ETV Bharat / bharat

কাল সকাল 11টা থেকে শান্তিপূর্ণ ভারত বনধ হবে, জানালেন কৃষকরা - ভারত বনধ

কাল শান্তিপূর্ণ ভারত বনধের পথে কৃষকরা। ছাড় থাকবে জরুরি পরিষেবায়।

peaceful-bharat-bandh-from-11-am-3-pm-tomorrow-say-farmers
সকাল 11টা - বেলা 3টে পর্যন্ত ‘শান্তিপূর্ণ’ ভারত বনধ, জানালেন কৃষকরা
author img

By

Published : Dec 7, 2020, 7:06 PM IST

Updated : Dec 7, 2020, 7:16 PM IST

দিল্লি, 7 ডিসেম্বর : মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভারত বনধ পালন করা হবে ৷ এমনটাই জানানো হয়েছে কৃষি আইনের বিরোধিতায় আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির তরফে ৷ কৃষকদের তরফে জানানো হয়েছে, দেশজুড়ে তাঁরা যে বনধ ডেকেছেন, তার আসল উদ্দেশ্য় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো ৷ তবে, এর জন্য় সাধারণ মানুষের কোনও ক্ষতি হোক তা তাঁরা চান না ৷ যাতে সাধারণ মানুষ সময়ে অফিস-কাছারিতে পৌঁছাতে পারেন তার জন্য় এগারোটার পর থেকে শান্তিপূর্ণ আন্দোলনে নামবেন কৃষকরা ৷ এদিকে বিভিন্ন দল তাঁদের বনধকে সমর্থন জানালেও, কৃষকরা এবিষয়ে কোনও রাজনৈতিক দলের হস্তক্ষেপ চাইছেন না।

কৃষকদের ভারত বনধের জন্য় ইনস্টিটিউ অফ চার্টার্ড অ্য়াকাউনট্যান্টস অফ ইন্ডিয়া তাদের পরীক্ষা পিছিয়ে দিয়েছে ৷ 8 ডিসেম্বরের বদলে 13 ডিসেম্বর নেওয়া হবে পরীক্ষা ৷ যে অ্য়াডমিট কার্ড পরীক্ষার্থীদের ইশু করা হয়েছে, তাতেই পরীক্ষা হবে বলে জানিয়েছে ইনস্টিটিউ অফ চার্টার্ড অ্য়াকাউনট্যান্টস অফ ইন্ডিয়া ৷ এদিকে এশিয়ার বৃহত্তর পাইকারি বাজার আজাদপুর মান্ডির চেয়ারম্য়ান জানিয়েছেন, কৃষকদের বনধের কারণে দিল্লিতে সবজি, ফলের জোগানে ঘাটতি দেখা দেবে ৷ তবে শুধু দিল্লি নয়, মহারাষ্ট্রের ভাসি শস্য় মান্ডিও মঙ্গলবার বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে ৷ অন্য়দিকে, কৃষক সংগঠনগুলি দিল্লিতে জাতীয় সড়ক অবরোধ করবে বলে জানিয়েছে ৷ তারা রাজধানীতে প্রবেশের পথে পড়া টোলপ্লাজ়াগুলিতে অবরোধ করবে।

আরও পড়ুন : সিঙ্ঘু সীমান্তে কৃষকদের সঙ্গে দেখা করলেন কেজরি

তবে আন্দোলনকারী কৃষকনেতা বলবীর সিং রাজেওয়াল জানিয়েছেন, বনধ থেকে জরুরি পরিষেবাকে ছাড় দেওয়া হবে । আন্দোলনকারী কৃষকদের বলে দেওয়া হয়েছে কাউকে যেন জোরজবরদস্তি না করা হয়। মানুষের স্বতঃস্ফূর্ততার উপর ভরসা রাখুন। এদিকে আজ আন্দোলনকারীদের সঙ্গে সিঙ্ঘু সীমানায় দেখা করেন অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশনের জেনেরাল সেক্রটারি শিবগোপাল মিশ্রা। তিনি ভারত বনধের পূর্ণ সমর্থন জানান।

দিল্লি, 7 ডিসেম্বর : মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভারত বনধ পালন করা হবে ৷ এমনটাই জানানো হয়েছে কৃষি আইনের বিরোধিতায় আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির তরফে ৷ কৃষকদের তরফে জানানো হয়েছে, দেশজুড়ে তাঁরা যে বনধ ডেকেছেন, তার আসল উদ্দেশ্য় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো ৷ তবে, এর জন্য় সাধারণ মানুষের কোনও ক্ষতি হোক তা তাঁরা চান না ৷ যাতে সাধারণ মানুষ সময়ে অফিস-কাছারিতে পৌঁছাতে পারেন তার জন্য় এগারোটার পর থেকে শান্তিপূর্ণ আন্দোলনে নামবেন কৃষকরা ৷ এদিকে বিভিন্ন দল তাঁদের বনধকে সমর্থন জানালেও, কৃষকরা এবিষয়ে কোনও রাজনৈতিক দলের হস্তক্ষেপ চাইছেন না।

কৃষকদের ভারত বনধের জন্য় ইনস্টিটিউ অফ চার্টার্ড অ্য়াকাউনট্যান্টস অফ ইন্ডিয়া তাদের পরীক্ষা পিছিয়ে দিয়েছে ৷ 8 ডিসেম্বরের বদলে 13 ডিসেম্বর নেওয়া হবে পরীক্ষা ৷ যে অ্য়াডমিট কার্ড পরীক্ষার্থীদের ইশু করা হয়েছে, তাতেই পরীক্ষা হবে বলে জানিয়েছে ইনস্টিটিউ অফ চার্টার্ড অ্য়াকাউনট্যান্টস অফ ইন্ডিয়া ৷ এদিকে এশিয়ার বৃহত্তর পাইকারি বাজার আজাদপুর মান্ডির চেয়ারম্য়ান জানিয়েছেন, কৃষকদের বনধের কারণে দিল্লিতে সবজি, ফলের জোগানে ঘাটতি দেখা দেবে ৷ তবে শুধু দিল্লি নয়, মহারাষ্ট্রের ভাসি শস্য় মান্ডিও মঙ্গলবার বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে ৷ অন্য়দিকে, কৃষক সংগঠনগুলি দিল্লিতে জাতীয় সড়ক অবরোধ করবে বলে জানিয়েছে ৷ তারা রাজধানীতে প্রবেশের পথে পড়া টোলপ্লাজ়াগুলিতে অবরোধ করবে।

আরও পড়ুন : সিঙ্ঘু সীমান্তে কৃষকদের সঙ্গে দেখা করলেন কেজরি

তবে আন্দোলনকারী কৃষকনেতা বলবীর সিং রাজেওয়াল জানিয়েছেন, বনধ থেকে জরুরি পরিষেবাকে ছাড় দেওয়া হবে । আন্দোলনকারী কৃষকদের বলে দেওয়া হয়েছে কাউকে যেন জোরজবরদস্তি না করা হয়। মানুষের স্বতঃস্ফূর্ততার উপর ভরসা রাখুন। এদিকে আজ আন্দোলনকারীদের সঙ্গে সিঙ্ঘু সীমানায় দেখা করেন অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশনের জেনেরাল সেক্রটারি শিবগোপাল মিশ্রা। তিনি ভারত বনধের পূর্ণ সমর্থন জানান।

Last Updated : Dec 7, 2020, 7:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.