেন ও JMM নেতৃত্বাধীন জোটকে নির্বাচনী সাফল্যের জন্য অভিনন্দন জানাই ৷ রাজ্য পরিচালনা করার জন্য তাদের আগাম শুভেচ্ছা রইল ৷" একইসঙ্গে রাজ্যবাসীকেও ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদি টুইটে লেখেন, "এতগুলি বছর রাজ্যের সেবা করার সুযোগ দেওয়ার জন্য ঝাড়খণ্ডের সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই ৷ পাশাপাশি দলীয় কর্মীদেরও ধন্যবাদ জানাই তাদের কঠোর পরিশ্রমের জন্য ৷ আমরা আগামী দিনেও রাজ্যকে সেবা করে যাব এবং জনস্বার্থের ইশুগুলি তুলে যাব ৷"

  • PM Modi: I thank the people of Jharkhand for having given
    BJP the opportunity to serve the state for many years. I also applaud the hardworking party 'Karyakartas' for their efforts. We will continue serving the state and raising people-centric issues in the times to come. https://t.co/d6QeSPoSuM

    — ANI (@ANI) December 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="

PM Modi: I thank the people of Jharkhand for having given
BJP the opportunity to serve the state for many years. I also applaud the hardworking party 'Karyakartas' for their efforts. We will continue serving the state and raising people-centric issues in the times to come. https://t.co/d6QeSPoSuM

— ANI (@ANI) December 23, 2019 ">

প্রধানমন্ত্রীর টুইটের পরে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে মুখ খোলেন BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ তিনি বলেন, " ঝাড়খণ্ডের মানুষের রায়কে আমরা সম্মান করি ৷ বিগত পাঁচ বছর ধরে রাজ্যকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই ৷"

দিল্লি, 23 ডিসেম্বর : ঝাড়খণ্ডে সরকার গড়ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোট ৷ তারা 47 টি আসন পেয়েছে ৷ JMM নেতা হেমন্ত সোরেন 25 হাজার 740 ভোটে দুমকা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ৷ ঝাড়খণ্ডে জয়ের জন্য হেমন্ত সোরেনকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

নির্বাচনী ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ার আগে হেমন্ত সোরেনকে অভিনন্দন জানিয়ে টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "হেমন্ত সোরেন ও JMM নেতৃত্বাধীন জোটকে নির্বাচনী সাফল্যের জন্য অভিনন্দন জানাই ৷ রাজ্য পরিচালনা করার জন্য তাদের আগাম শুভেচ্ছা রইল ৷" একইসঙ্গে রাজ্যবাসীকেও ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদি টুইটে লেখেন, "এতগুলি বছর রাজ্যের সেবা করার সুযোগ দেওয়ার জন্য ঝাড়খণ্ডের সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই ৷ পাশাপাশি দলীয় কর্মীদেরও ধন্যবাদ জানাই তাদের কঠোর পরিশ্রমের জন্য ৷ আমরা আগামী দিনেও রাজ্যকে সেবা করে যাব এবং জনস্বার্থের ইশুগুলি তুলে যাব ৷"

  • PM Modi: I thank the people of Jharkhand for having given
    BJP the opportunity to serve the state for many years. I also applaud the hardworking party 'Karyakartas' for their efforts. We will continue serving the state and raising people-centric issues in the times to come. https://t.co/d6QeSPoSuM

    — ANI (@ANI) December 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রীর টুইটের পরে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে মুখ খোলেন BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ তিনি বলেন, " ঝাড়খণ্ডের মানুষের রায়কে আমরা সম্মান করি ৷ বিগত পাঁচ বছর ধরে রাজ্যকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই ৷"

Chandipur (Odisha), Dec 23 (ANI): Defence Research and Development Organisation (DRDO) successfully test-fired Quick Reaction Surface to Air Missile off the coast of Odisha on December 23. The missile successfully engaged the aerial target establishing its capability. Director General of Missiles and Strategic Systems at DRDO MSR Prasad was present during the trial. With this mission, developmental trials of the weapon system are completed and weapon system is expected to be ready for induction by 2021.
Last Updated : Dec 23, 2019, 8:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.