ETV Bharat / bharat

ভারত-চিন সম্পর্কে নতুন দিশা ও নতুন শক্তি এসেছে : নরেন্দ্র মোদি

author img

By

Published : Nov 14, 2019, 10:32 AM IST

ভারত-চিন সম্পর্ক মজবুত করতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত, তা নিয়ে বৈঠকে আলোচনা হয় ৷ পাশাপাশি বাণিজ্য জোট নিয়েও কথা হয় দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে ৷ এবার BRICS সম্মেলনে মূল আলোচনার বিষয় আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদ মোকাবিলায় রাষ্ট্রগুলির মধ্যে পদ্ধতিগত সহযোগিতা ৷

মোদি-চিনপিং

ব্রাজ়িলিয়া, 14 নভেম্বর : ব্রাজ়িলিয়ায় চলছে 11 তম BRICS সম্মেলন ৷ বুধবার ছিল সম্মেলনের প্রথম দিন । ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিনের প্রেসিডেন্ট শি চিনপিং-এর সঙ্গে বৈঠক করেন ৷ চলতি বছরের অক্টোবরে ভারতে সৌজন্য সাক্ষাতের পরে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এটি এ বছর দ্বিতীয় সাক্ষাৎ । বৈঠকে শি চিনপিং-কে নরেন্দ্র মোদি বলেন, "ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন দিশা ও নতুন শক্তি এসেছে ৷" ভারত-চিন সম্পর্ক মজবুত করতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত, তা নিয়ে বৈঠকে আলোচনা হয় ৷ পাশাপাশি বাণিজ্য জোট নিয়েও কথা হয় দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে ৷ এবার BRICS সম্মেলনে মূল আলোচনার বিষয় আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদ মোকাবিলায় রাষ্ট্রগুলির মধ্যে পদ্ধতিগত সহযোগিতা ৷

নরেন্দ্র মোদি গতকালের বৈঠকে শি চিনপিংকে বলেন, "আমাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল ব্রাজ়িলেই ৷ সেখান থেকেই যাত্রা শুরু ৷ এরপর একাধিক ফোরাম এবং দ্বিপাক্ষিক বৈঠক হয় আমাদের ৷ গত পাঁচ বছরে দুই দেশের মধ্যে বিশ্বাস ও বন্ধুত্বের সম্পর্ক অনেক গভীর হয়েছে ৷ বৈঠকে একাধিকবার দুই রাষ্ট্রনেতার কথায় উঠে আসে গত অক্টোবরে চেন্নাইয়ের কাছে মামাল্লাপুরমে সৌজন্য সাক্ষাতের সাফল্যের কথা ৷ প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, "চেন্নাইয়ে সৌজন্য সাক্ষাতের পরে ইন্দো-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন দিশা ও নতুন শক্তি এসেছে ৷"

এদিনের বৈঠকে একাধিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয় দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে ৷ কিছুদিন আগে ব্যাংককে আয়োজিত আঞ্চলিক অর্থনৈতিক বৈঠকে ভারত সিদ্ধান্ত নিয়েছিল চিন প্রভাবিত RCEP (রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ) - তে ভারত অংশ নেবে না ৷ কাশ্মীর ইশু নিয়েও দু'দেশের রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয় ৷ সম্প্রতি শি চিনপিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যৌথ বিবৃতিতে বলেছিলেন, "আমরা কাশ্মীর পরিস্থিতির উপর গভীর নজর রাখছি ৷ ভারতের উচিৎ সঠিক ও শান্তিপূর্ণভাবে রাষ্ট্রসংঘের দলিল মেনে কাশ্মীর সমস্যার সমাধান করা ৷" উত্তরে দিল্লি জানিয়েছিল, কাশ্মীর পরিস্থিতি ভারতের অভ্যন্তরীণ বিষয় । এই পরিস্থিতিতে দাড়িয়ে BRICS সম্মেলনের ফাঁকে একমাসের মধ্যে নরেন্দ্র মোদি ও শি চিনপিং-এর দ্বিতীয় বৈঠক ভারতীয় উপমহাদেশে দুই শক্তিধর রাষ্ট্রের সম্পর্কে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহল ।

ব্রাজ়িলিয়া, 14 নভেম্বর : ব্রাজ়িলিয়ায় চলছে 11 তম BRICS সম্মেলন ৷ বুধবার ছিল সম্মেলনের প্রথম দিন । ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিনের প্রেসিডেন্ট শি চিনপিং-এর সঙ্গে বৈঠক করেন ৷ চলতি বছরের অক্টোবরে ভারতে সৌজন্য সাক্ষাতের পরে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এটি এ বছর দ্বিতীয় সাক্ষাৎ । বৈঠকে শি চিনপিং-কে নরেন্দ্র মোদি বলেন, "ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন দিশা ও নতুন শক্তি এসেছে ৷" ভারত-চিন সম্পর্ক মজবুত করতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত, তা নিয়ে বৈঠকে আলোচনা হয় ৷ পাশাপাশি বাণিজ্য জোট নিয়েও কথা হয় দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে ৷ এবার BRICS সম্মেলনে মূল আলোচনার বিষয় আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদ মোকাবিলায় রাষ্ট্রগুলির মধ্যে পদ্ধতিগত সহযোগিতা ৷

নরেন্দ্র মোদি গতকালের বৈঠকে শি চিনপিংকে বলেন, "আমাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল ব্রাজ়িলেই ৷ সেখান থেকেই যাত্রা শুরু ৷ এরপর একাধিক ফোরাম এবং দ্বিপাক্ষিক বৈঠক হয় আমাদের ৷ গত পাঁচ বছরে দুই দেশের মধ্যে বিশ্বাস ও বন্ধুত্বের সম্পর্ক অনেক গভীর হয়েছে ৷ বৈঠকে একাধিকবার দুই রাষ্ট্রনেতার কথায় উঠে আসে গত অক্টোবরে চেন্নাইয়ের কাছে মামাল্লাপুরমে সৌজন্য সাক্ষাতের সাফল্যের কথা ৷ প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, "চেন্নাইয়ে সৌজন্য সাক্ষাতের পরে ইন্দো-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন দিশা ও নতুন শক্তি এসেছে ৷"

এদিনের বৈঠকে একাধিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয় দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে ৷ কিছুদিন আগে ব্যাংককে আয়োজিত আঞ্চলিক অর্থনৈতিক বৈঠকে ভারত সিদ্ধান্ত নিয়েছিল চিন প্রভাবিত RCEP (রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ) - তে ভারত অংশ নেবে না ৷ কাশ্মীর ইশু নিয়েও দু'দেশের রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয় ৷ সম্প্রতি শি চিনপিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যৌথ বিবৃতিতে বলেছিলেন, "আমরা কাশ্মীর পরিস্থিতির উপর গভীর নজর রাখছি ৷ ভারতের উচিৎ সঠিক ও শান্তিপূর্ণভাবে রাষ্ট্রসংঘের দলিল মেনে কাশ্মীর সমস্যার সমাধান করা ৷" উত্তরে দিল্লি জানিয়েছিল, কাশ্মীর পরিস্থিতি ভারতের অভ্যন্তরীণ বিষয় । এই পরিস্থিতিতে দাড়িয়ে BRICS সম্মেলনের ফাঁকে একমাসের মধ্যে নরেন্দ্র মোদি ও শি চিনপিং-এর দ্বিতীয় বৈঠক ভারতীয় উপমহাদেশে দুই শক্তিধর রাষ্ট্রের সম্পর্কে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহল ।

Brasilia (Brazil), Nov 14 (ANI): While addressing at BRICS Business Forum in Brasilia on November 14, Prime Minister Narendra Modi urged private sector to join BRICS efforts focused on human resources. "Important initiatives such as innovation BRICS Network and BRICS Institution for Future Network will be considered during tomorrow's summit. I request the private sector to join these efforts focused on human resources," said PM Modi.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.