- মহারাষ্ট্রে নতুন করে সংক্রমিত 597 জন । মারা গেছে 32 জন । এই নিয়ে সেখানে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল 9915 ।
- 4 মে থেকে বেশ কিছু জেলায় লকডাউন আংশিকভাবে শিথিল করা হবে । আজ এই কথাই জানাল স্বরাষ্ট্রমন্ত্রক ।
- বিগত 24 ঘণ্টায় গুজরাতে 308 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।
- উত্তরাখণ্ডে কোরোনায় সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 55 ।
- আশা কর্মীদের সঙ্গে বচসার কারণে কর্নাটকের বিজয়পুরায় পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা হল FIR।
- উত্তরপ্রদেশে নতুন করে 81 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস । এই নিয়ে সেখানে মোট সংক্রমণ বেড়ে হল 2134 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 510 জন ।
- বিহারে 1 মে থেকে বাড়ি বাড়ি গিয়ে স্ক্রিনিং প্রক্রিয়া চালু করা হবে বলে জানালেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে ।
- গুজরাতে কোরোনা মুক্ত 14 জন ।
- হরিয়াণায় বর্তমানে 83 জন কোরোনায় সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছে । সেখানে এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 225 জন ।
লকডাউনের 36 দিন : গুজরাতে কোরোনামুক্ত 14 জন - Lockdown latest update
![লকডাউনের 36 দিন : গুজরাতে কোরোনামুক্ত 14 জন Lockdown](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6982681-thumbnail-3x2-wb-lockdown.jpg?imwidth=3840)
21:05 April 29
দিল্লি, 29 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই কারণে প্রথম দফায় 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 36 তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -
09:30 April 29
- রাজস্থানে নতুন করে 19 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস । এদের মধ্যে পাঁচজন জয়পুর ও 11 জন আজমেরের বাসিন্দা । বাকি তিনজনের বাড়ি যোধপুর, উদয়পুর ও বাঁসওয়াড়ায় । এই নিয়ে রাজস্থানে 2383 জনের শরীরে কোরোনার সংক্রমণের হদিস মিলল ।
09:11 April 29
- হরিদ্বারের মাখনপুরে সমীক্ষা করার সময়ে স্বাস্থ্যকর্মীদের হেনস্থা । ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
- ভুবনেশ্বরে 77 বছরের এক বৃদ্ধের শরীরে মিলল ভাইরাসের খোঁজ । এই নিয়ে ওড়িশায় সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 119 ।
- উত্তরপ্রদেশে 725 জনের সোয়াবের নমুনার মধ্যে 20 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস । এদের মধ্যে 4 জন লখনউ, 9 জন আগ্রা ও 7 জন ফিরোজ়াবাদের বাসিন্দা ।
- আজ সকাল 6 টা 10 মিনিটে খুলল কেদারনাথ ধামের দ্বার । তবে সাধারণের প্রবেশের এখনও কোনও অনুমতি দেওয়া হয়নি ।
- ফরিদাবাদে 3 এপ্রিল পর্যন্ত ব্যাঙ্কিং পরিষেবার উপর নিয়ন্ত্রণ শিথিল করা হয়েছে । চলছে অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনও ।
21:05 April 29
দিল্লি, 29 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই কারণে প্রথম দফায় 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 36 তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -
- মহারাষ্ট্রে নতুন করে সংক্রমিত 597 জন । মারা গেছে 32 জন । এই নিয়ে সেখানে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল 9915 ।
- 4 মে থেকে বেশ কিছু জেলায় লকডাউন আংশিকভাবে শিথিল করা হবে । আজ এই কথাই জানাল স্বরাষ্ট্রমন্ত্রক ।
- বিগত 24 ঘণ্টায় গুজরাতে 308 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।
- উত্তরাখণ্ডে কোরোনায় সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 55 ।
- আশা কর্মীদের সঙ্গে বচসার কারণে কর্নাটকের বিজয়পুরায় পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা হল FIR।
- উত্তরপ্রদেশে নতুন করে 81 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস । এই নিয়ে সেখানে মোট সংক্রমণ বেড়ে হল 2134 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 510 জন ।
- বিহারে 1 মে থেকে বাড়ি বাড়ি গিয়ে স্ক্রিনিং প্রক্রিয়া চালু করা হবে বলে জানালেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে ।
- গুজরাতে কোরোনা মুক্ত 14 জন ।
- হরিয়াণায় বর্তমানে 83 জন কোরোনায় সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছে । সেখানে এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 225 জন ।
09:30 April 29
- রাজস্থানে নতুন করে 19 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস । এদের মধ্যে পাঁচজন জয়পুর ও 11 জন আজমেরের বাসিন্দা । বাকি তিনজনের বাড়ি যোধপুর, উদয়পুর ও বাঁসওয়াড়ায় । এই নিয়ে রাজস্থানে 2383 জনের শরীরে কোরোনার সংক্রমণের হদিস মিলল ।
09:11 April 29
- হরিদ্বারের মাখনপুরে সমীক্ষা করার সময়ে স্বাস্থ্যকর্মীদের হেনস্থা । ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
- ভুবনেশ্বরে 77 বছরের এক বৃদ্ধের শরীরে মিলল ভাইরাসের খোঁজ । এই নিয়ে ওড়িশায় সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 119 ।
- উত্তরপ্রদেশে 725 জনের সোয়াবের নমুনার মধ্যে 20 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস । এদের মধ্যে 4 জন লখনউ, 9 জন আগ্রা ও 7 জন ফিরোজ়াবাদের বাসিন্দা ।
- আজ সকাল 6 টা 10 মিনিটে খুলল কেদারনাথ ধামের দ্বার । তবে সাধারণের প্রবেশের এখনও কোনও অনুমতি দেওয়া হয়নি ।
- ফরিদাবাদে 3 এপ্রিল পর্যন্ত ব্যাঙ্কিং পরিষেবার উপর নিয়ন্ত্রণ শিথিল করা হয়েছে । চলছে অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনও ।