ETV Bharat / bharat

কোরোনা রোধে দিল্লিতে বিশেষ বৈঠকে মোদি

কেরালায় তৃতীয় কোরোনা আক্রান্তের খোঁজ মেলার পর আরও সতর্ক হতে চায় কেন্দ্র ৷ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে দেশের মন্ত্রীদের এক বৈঠক বসেছে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিংপুরি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে, নৌ-পরিবহন মন্ত্রী মনসুখ লাল মন্দাভিয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন ৷

Corona Virus prevention
কোরোনা রোধে বৈঠক
author img

By

Published : Feb 4, 2020, 10:51 AM IST

দিল্লি, 4 ফেব্রুয়ারি: চিনের কোরোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়েছে দেশেও ৷ কেরালায় তৃতীয় কোরোনা আক্রান্তের খোঁজ মেলার পর আরও সতর্ক হতে চায় কেন্দ্র ৷ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে দেশের মন্ত্রীদের এক বৈঠক বসেছে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিংপুরি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে, নৌ-পরিবহন মন্ত্রী মনসুখ লাল মন্দাভিয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন ৷ সূত্র অনুযায়ী, কোরোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েই আলোচনা করা হয়েছে ৷

অন্যদিকে, কোরোনা ভাইরাসের ভারতে প্রবেশ করায় আপাতত অনির্দিষ্টকালের জন্য ই-ভিসা বাতিল করে দেওয়া হয়েছে ৷ ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ (ITBP) এবং ভারতীয় সেনাও কোরোনা ভাইরাস রোধে তৎপর, চিন ও অন্যান্য প্রতিবেশী দেশ থেকে সীমান্ত পেরিয়ে আসা মানুষদের বিশেষ ক্যাম্পে রাখার ব্যাবস্থা করা হয়েছে তাদের তরফ থেকে৷

ETV ভারতকে ITBP-র মুখপাত্র বিবেক পান্ডে বলেন, ‘‘চাওলা ক্যাম্পে আপাতত 406 জনকে নজরদারিতে রাখা হয়েছে ৷ এদের মধ্যে বেশীরভাগই পরিবার, বহু শিশুও রয়েছে, তাই নূন্যতম চাহিদাগুলি পূরণ করা হচ্ছে ৷ খাবার, ওষুধ ছাড়াও ওয়াইফাইয়ের মতো সুবিধাও দেওয়া হচ্ছে তাদের ৷ নিয়ম অনুসারে তাদের 14 দিন এই ক্যাম্পে রাখা হবে, প্রোটোকল অনুযায়ী প্রতিদিন তাদের রুটিন চেক আপও করা হচ্ছে ৷ পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এলে তাদের 14 দিন পর ছেড়ে দেওয়া হবে৷’’

দিল্লি, 4 ফেব্রুয়ারি: চিনের কোরোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়েছে দেশেও ৷ কেরালায় তৃতীয় কোরোনা আক্রান্তের খোঁজ মেলার পর আরও সতর্ক হতে চায় কেন্দ্র ৷ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে দেশের মন্ত্রীদের এক বৈঠক বসেছে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিংপুরি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে, নৌ-পরিবহন মন্ত্রী মনসুখ লাল মন্দাভিয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন ৷ সূত্র অনুযায়ী, কোরোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েই আলোচনা করা হয়েছে ৷

অন্যদিকে, কোরোনা ভাইরাসের ভারতে প্রবেশ করায় আপাতত অনির্দিষ্টকালের জন্য ই-ভিসা বাতিল করে দেওয়া হয়েছে ৷ ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ (ITBP) এবং ভারতীয় সেনাও কোরোনা ভাইরাস রোধে তৎপর, চিন ও অন্যান্য প্রতিবেশী দেশ থেকে সীমান্ত পেরিয়ে আসা মানুষদের বিশেষ ক্যাম্পে রাখার ব্যাবস্থা করা হয়েছে তাদের তরফ থেকে৷

ETV ভারতকে ITBP-র মুখপাত্র বিবেক পান্ডে বলেন, ‘‘চাওলা ক্যাম্পে আপাতত 406 জনকে নজরদারিতে রাখা হয়েছে ৷ এদের মধ্যে বেশীরভাগই পরিবার, বহু শিশুও রয়েছে, তাই নূন্যতম চাহিদাগুলি পূরণ করা হচ্ছে ৷ খাবার, ওষুধ ছাড়াও ওয়াইফাইয়ের মতো সুবিধাও দেওয়া হচ্ছে তাদের ৷ নিয়ম অনুসারে তাদের 14 দিন এই ক্যাম্পে রাখা হবে, প্রোটোকল অনুযায়ী প্রতিদিন তাদের রুটিন চেক আপও করা হচ্ছে ৷ পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এলে তাদের 14 দিন পর ছেড়ে দেওয়া হবে৷’’

New Delhi, Feb 04 (ANI): Cold wave condition persisted in Delhi on February 04. The morning witnessed moderate fog. Minimum temperature was recorded at 6 degree C on Feb 04. Delhi has witnessed cold wave despite sunny days in last week. The air quality of national capital remained in 'very unhealthy' category.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.