ETV Bharat / bharat

কাজের প্রলোভন দেখিয়ে বাংলার যুবতিকে গাজ়িয়াবাদে নিয়ে গিয়ে ধর্ষণ - Rape case

লকডাউন শুরুর আগে এক ব্যক্তি কাজ দেওয়ার নাম করে এক যুবতিকে পশ্চিমবঙ্গ থেকে গাজ়িয়াবাদ নিয়ে আসে । তারপর তাঁকে আটকে রেখে বারবার ধর্ষণ করে ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : May 20, 2020, 10:15 PM IST

গাজ়িয়াবাদ, 20 মে : লকডাউনের আগে কাজের প্রলোভন দেখিয়ে পশ্চিমবঙ্গ থেকে এক যুবতিকে নিয়ে যায় এক ব্যক্তি । তারপর তাঁকে বারবার ধর্ষণ করে বলে অভিযোগ । তাঁকে কাজের লোভ দেখিয়ে উত্তর প্রদেশের গাজ়িয়াবাদে নিয়ে যাওয়া হয় । তারপর তাঁকে সেখানে আটক করে রাখা হয় । গতরাতে কোনওভাবে সেখান থেকে পালিয়ে নিকটবর্তী আদালতে পৌঁছান ওই যুবতি । তারপর আইনজীবীদের থেকে সাহায্যের আর্জি জানান ।

বার অ্যাসোসিয়েশনের সদস্য আইনজীবী কৈলাশচন্দ্র ও দেবেন্দ্র সিং রাও ওই যুবতিকে সাহায্যের জন্য এগিয়ে আসেন । 26 বছর বয়সি ওই যুবতি জানান, লকডাউন শুরুর আগে লোবির হোসেন নামে এক ব্যক্তি তাঁকে কাজ দেবে বলে পশ্চিমবঙ্গ থেকে গাজ়িয়াবাদ নিয়ে আসে । প্রথমে তাঁকে গাজ়িয়াবাদে রাখে । পরে রেবাড়ির কাছাকাছি কোনও এক গ্রামে আটক করে রাখে । এই সময় বারবার তাঁকে ধর্ষণ করে ওই ব্যক্তি ।

গতরাতে একটা নাগাদ সুযোগ বুঝে সেখান থেকে পালাতে সক্ষম হন ওই যুবতি । আজ সকালে বিচারের আশায় রেবাড়ি আদালতে গিয়ে পৌঁছান তিনি । সেখানে উপস্থিত আইনজীবীরা তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেন । অভিযুক্ত লোবির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তাঁরা । জেলা পুলিশকে মেলের মাধ্যমে অভিযোগ পাঠান । পাশাপাশি ওই যুবতিকে সাহায্যের জন্য মহিলা সংরক্ষণ বিভাগকেও খবর দেওয়া হয় ।

বর্তমানে ওই যুবতিকে একটি সেন্টারে পাঁচদিনের জন্য পাঠানো হয়েছে । নিজের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন তিনি । তবে, পশ্চিমবঙ্গের কোথায় তাঁর বাড়ি তা জানা যায়নি ।

গাজ়িয়াবাদ, 20 মে : লকডাউনের আগে কাজের প্রলোভন দেখিয়ে পশ্চিমবঙ্গ থেকে এক যুবতিকে নিয়ে যায় এক ব্যক্তি । তারপর তাঁকে বারবার ধর্ষণ করে বলে অভিযোগ । তাঁকে কাজের লোভ দেখিয়ে উত্তর প্রদেশের গাজ়িয়াবাদে নিয়ে যাওয়া হয় । তারপর তাঁকে সেখানে আটক করে রাখা হয় । গতরাতে কোনওভাবে সেখান থেকে পালিয়ে নিকটবর্তী আদালতে পৌঁছান ওই যুবতি । তারপর আইনজীবীদের থেকে সাহায্যের আর্জি জানান ।

বার অ্যাসোসিয়েশনের সদস্য আইনজীবী কৈলাশচন্দ্র ও দেবেন্দ্র সিং রাও ওই যুবতিকে সাহায্যের জন্য এগিয়ে আসেন । 26 বছর বয়সি ওই যুবতি জানান, লকডাউন শুরুর আগে লোবির হোসেন নামে এক ব্যক্তি তাঁকে কাজ দেবে বলে পশ্চিমবঙ্গ থেকে গাজ়িয়াবাদ নিয়ে আসে । প্রথমে তাঁকে গাজ়িয়াবাদে রাখে । পরে রেবাড়ির কাছাকাছি কোনও এক গ্রামে আটক করে রাখে । এই সময় বারবার তাঁকে ধর্ষণ করে ওই ব্যক্তি ।

গতরাতে একটা নাগাদ সুযোগ বুঝে সেখান থেকে পালাতে সক্ষম হন ওই যুবতি । আজ সকালে বিচারের আশায় রেবাড়ি আদালতে গিয়ে পৌঁছান তিনি । সেখানে উপস্থিত আইনজীবীরা তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেন । অভিযুক্ত লোবির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তাঁরা । জেলা পুলিশকে মেলের মাধ্যমে অভিযোগ পাঠান । পাশাপাশি ওই যুবতিকে সাহায্যের জন্য মহিলা সংরক্ষণ বিভাগকেও খবর দেওয়া হয় ।

বর্তমানে ওই যুবতিকে একটি সেন্টারে পাঁচদিনের জন্য পাঠানো হয়েছে । নিজের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন তিনি । তবে, পশ্চিমবঙ্গের কোথায় তাঁর বাড়ি তা জানা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.