ETV Bharat / bharat

লকডাউন : 3 মে পর্যন্ত বন্ধ যাত্রীবাহী রেল - কোভিড 19 লেটেস্ট খবর

Lockdown
ছবি
author img

By

Published : Apr 14, 2020, 12:17 PM IST

11:47 April 14

দিল্লি, 14 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে আজ পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -

  • 3 মে পর্যন্ত যাত্রীবাহী রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল ।

11:35 April 14

Lockdown
চলছে ড্রোন দিয়ে নজরদারি
  • মুম্বইয়ের ধারাভি ও ওরলিতে বাড়ানো হচ্ছে পুলিশি নজরদারি । চলছে ড্রোন দিয়ে নজরদারি ।
  • মহারাষ্ট্রের নাগপুরে নতুন করে সংক্রমিত সাত ।
  • গুজরাতে নতুন করে সংক্রমিত 45 । এই নিয়ে সেখানে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল 617 । সুস্থ হয়েছে 55 জন ।
  • ধারাভিতে নতুন করে সংক্রমিত 6 । বিগত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 2 জনের ।
  • বারাণসীর মদনপুরাকে হটস্পট হিসেবে ঘোষণা করা হল । এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে মোট সংক্রমিতের সংখ্যা 483 ।
  • মোরেদাবাদে 49 বছর বয়সি এক ব্যক্তির কোরোনায় সংক্রমিত হয়ে মৃত্যু ।
  • জয়পুরে  নতুন করে সংক্রমিত

11:47 April 14

দিল্লি, 14 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে আজ পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -

  • 3 মে পর্যন্ত যাত্রীবাহী রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল ।

11:35 April 14

Lockdown
চলছে ড্রোন দিয়ে নজরদারি
  • মুম্বইয়ের ধারাভি ও ওরলিতে বাড়ানো হচ্ছে পুলিশি নজরদারি । চলছে ড্রোন দিয়ে নজরদারি ।
  • মহারাষ্ট্রের নাগপুরে নতুন করে সংক্রমিত সাত ।
  • গুজরাতে নতুন করে সংক্রমিত 45 । এই নিয়ে সেখানে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল 617 । সুস্থ হয়েছে 55 জন ।
  • ধারাভিতে নতুন করে সংক্রমিত 6 । বিগত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 2 জনের ।
  • বারাণসীর মদনপুরাকে হটস্পট হিসেবে ঘোষণা করা হল । এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে মোট সংক্রমিতের সংখ্যা 483 ।
  • মোরেদাবাদে 49 বছর বয়সি এক ব্যক্তির কোরোনায় সংক্রমিত হয়ে মৃত্যু ।
  • জয়পুরে  নতুন করে সংক্রমিত
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.