দিল্লি, 23 জুন : ফের বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম । টানা 17 দিন বাড়ল তেলের দাম । আজ পেট্রলের দাম প্রতি লিটারে 20 পয়সা এবং ডিজ়েলের দাম 55 পয়সা বাড়ানো হয়েছে । 17 দিনে পেট্রলের দাম 8.50 টাকা এবং ডিজ়েলের দাম 10.01 টাকা প্রতি লিটারে বেড়েছে ।
দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে 79.56 টাকা থেকে বেড়ে 79.76 টাকা হয়েছে । ডিজ়েলের দাম প্রতি লিটারে 78.40 টাকা থেকে বেড়ে হয়েছে 78.55 টাকা । বিক্রয় কর ও ভ্যাটের উপর নির্ভর করে দাম বাড়ানো হয়েছে । যার ফলে দেশের বিভিন্ন রাজ্যে এই দাম ওঠা-নামা করতে পারে ।
গতকাল দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে 79.23 টাকা থেকে বেড়ে 79.56 টাকা হয়েছিল । ডিজ়েলের দাম প্রতি লিটারে 78.27 টাকা থেকে বেড়ে হয়েছিল 78.85 টাকা । মুম্বইয়ে পেট্রলের দাম ছিল প্রতি লিটারে 86.36 টাকা এবং ডিজ়েলের দাম লিটার প্রতি 76.69 টাকা । কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম বেড়ে হয়েছিল 81.27 টাকা ও ডিজ়েলের দাম বেড়ে হয়েছিল লিটার প্রতি 73.61 টাকা ।
7 জুন থেকে দাম বাড়তে শুরু করেছে পেট্রল-ডিজ়েলের । যার জেরে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে । উল্লেখ্য, লকডাউনের সময় তেলের দাম না বাড়লেও এখন আর দাম কমছে না ।