ETV Bharat / bharat

"ফোন বাজেয়াপ্ত, বাড়ির বাইরে আসতে বাধা", অভিযোগ হাথরসে নির্যাতিতার পরিজনদের

author img

By

Published : Oct 2, 2020, 6:24 PM IST

বাড়ির বাইরে বের হতে দেওয়া হচ্ছে না । মোবাইল ফোন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । পরিবারের কয়েকজনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে । সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলল হাথরসে নির্যাতিতা যুবতির পরিবারের এক সদস্য ।

Hathras incident
Hathras incident

হাথরস, 2 অক্টোবর : সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে । প্রশাসনের তরফে গ্রামে যে কোনও ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে । অভিযোগ হাথরসে নির্যাতিতার পরিজনদের ।

আজ সকালে নির্যাতিতার পরিবারের তরফে এক নাবালক সাংবাদিকদের মুখোমুখি হয় । বলে, "তাদের বলা হয়েছে মোবাইল বন্ধ রাখতে । কয়েকজনের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে । পরিবারের তরফে আমাকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য পাঠানো হয়েছে । আমি কোনও রকমে লুকিয়ে মাঠ পেরিয়ে এই পর্যন্ত পৌঁছেছি । আমাদের ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না । হুমকি দেওয়া হচ্ছে ।"

নাবালক যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিল সে সময় এক পুলিশ অধিকারিক ঘটনাস্থানে পৌঁছান । পুলিশ অধিকারিককে দেখে পালিয়ে যায় ওই নাবালক ।

কেন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট ওই পুলিশ আধিকারিকদের কাছে জানতে চাওয়া হলে কোনও উত্তর পাওয়া যায়নি ।

এই নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছে প্রদেশ কংগ্রেস । একটি টুইটে প্রদেশ কংগ্রেসের তরফে বলা হয়, "আজ যোগীজি গ্রামে সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করেছেন । কারণ মিডিয়া ঘটনাস্থান থেকে সত্যিটা তুলে ধরেছে । যোগীজি যে 'জঙ্গলরাজ' চালাচ্ছেন তা প্রকাশ্যে এনেছে মিডিয়া । তাই মিডিয়াকে গ্রামে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে ।"

হাথরস, 2 অক্টোবর : সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে । প্রশাসনের তরফে গ্রামে যে কোনও ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে । অভিযোগ হাথরসে নির্যাতিতার পরিজনদের ।

আজ সকালে নির্যাতিতার পরিবারের তরফে এক নাবালক সাংবাদিকদের মুখোমুখি হয় । বলে, "তাদের বলা হয়েছে মোবাইল বন্ধ রাখতে । কয়েকজনের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে । পরিবারের তরফে আমাকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য পাঠানো হয়েছে । আমি কোনও রকমে লুকিয়ে মাঠ পেরিয়ে এই পর্যন্ত পৌঁছেছি । আমাদের ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না । হুমকি দেওয়া হচ্ছে ।"

নাবালক যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিল সে সময় এক পুলিশ অধিকারিক ঘটনাস্থানে পৌঁছান । পুলিশ অধিকারিককে দেখে পালিয়ে যায় ওই নাবালক ।

কেন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট ওই পুলিশ আধিকারিকদের কাছে জানতে চাওয়া হলে কোনও উত্তর পাওয়া যায়নি ।

এই নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছে প্রদেশ কংগ্রেস । একটি টুইটে প্রদেশ কংগ্রেসের তরফে বলা হয়, "আজ যোগীজি গ্রামে সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করেছেন । কারণ মিডিয়া ঘটনাস্থান থেকে সত্যিটা তুলে ধরেছে । যোগীজি যে 'জঙ্গলরাজ' চালাচ্ছেন তা প্রকাশ্যে এনেছে মিডিয়া । তাই মিডিয়াকে গ্রামে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.