ETV Bharat / bharat

মোদিকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান ৷ প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে ইসলামাবাদের কাছে আবেদন জানিয়েছিল দিল্লি ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Oct 28, 2019, 4:45 AM IST

দিল্লি ও ইসলামাবাদ, 28 অক্টোবর : সৌদি আরব সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেজন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে ইসলামাবাদের কাছে আবেদন জানিয়েছিল দিল্লি ৷ কিন্তু, সেই আবেদন খারিজ করে দিল পাকিস্তান সরকার ৷ পড়শি দেশের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ভারত ৷

ভারতের আবেদন খারিজের কারণ হিসেবে পাকিস্তানের যুক্তি, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হয়েছে ৷ গতকাল পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এক বিবৃতিতে জানিয়েছেন, মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করে কাশ্মীরের বাসিন্দা কালাদিবস পালন করছে ৷ তারই পরিপ্রেক্ষিতে মোদিকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি ৷ ভারতীয় হাই কমিশনারকে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তাঁরা ৷

চলতি বছরের 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের চাপানউতোর শুরু হয় ৷ 26 ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনা অভিযান চালিয়ে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে ৷ এরপর নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচল বন্ধ করে দেয় পাকিস্তান ৷ জুলাইয়ে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ৷ তারপরও গতমাসে নরেন্দ্র মোদিকে নিজেদের আকাশসামী ব্যবহার করতে দেয়নি পাকিস্তান ৷ প্রধানমন্ত্রীর অ্যামেরিকা সফরের জন্য পাকিস্তানের আকাশসামী ব্যবহারের অনুমতি চেয়েছিল দিল্লি ৷ সেই অনুরোধ খারিজ করেছিল ইসলামাবাদ৷ আবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ইউরোপ সফরের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি তারা ৷

প্রধানমন্ত্রীকে আকাশসীমা ব্যবহার করতে না দেওয়া নিয়ে পাকিস্তানের সিদ্ধান্তের নিন্দা করেছে ভারত ৷ বিষয়টি ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অরগানাইজ়েশন (ICAO)-কে জানানো হয়েছে বলে সূত্রে জানা গেছে ৷ ICAO-র নির্দেশিকা মেনে অন্যান্য দেশ ওভারফ্লাইট ছাড়পত্রের আবেদন মঞ্জুর করে ৷ কেন একজন VVIP-র স্পেশাল ফ্লাইটের এই ছাড়পত্র পাকিস্তান মঞ্জুর করল না, সেই প্রশ্ন তুলছে ভারত ৷

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে যোগ দিতে আজ সৌদি আরবে রওনা দেবেন প্রধানমন্ত্রী ৷ আগামীকাল বাণিজ্য সম্মেলন রয়েছে ৷

দিল্লি ও ইসলামাবাদ, 28 অক্টোবর : সৌদি আরব সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেজন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে ইসলামাবাদের কাছে আবেদন জানিয়েছিল দিল্লি ৷ কিন্তু, সেই আবেদন খারিজ করে দিল পাকিস্তান সরকার ৷ পড়শি দেশের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ভারত ৷

ভারতের আবেদন খারিজের কারণ হিসেবে পাকিস্তানের যুক্তি, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হয়েছে ৷ গতকাল পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এক বিবৃতিতে জানিয়েছেন, মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করে কাশ্মীরের বাসিন্দা কালাদিবস পালন করছে ৷ তারই পরিপ্রেক্ষিতে মোদিকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি ৷ ভারতীয় হাই কমিশনারকে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তাঁরা ৷

চলতি বছরের 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের চাপানউতোর শুরু হয় ৷ 26 ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনা অভিযান চালিয়ে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে ৷ এরপর নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচল বন্ধ করে দেয় পাকিস্তান ৷ জুলাইয়ে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ৷ তারপরও গতমাসে নরেন্দ্র মোদিকে নিজেদের আকাশসামী ব্যবহার করতে দেয়নি পাকিস্তান ৷ প্রধানমন্ত্রীর অ্যামেরিকা সফরের জন্য পাকিস্তানের আকাশসামী ব্যবহারের অনুমতি চেয়েছিল দিল্লি ৷ সেই অনুরোধ খারিজ করেছিল ইসলামাবাদ৷ আবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ইউরোপ সফরের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি তারা ৷

প্রধানমন্ত্রীকে আকাশসীমা ব্যবহার করতে না দেওয়া নিয়ে পাকিস্তানের সিদ্ধান্তের নিন্দা করেছে ভারত ৷ বিষয়টি ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অরগানাইজ়েশন (ICAO)-কে জানানো হয়েছে বলে সূত্রে জানা গেছে ৷ ICAO-র নির্দেশিকা মেনে অন্যান্য দেশ ওভারফ্লাইট ছাড়পত্রের আবেদন মঞ্জুর করে ৷ কেন একজন VVIP-র স্পেশাল ফ্লাইটের এই ছাড়পত্র পাকিস্তান মঞ্জুর করল না, সেই প্রশ্ন তুলছে ভারত ৷

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে যোগ দিতে আজ সৌদি আরবে রওনা দেবেন প্রধানমন্ত্রী ৷ আগামীকাল বাণিজ্য সম্মেলন রয়েছে ৷

Washington (USA), Oct 27 (ANI): United States President Donald Trump said that the founder of ISIS Abu Bakr al-Baghdadi is dead. He said, "Last night the United States brought the world's number one terrorist leader to justice. Abu Bakr al-Baghdadi is dead. He was the founder and leader of ISIS, the most ruthless and violent terror organisation anywhere in the world." President Trump further added, "He will never again harm another innocent man, woman or child. He died like a dog, he died like a coward. The world is now a much safer place."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.