ETV Bharat / bharat

চিদম্বরমের পাঁচ দিন হেপাজত চাইল CBI - cbi

গতরাতে INX মিডিয়া মামলায় জড়িত থাকার অভিযোগে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে গ্রেপ্তার করেছিল CBI । এরপর আজ সকালে তিনঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল পি চিদম্বরমকে ।

আদালতে পেশ চিদম্বরমকে
author img

By

Published : Aug 22, 2019, 3:00 PM IST

Updated : Aug 22, 2019, 4:05 PM IST

দিল্লি, 22 অগাস্ট : পাঁচ দিনের জন্য প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নিজেদের হেপাজতে চাইল CBI ৷ আজ তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় পি চিদম্বরমকে । তার পরই তাঁকে CBI আদালতে তোলে । CBI আধিকারিকরা দুপুর 3টে নাগাদ চিদম্বরমকে সঙ্গে নিয়ে আদালতের পথে রওনা দেয় । তার আগেই অবশ্য স্ত্রী নলিনী ও ছেলে কান্তি পৌঁছে গেছিলেন CBI আদালতে । উপস্থিত আছেন কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি । গতরাতে INX মিডিয়া মামলায় জড়িত থাকার অভিযোগে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে গ্রেপ্তার করেছিল CBI ।

INX মিডিয়া দুর্নীতি মামলায় খাঁড়াটা ঝুলছিল বেশ কিছুদিন ধরেই ৷ অভিযোগ ছিল, 4.5 কোটির বদলে 350 কোটি টাকা বেআইনি পথে দেশে আনার মূল ষড়যন্ত্রী ছিলেন প্রাক্তন এই অর্থমন্ত্রী ৷ নিজের ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ৷ এই অভিযোগের ভিত্তিতেই CBI প্রাক্তন অর্থমন্ত্রীকে সর্বোচ্চ 14 দিনের হেপাজতে চাইবে বলে জানা গেছে ।

মঙ্গলবার চিদাম্বরমের বাড়িতে CBI ও ED আধিকারিকরা হানা দিলেও তাঁর নাগাল পাননি তাঁরা । অথচ গতকাল সবাইকে অবাক করে দিয়ে আইনজীবী তথা কংগ্রেসে তাঁর সহকর্মী কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভিকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন চিদম্বরম । এরপরেই তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে CBI ।

এদিকে পি চিদম্বরম-পুত্র কার্তি চিদম্বরম বাবার গ্রেপ্তারি প্রসঙ্গে বলেন, "সরকারের সবথেকে বড় সমালোচক ছিলেন বাবা । তাই, তাঁর প্রতিবাদী কণ্ঠরোধ করতেই গ্রেপ্তার করা হয়েছে ।"

মঙ্গলবার INX মিডিয়া মামলায় আগাম জামিনের আবেদন হাইকোর্টে খারিজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পি চিদম্বরম । তাঁর আইনজীবী কপিল সিব্বল এই আবেদনের প্রেক্ষিতে দ্রুত শুনানির আর্জি পেশ করেন আদালতে । কিন্তু অযোধ্যা মামলার দৈনিক শুনানিতে ব্যস্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈর তরফে জানানো হয়, কোনও ভাবেই এই আবেদন রক্ষা করা সম্ভব নয় ৷ পাশাপাশি শুক্রবার শুনানির দিন ঘোষণা করা হয় ৷

দিল্লি, 22 অগাস্ট : পাঁচ দিনের জন্য প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নিজেদের হেপাজতে চাইল CBI ৷ আজ তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় পি চিদম্বরমকে । তার পরই তাঁকে CBI আদালতে তোলে । CBI আধিকারিকরা দুপুর 3টে নাগাদ চিদম্বরমকে সঙ্গে নিয়ে আদালতের পথে রওনা দেয় । তার আগেই অবশ্য স্ত্রী নলিনী ও ছেলে কান্তি পৌঁছে গেছিলেন CBI আদালতে । উপস্থিত আছেন কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি । গতরাতে INX মিডিয়া মামলায় জড়িত থাকার অভিযোগে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে গ্রেপ্তার করেছিল CBI ।

INX মিডিয়া দুর্নীতি মামলায় খাঁড়াটা ঝুলছিল বেশ কিছুদিন ধরেই ৷ অভিযোগ ছিল, 4.5 কোটির বদলে 350 কোটি টাকা বেআইনি পথে দেশে আনার মূল ষড়যন্ত্রী ছিলেন প্রাক্তন এই অর্থমন্ত্রী ৷ নিজের ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ৷ এই অভিযোগের ভিত্তিতেই CBI প্রাক্তন অর্থমন্ত্রীকে সর্বোচ্চ 14 দিনের হেপাজতে চাইবে বলে জানা গেছে ।

মঙ্গলবার চিদাম্বরমের বাড়িতে CBI ও ED আধিকারিকরা হানা দিলেও তাঁর নাগাল পাননি তাঁরা । অথচ গতকাল সবাইকে অবাক করে দিয়ে আইনজীবী তথা কংগ্রেসে তাঁর সহকর্মী কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভিকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন চিদম্বরম । এরপরেই তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে CBI ।

এদিকে পি চিদম্বরম-পুত্র কার্তি চিদম্বরম বাবার গ্রেপ্তারি প্রসঙ্গে বলেন, "সরকারের সবথেকে বড় সমালোচক ছিলেন বাবা । তাই, তাঁর প্রতিবাদী কণ্ঠরোধ করতেই গ্রেপ্তার করা হয়েছে ।"

মঙ্গলবার INX মিডিয়া মামলায় আগাম জামিনের আবেদন হাইকোর্টে খারিজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পি চিদম্বরম । তাঁর আইনজীবী কপিল সিব্বল এই আবেদনের প্রেক্ষিতে দ্রুত শুনানির আর্জি পেশ করেন আদালতে । কিন্তু অযোধ্যা মামলার দৈনিক শুনানিতে ব্যস্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈর তরফে জানানো হয়, কোনও ভাবেই এই আবেদন রক্ষা করা সম্ভব নয় ৷ পাশাপাশি শুক্রবার শুনানির দিন ঘোষণা করা হয় ৷

Panaji (Goa), Aug 22 (ANI): Home Minister Amit Shah arrived at Cidade De Goa in Dona Paula on August 22. He will chair the 24th meeting of the Western Zonal Council. During the meeting, he will discuss various issues but the mining ban plaguing the coastal state is not on his agenda. Chief Minister of Gujarat, Vijay Rupani also arrived for the meeting.
Last Updated : Aug 22, 2019, 4:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.