ETV Bharat / bharat

চিদম্বরমের আগাম জামিনের আবেদন অর্থহীন : সুপ্রিম কোর্ট - cbi

শীর্ষ আদালতে চিদম্বরমের পেশ করা আগাম জামিনের আবেদনটি অর্থহীন বলে জানালেন বিচারপতি ।

21 অগাস্ট চিদম্বরমকে গ্রেপ্তার করে CBI
author img

By

Published : Aug 26, 2019, 12:42 PM IST

দিল্লি, 26 অগাস্ট : প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতার আগাম জাামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট । চিদম্বরমকে উপযুক্ত আদালতে এই বিষয়ে আবেদন জানাতে বলেছে শীর্ষ আদালত । পাশাপাশি চিদম্বরমের শীর্ষ আদালতে পেশ করা আবেদনটি অর্থহীন বলেও উল্লেখ করেন বিচারপতি । কারণ INX মিডিয়া মামলায় জড়িত থাকার অভিযোগে 21 অগাস্ট চিদম্বরমকে গ্রেপ্তার করে CBI । এরপর আগাম জামিনের আবেদনের কোনও ভিত্তি নেই । সেই প্রসঙ্গে তখন চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল আদালতকে জানান, আমার মক্কেলের মতপ্রকাশের অধিকার আছে । শীর্ষ আদালতের এই নির্দেশের পর চিদম্বরমের হেপাজত সংক্রান্ত সিদ্ধান্ত এখন CBI আদালতের অধীনে ।

এর আগে INX মিডিয়া মামলায় আগাম জামিন চেয়ে 20 অগাস্ট দিল্লি হাইকোর্টে আবেদন জানান চিদম্বরম । আবেদনে অসঙ্গতি রয়েছে জানিয়ে দিল্লি হাইকোর্টে সেই আবেদন খারিজ করে দেয় । এর কয়েক ঘণ্টা পরেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল ।

21 অগাস্ট চিদম্বরমকে গ্রেপ্তার করে CBI
21 অগাস্ট চিদম্বরমকে গ্রেপ্তার করে CBI

কপিল সিব্বল এই আবেদনের প্রেক্ষিতে দ্রুত শুনানির আর্জি জানান আদালতে । এরপর শীর্ষ আদালতের রেজিস্ট্রার 21 অগাস্ট বিচারপতি এন ভি রমান্নার এজলাসে আবেদন পেশ করতে বলেন কপিলকে । পরে বিচারপতি রমান্না এই মামলা প্রধান বিচারপতি এজলাসে পাঠিয়ে দেন ।

INX মিডিয়া মামলাটির তদন্তের দায়িত্বে থাকা CBI সেইদিনই গ্রেপ্তার করে চিদম্বরমকে ।

দিল্লি, 26 অগাস্ট : প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতার আগাম জাামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট । চিদম্বরমকে উপযুক্ত আদালতে এই বিষয়ে আবেদন জানাতে বলেছে শীর্ষ আদালত । পাশাপাশি চিদম্বরমের শীর্ষ আদালতে পেশ করা আবেদনটি অর্থহীন বলেও উল্লেখ করেন বিচারপতি । কারণ INX মিডিয়া মামলায় জড়িত থাকার অভিযোগে 21 অগাস্ট চিদম্বরমকে গ্রেপ্তার করে CBI । এরপর আগাম জামিনের আবেদনের কোনও ভিত্তি নেই । সেই প্রসঙ্গে তখন চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল আদালতকে জানান, আমার মক্কেলের মতপ্রকাশের অধিকার আছে । শীর্ষ আদালতের এই নির্দেশের পর চিদম্বরমের হেপাজত সংক্রান্ত সিদ্ধান্ত এখন CBI আদালতের অধীনে ।

এর আগে INX মিডিয়া মামলায় আগাম জামিন চেয়ে 20 অগাস্ট দিল্লি হাইকোর্টে আবেদন জানান চিদম্বরম । আবেদনে অসঙ্গতি রয়েছে জানিয়ে দিল্লি হাইকোর্টে সেই আবেদন খারিজ করে দেয় । এর কয়েক ঘণ্টা পরেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল ।

21 অগাস্ট চিদম্বরমকে গ্রেপ্তার করে CBI
21 অগাস্ট চিদম্বরমকে গ্রেপ্তার করে CBI

কপিল সিব্বল এই আবেদনের প্রেক্ষিতে দ্রুত শুনানির আর্জি জানান আদালতে । এরপর শীর্ষ আদালতের রেজিস্ট্রার 21 অগাস্ট বিচারপতি এন ভি রমান্নার এজলাসে আবেদন পেশ করতে বলেন কপিলকে । পরে বিচারপতি রমান্না এই মামলা প্রধান বিচারপতি এজলাসে পাঠিয়ে দেন ।

INX মিডিয়া মামলাটির তদন্তের দায়িত্বে থাকা CBI সেইদিনই গ্রেপ্তার করে চিদম্বরমকে ।

Mumbai, Aug 26 (ANI): Bollywood beauties walked the ramp on 5th day of Lakme Fashion Week in Mumbai. Bollywood diva Malaika Arora walked the ramp for designer Diyarajvvir. Actor looked like million bucks in maroon high-slit gown with ruffled butterfly sleeves and a plunging neckline. Actor Delnaaz Irani turned showstopper for ace designer Rina Dhaka. The collection was all about plus size fashion.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.