ETV Bharat / bharat

গান্ধিজির সার্ধশতবর্ষে শান্তির লক্ষ্যে ETV ভারতের প্রচেষ্টাকে স্বাগত জানালেন বিশিষ্টরা

গান্ধিজির সার্ধশতবর্ষে ETV ভারতের শ্রদ্ধার্ঘ্য রিটুইট করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ৷

ছবি
author img

By

Published : Oct 1, 2019, 9:55 PM IST

Updated : Oct 2, 2019, 8:04 AM IST

সারা দেশে মহা সমারোহে পালিত হচ্ছে মহাত্মা গান্ধির সার্ধশতবর্ষ ৷ ETV ভারতও সামিল হয়েছে এই উদযাপনে ৷ গান্ধিজির প্রিয় ভজন 'বৈষ্ণব জন তো তেনে কহিয়ে, যে পীর পরায়ি জানে রে, পর দুখে উপকার করে তো ইয়ে, মান অভিমান না আনে রে' ভজনের মাধ্যমে সারা দেশকে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছিল ETV ভারতও ৷ সারা দেশের শিল্পীরা গলা মিলিয়েছেন সেই ভজনের সুরে ৷ ETV ভারতের সেই শ্রদ্ধার্ঘ্য রিটুইট করলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, রেলমন্ত্রী পীযূষ গোয়ল-সহ বিশিষ্টরা ৷

  • The video beautifully captures the diversity of the country. I applaud ETV Bharat and all the artists for this befitting and brilliant tribute to the Mahatma. #MahatmaGandhi @Eenadu_English

    — VicePresidentOfIndia (@VPSecretariat) October 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উপরাষ্ট্রপতি তাঁর টুইটে ETV ভারতের এই উদ্যোগের প্রশংসা করে লিখেছেন, ভিডিয়োটির মাধ্যমে দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যের ছবিটা ধরা পড়ছে ৷

  • ईटीवी भारत की ओर से देश के सर्वश्रेष्ठ गायकों ने बापू को दी संगीतमय श्रद्धांजलिhttps://t.co/s2Wq4U9sIZ

    — Piyush Goyal (@PiyushGoyal) October 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • महात्मा गांधी जी के प्रिय भजन "वैष्णव जन तो तेने कहिए जे" को विभिन्न गायकों ने अपनी आवाज में लयबद्ध किया है।

    यह समाज को एक व्यापक संदेश देने वाला भजन है, और इसके द्वारा दिया जाने वाला संदेश आज भी देश और समाज के जीवन के लिए महत्वपूर्ण है। pic.twitter.com/a5FgMAzKiz

    — Piyush Goyal (@PiyushGoyal) October 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পীযূষ গোয়েল টুইট বার্তায় লেখেন, মহাত্মা গান্ধির প্রিয় ভজন বৈষ্ণব জন তো তেনে কহিয়ে ভজনকে দেশের শিল্পীরা সুর দিয়েছেন ৷ এই ভজন সমাজকে মহৎ বার্তা দেয় ৷ যা আজও দেশ ও সমাজের জন্য মহত্বপূর্ণ ৷

  • महात्मा गांधी की जयंती की पूर्व संध्या पर देश के नामचीन गायकों ने ईटीवी भारत के माध्यम से अपनी श्रद्धांजलि दी है। #GandhiJayantihttps://t.co/avDX4efdNw

    — Nityanand Rai (@nityanandraibjp) October 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আপামর ভারতবাসীর মধ্যে যে মেলবন্ধন, দেশের প্রতি যে ভালোবাসা, পাশের মানুষের প্রতি যে অনুভূতি, 'বৈষ্ণব জন তো' ভজনটিতে ধরা পড়েছে সেই আবেগ ৷ আর সেই আবেগ একসুরে বেঁধেছেন দেশের নানা প্রান্তের প্রথিতযশা শিল্পীরা ৷ ETV ভারতের বিশেষ এই উদ্যোগে সামিল হয়ে সারা দেশের শিল্পীরা শ্রদ্ধা জানিয়েছেন মহাত্মাকে ৷ 'বৈষ্ণব জন তো'-র সুরে ৷

সারা দেশে মহা সমারোহে পালিত হচ্ছে মহাত্মা গান্ধির সার্ধশতবর্ষ ৷ ETV ভারতও সামিল হয়েছে এই উদযাপনে ৷ গান্ধিজির প্রিয় ভজন 'বৈষ্ণব জন তো তেনে কহিয়ে, যে পীর পরায়ি জানে রে, পর দুখে উপকার করে তো ইয়ে, মান অভিমান না আনে রে' ভজনের মাধ্যমে সারা দেশকে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছিল ETV ভারতও ৷ সারা দেশের শিল্পীরা গলা মিলিয়েছেন সেই ভজনের সুরে ৷ ETV ভারতের সেই শ্রদ্ধার্ঘ্য রিটুইট করলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, রেলমন্ত্রী পীযূষ গোয়ল-সহ বিশিষ্টরা ৷

  • The video beautifully captures the diversity of the country. I applaud ETV Bharat and all the artists for this befitting and brilliant tribute to the Mahatma. #MahatmaGandhi @Eenadu_English

    — VicePresidentOfIndia (@VPSecretariat) October 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উপরাষ্ট্রপতি তাঁর টুইটে ETV ভারতের এই উদ্যোগের প্রশংসা করে লিখেছেন, ভিডিয়োটির মাধ্যমে দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যের ছবিটা ধরা পড়ছে ৷

  • ईटीवी भारत की ओर से देश के सर्वश्रेष्ठ गायकों ने बापू को दी संगीतमय श्रद्धांजलिhttps://t.co/s2Wq4U9sIZ

    — Piyush Goyal (@PiyushGoyal) October 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • महात्मा गांधी जी के प्रिय भजन "वैष्णव जन तो तेने कहिए जे" को विभिन्न गायकों ने अपनी आवाज में लयबद्ध किया है।

    यह समाज को एक व्यापक संदेश देने वाला भजन है, और इसके द्वारा दिया जाने वाला संदेश आज भी देश और समाज के जीवन के लिए महत्वपूर्ण है। pic.twitter.com/a5FgMAzKiz

    — Piyush Goyal (@PiyushGoyal) October 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পীযূষ গোয়েল টুইট বার্তায় লেখেন, মহাত্মা গান্ধির প্রিয় ভজন বৈষ্ণব জন তো তেনে কহিয়ে ভজনকে দেশের শিল্পীরা সুর দিয়েছেন ৷ এই ভজন সমাজকে মহৎ বার্তা দেয় ৷ যা আজও দেশ ও সমাজের জন্য মহত্বপূর্ণ ৷

  • महात्मा गांधी की जयंती की पूर्व संध्या पर देश के नामचीन गायकों ने ईटीवी भारत के माध्यम से अपनी श्रद्धांजलि दी है। #GandhiJayantihttps://t.co/avDX4efdNw

    — Nityanand Rai (@nityanandraibjp) October 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আপামর ভারতবাসীর মধ্যে যে মেলবন্ধন, দেশের প্রতি যে ভালোবাসা, পাশের মানুষের প্রতি যে অনুভূতি, 'বৈষ্ণব জন তো' ভজনটিতে ধরা পড়েছে সেই আবেগ ৷ আর সেই আবেগ একসুরে বেঁধেছেন দেশের নানা প্রান্তের প্রথিতযশা শিল্পীরা ৷ ETV ভারতের বিশেষ এই উদ্যোগে সামিল হয়ে সারা দেশের শিল্পীরা শ্রদ্ধা জানিয়েছেন মহাত্মাকে ৷ 'বৈষ্ণব জন তো'-র সুরে ৷

Mumbai, Oct 01 (ANI): The star-cast of film 'Bypass Road' attended film's trailer launch event in Mumbai. Bollywood actor Neil Nitin Mukesh attended the event looking dapper. Actor Adah Sharma also marked her presence looking pretty in yellow dress. Meanwhile, Shama Sikander also reached the event in a black dress. 'Bypass Road' marks the directorial debut of Neil Nitin Mukesh's brother, Naman Nitin Mukesh, while the screenplay of the film is penned down by Neil Nitin Mukesh. 'Bypass Road' is a thriller-drama and will hit the silver screens on November 01.
Last Updated : Oct 2, 2019, 8:04 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.