আজ়মগড়(উত্তরপ্রদেশ), 21 সেপ্টেম্বর : উত্তরপ্রদেশের আজ়মগড়ে প্রশিক্ষণের সময় বিমান ভেঙে এক পাইলটের মৃত্যু হল । মৃত ট্রেনি পাইলটের নাম কঙ্কর্ক সারন (21) । ওই বিমান প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয় ।
আজ বেলা সাড়ে 11টা নাগাদ সরাইমির থানা এলাকায় চার আসনের বিমানটি ভেঙে পড়ে । আধিকারিক সূত্রে খবর, ওই বিমানটি অমেঠিতে অবস্থিত কেন্দ্র দ্বারা পরিচালিত ইন্দিরা গান্ধি রাষ্ট্রীয় উড়ান অ্যাকাডেমির । নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে এবং এক পাইলট ঘটনাস্থানেই প্রাণ হারান । মৃত ট্রেনি পাইলটের বাড়ি হরিয়ানার পালওয়ালে ।
আজমগড় পুলিশ জানিয়েছে, স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার কথা জানতে পারে তারা । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থানে যায় । গিয়ে দেখে ভগ্নাবস্থায় বিমানটি পড়ে আছে । ভগ্নস্তূপ সরিয়ে মৃত পাইলটকে উদ্ধার করা হয় । মৃত়দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।