ETV Bharat / bharat

বেড়েই চলেছে পেট্রল-ডিজ়েলের দাম - lockdown

আবারও বাড়ল পেট্রল ও ডিজ়েলের দাম ৷ এই নিয়ে টানা 10 দিন বাড়ল দাম ৷ আজ পেট্রল ও ডিজ়েলের দাম লিটার প্রতি বাড়ল 47 ও 57 পয়সা ।

petrol diesel price increased in delhi
ফের বাড়ল পেট্রল - ডিজ়েলের দাম
author img

By

Published : Jun 16, 2020, 12:08 PM IST

দিল্লি, 16 জুন : বেড়েই চলেছে পেট্রল ও ডিজ়েলের দাম ৷ পেট্রলের দাম বাড়ল প্রতি লিটারে 47 পয়সা ৷ ডিজ়েলের দাম বাড়ল প্রতি লিটারে 57 পয়সা ৷ এই নিয়ে টানা 10 দিন বাড়ল দাম ৷ আগামীদিনে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের ৷

আজ দিল্লিতে পেট্রলের দাম বেড়ে হল 76.73 টাকা ৷ ডিজ়েলের দাম বেড়ে হল 75.19 টাকা ৷ গতকালই পেট্রলের দাম বেড়েছিল 48 পয়সা ৷ প্রতি লিটারে দাম হয়েছিল 76.26 টাকা ৷ ডিজ়েলের দাম বেড়েছিল 59 পয়সা ৷ প্রতি লিটারে দাম হয়েছিল 74.62 টাকা ৷ কলকাতায় পেট্রলের দাম 78.55 টাকা ও ডিজ়েলের দাম বেড়ে হয়েছে 70.84 টাকা ৷ মুম্বইয়ে পেট্রলের দাম 83.62 টাকা ও ডিজ়েলের দাম 73.75 টাকা ৷ চেন্নাইয়ে পেট্রলের দাম 80.37 টাকা ও ডিজ়েলের দাম 73.17 টাকা ৷

  • Petrol and diesel prices at Rs 76.73/litre (increase by Re 0.47) and Rs 75.19/litre (increase by Re 0.57), respectively in Delhi today. pic.twitter.com/o3rtmfpld3

    — ANI (@ANI) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে বিমানের জ্বালানির দামও বেড়েছে ৷ দিল্লিতে প্রতি লিটারে বিমানের জ্বালানির দাম 5494.5 টাকা বেড়ে হল 39069. 87 টাকা ৷ কলকাতায় বেড়েছে 5480.62 টাকা । হয়েছে 44024.10 টাকা । মুম্বইয়ে বেড়েছে 5494.5 টাকা । হয়েছে 38565.06 টাকা । চেন্নাইয়ে প্রতি লিটারে 5670.33 টাকা বেড়ে হয়েছে 40239.63 টাকা ৷

  • Delhi sees an increase of Rs 5494.5/kilo litre, in Kolkata an increase of Rs 5480.62/kilo litre, in Mumbai an increase of 5494.5/kilo litre and in Chennai an increase of Rs 5670.33/kilo litre in the price of aviation turbine fuel (ATF). https://t.co/430qGHCOSu

    — ANI (@ANI) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 16 জুন : বেড়েই চলেছে পেট্রল ও ডিজ়েলের দাম ৷ পেট্রলের দাম বাড়ল প্রতি লিটারে 47 পয়সা ৷ ডিজ়েলের দাম বাড়ল প্রতি লিটারে 57 পয়সা ৷ এই নিয়ে টানা 10 দিন বাড়ল দাম ৷ আগামীদিনে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের ৷

আজ দিল্লিতে পেট্রলের দাম বেড়ে হল 76.73 টাকা ৷ ডিজ়েলের দাম বেড়ে হল 75.19 টাকা ৷ গতকালই পেট্রলের দাম বেড়েছিল 48 পয়সা ৷ প্রতি লিটারে দাম হয়েছিল 76.26 টাকা ৷ ডিজ়েলের দাম বেড়েছিল 59 পয়সা ৷ প্রতি লিটারে দাম হয়েছিল 74.62 টাকা ৷ কলকাতায় পেট্রলের দাম 78.55 টাকা ও ডিজ়েলের দাম বেড়ে হয়েছে 70.84 টাকা ৷ মুম্বইয়ে পেট্রলের দাম 83.62 টাকা ও ডিজ়েলের দাম 73.75 টাকা ৷ চেন্নাইয়ে পেট্রলের দাম 80.37 টাকা ও ডিজ়েলের দাম 73.17 টাকা ৷

  • Petrol and diesel prices at Rs 76.73/litre (increase by Re 0.47) and Rs 75.19/litre (increase by Re 0.57), respectively in Delhi today. pic.twitter.com/o3rtmfpld3

    — ANI (@ANI) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে বিমানের জ্বালানির দামও বেড়েছে ৷ দিল্লিতে প্রতি লিটারে বিমানের জ্বালানির দাম 5494.5 টাকা বেড়ে হল 39069. 87 টাকা ৷ কলকাতায় বেড়েছে 5480.62 টাকা । হয়েছে 44024.10 টাকা । মুম্বইয়ে বেড়েছে 5494.5 টাকা । হয়েছে 38565.06 টাকা । চেন্নাইয়ে প্রতি লিটারে 5670.33 টাকা বেড়ে হয়েছে 40239.63 টাকা ৷

  • Delhi sees an increase of Rs 5494.5/kilo litre, in Kolkata an increase of Rs 5480.62/kilo litre, in Mumbai an increase of 5494.5/kilo litre and in Chennai an increase of Rs 5670.33/kilo litre in the price of aviation turbine fuel (ATF). https://t.co/430qGHCOSu

    — ANI (@ANI) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.