নিউ ইয়র্ক, 10 জানুয়ারি : অপপ্রচার বন্ধ করুক পাকিস্তান । যে ক্ষতি, যে অস্বস্তি তারা তৈরি করেছে তা ঠিক করার চেষ্টা করুক । বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের উদ্দেশ্যে এই বার্তাই দিল ভারত । রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন কড়া সুরেই পাকিস্তানের উদ্দেশ্যে কথাগুলি বলেন ।
এদিন নিরাপত্তা পরিষদের সমালোচনা করেন আকবরউদ্দিন । পাকিস্তানের তরফে যে সন্ত্রাস বিশ্বজুড়ে ছড়িয়েছে তার মোকাবিলা করতে পরিষদ অক্ষম । সরাসরি এই কথা জানান তিনি । আকবর উদ্দিন বলেন, "প্রতিনিয়ত জঙ্গি নেটওয়ার্কগুলি যে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে । তা নিয়ন্ত্রণ করতে পারছে না নিরাপত্তা পরিষদ । জঙ্গিগোষ্ঠীগুলিকে মদত দিচ্ছে যে রাষ্ট্রগুলি তারও মোকাবিলা সম্ভব হচ্ছে না । তাদের এই অক্ষমতার জন্যই পরিচয়হীনতায় ভুগছে । পাশাপাশি তাদের প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন উঠছে । "
উল্লেখ্য, এদিন ভারতে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন পাকিস্তানের মুনির আক্রম । তিনি বলেন, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ভারত ভুল ধারণা প্রচার করছে । এরপরই উত্তর দেন আকবরউদ্দিন । তিনি পাকিস্তানের দাবিকে সম্পূর্ণ অবজ্ঞা করে বলেন, মিথ্যাচারকে হাতিয়ার করে একটি প্রতিনিধি দল কিছু বিষয়ের প্রদর্শন করতে চাইছে । কিন্তু ইতিমধ্যেই সেই প্রতিনিধি দলের অন্ধকার দিকটি সবার পরিচিত । যে অস্বস্তি তারা তৈরি করেছে তা ঠিক করুক । কোনও দেশ তাদের ছড়ানো 'ম্যালওয়্যার' নিতে প্রস্তুত নয় ।