ETV Bharat / bharat

লকডাউন : মদের দোকানে আজও লম্বা লাইন - Lockdown 3

Lockdown 3
ছবি
author img

By

Published : May 5, 2020, 12:05 PM IST

Updated : May 6, 2020, 10:55 AM IST

21:17 May 05

দিল্লি, 5 মে : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । দ্বিতীয় দফায় সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করা হয়েছিল । তৃতীয় দফায় তা আরও দু'সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র । লকডাউনের আজ 42 তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক-

  • কোরোনা সংক্রান্ত গাইডলাইন না মানায় পুণেতে 9 টি মদের দোকানের মালিকের বিরুদ্ধে মামলা রজু করেছে পুলিশ ।
  • মহারাষ্ট্রে নতুন করে কোরোনায় সংক্রমিত 841 । মারা গেছে 34 জন ।
  • মধ্যপ্রদেশে নতুন করে কোরোনায় সংক্রমিত 107 । এখনও পর্যন্ত মারা গেছে 176 জন ।
  • শুধুমাত্র মুম্বইতেই শেষ 24 ঘণ্টায় কোরোনায় সংক্রমিত 635 । আজ মুম্বইয়ে সংক্রমিত হয়ে মারা গেছে 26 জন ।
  • উত্তরপ্রদেশে নতুন করে কোরোনায় সংক্রমিত 118 ।
  • দিল্লিতে খুলে দেওয়া হল আরও দুটি কনটেইনমেন্ট জ়োন । রাজধানীতে এখন নটেইনমেন্ট জ়োনের সংখ্যা কমে হল 88 ।

21:16 May 05

  • গুজরাতে শেষ 24 ঘণ্টায় কোরোনায় সংক্রমিত হয়ে মারা গেছে 49 জন । নতুন করে সংক্রমিত হয়েছে 441 জন ।
  • ধারাভিতে নতুন করে কোরোনায় সংক্রমিত 33 জন ।
  • তামিলনাড়ুতে শেষ 24 ঘণ্টায় 508 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস ।
  • মুম্বইতে আজ কোরোনামুক্ত হয়েছে 350 জন মানুষ ।
  • ঝাড়খণ্ডে নতুন করে কোরোনায় সংক্রমিত তিন জন ।
  • নয়ডায় প্রকাশ্যে থুতু ফেলায় জরিমানা তিন ব্যক্তিকে ।

21:15 May 05

  • হরিয়াণায় নতুন করে সংক্রমিত 31 জন ।
  • জম্মু ও কাশ্মীরে বিগত 24 ঘণ্টায় 15 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস ।

10:57 May 05

  • লকডাউন শিথিল হতেই পেট্রোল- ডিজ়েলের দাম বাড়ল রাজধানীতে

10:57 May 05

  • ওড়িশার গঞ্জাম জেলার 18 বছর বয়সি এক কিশোরের দেহে মিলল ভাইরাসের হদিস । ওই কিশোর সম্প্রতি গুজরাত থেকে ফিরেছেন ।

10:56 May 05

  • দিল্লির লক্ষ্মীনগর এলাকায় আজও মদের দোকানের বাইরে লম্বা লাইন ।
  • বেঙ্গালুরুতে নকল মাস্ক ও স্যানিটাইজ়ার বিক্রি করায় গ্রেপ্তার 51 ।

10:56 May 05

  • রাজস্থানে বিগত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত 38 জন । মারা গেছেন পাঁচ জন ।
  • পরিযায়ী শ্রমিকদের নিয়ে তেলাঙ্গানার ঘাটকেসর স্টেশন থেকে বিহারের উদ্দেশে রওনা হল বিশেষ ট্রেন ।

09:46 May 05

  • কর্নাটকের হুবলিতে মদের দোকানের বাইরে বাড়ছে লাইন । সকাল 9 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত মদ বিক্রির অনুমতি দিয়েছে কর্নাটক সরকার ।
  • আমেদাবাদ থেকে বিহারের মুজফ্ফরপুরে এসে পৌঁছাল শ্রমিক স্পেশাল ট্রেন । বিহারে ফিরলেন 1208 জন পরিযায়ী শ্রমিক ।

21:17 May 05

দিল্লি, 5 মে : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । দ্বিতীয় দফায় সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করা হয়েছিল । তৃতীয় দফায় তা আরও দু'সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র । লকডাউনের আজ 42 তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক-

  • কোরোনা সংক্রান্ত গাইডলাইন না মানায় পুণেতে 9 টি মদের দোকানের মালিকের বিরুদ্ধে মামলা রজু করেছে পুলিশ ।
  • মহারাষ্ট্রে নতুন করে কোরোনায় সংক্রমিত 841 । মারা গেছে 34 জন ।
  • মধ্যপ্রদেশে নতুন করে কোরোনায় সংক্রমিত 107 । এখনও পর্যন্ত মারা গেছে 176 জন ।
  • শুধুমাত্র মুম্বইতেই শেষ 24 ঘণ্টায় কোরোনায় সংক্রমিত 635 । আজ মুম্বইয়ে সংক্রমিত হয়ে মারা গেছে 26 জন ।
  • উত্তরপ্রদেশে নতুন করে কোরোনায় সংক্রমিত 118 ।
  • দিল্লিতে খুলে দেওয়া হল আরও দুটি কনটেইনমেন্ট জ়োন । রাজধানীতে এখন নটেইনমেন্ট জ়োনের সংখ্যা কমে হল 88 ।

21:16 May 05

  • গুজরাতে শেষ 24 ঘণ্টায় কোরোনায় সংক্রমিত হয়ে মারা গেছে 49 জন । নতুন করে সংক্রমিত হয়েছে 441 জন ।
  • ধারাভিতে নতুন করে কোরোনায় সংক্রমিত 33 জন ।
  • তামিলনাড়ুতে শেষ 24 ঘণ্টায় 508 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস ।
  • মুম্বইতে আজ কোরোনামুক্ত হয়েছে 350 জন মানুষ ।
  • ঝাড়খণ্ডে নতুন করে কোরোনায় সংক্রমিত তিন জন ।
  • নয়ডায় প্রকাশ্যে থুতু ফেলায় জরিমানা তিন ব্যক্তিকে ।

21:15 May 05

  • হরিয়াণায় নতুন করে সংক্রমিত 31 জন ।
  • জম্মু ও কাশ্মীরে বিগত 24 ঘণ্টায় 15 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস ।

10:57 May 05

  • লকডাউন শিথিল হতেই পেট্রোল- ডিজ়েলের দাম বাড়ল রাজধানীতে

10:57 May 05

  • ওড়িশার গঞ্জাম জেলার 18 বছর বয়সি এক কিশোরের দেহে মিলল ভাইরাসের হদিস । ওই কিশোর সম্প্রতি গুজরাত থেকে ফিরেছেন ।

10:56 May 05

  • দিল্লির লক্ষ্মীনগর এলাকায় আজও মদের দোকানের বাইরে লম্বা লাইন ।
  • বেঙ্গালুরুতে নকল মাস্ক ও স্যানিটাইজ়ার বিক্রি করায় গ্রেপ্তার 51 ।

10:56 May 05

  • রাজস্থানে বিগত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত 38 জন । মারা গেছেন পাঁচ জন ।
  • পরিযায়ী শ্রমিকদের নিয়ে তেলাঙ্গানার ঘাটকেসর স্টেশন থেকে বিহারের উদ্দেশে রওনা হল বিশেষ ট্রেন ।

09:46 May 05

  • কর্নাটকের হুবলিতে মদের দোকানের বাইরে বাড়ছে লাইন । সকাল 9 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত মদ বিক্রির অনুমতি দিয়েছে কর্নাটক সরকার ।
  • আমেদাবাদ থেকে বিহারের মুজফ্ফরপুরে এসে পৌঁছাল শ্রমিক স্পেশাল ট্রেন । বিহারে ফিরলেন 1208 জন পরিযায়ী শ্রমিক ।
Last Updated : May 6, 2020, 10:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.