ETV Bharat / bharat

সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন শুক্রবার, চিদম্বরমের গ্রেপ্তারির আশঙ্কা রয়েই গেল - INX Media Case

INX মিডিয়া মামলায় আগাম জামিনের আবেদন গতকাল হাইকোর্টে খারিজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পি চিদম্বরম । তাঁর আইনজীবী কপিল সিব্বল এই আবেদনের প্রেক্ষিতে দ্রুত শুনানির আর্জি পেশ করেন আদালতে । এরপর শীর্ষ আদালতের রেজিস্ট্রার বিচারপতি এন ভি রামান্নার এজলাসে মামলাটির আবেদন পেশ করতে বলেন কপিলকে । INX মিডিয়া মামলাটির তদন্তের দায়িত্বে আছে CBI ও ED ।

চিদম্বরম
author img

By

Published : Aug 21, 2019, 3:46 PM IST

Updated : Aug 21, 2019, 7:31 PM IST


দিল্লি, 21 অগাস্ট : INX মিডিয়া মামলায় দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল । সেই পিটিশন প্রধান বিচারপতির বেঞ্চে দ্রুত শুনানির জন্য পাঠানো হচ্ছে বলে জানায় শীর্ষ আদালত ।

কপিল সিব্বলকে সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রামান্না বলেন, "এই মামলা প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে পাঠানো হচ্ছে । তিনিই নির্দেশ দেবেন ।" তার আগে ED ও CBI-এর হয়ে সলিসিটর জেনেরাল তুষার মেহতা আজ আদালতে বলেন, "এটি বড়মাপের বেআইনি আর্থিক লেনদেনের মামলা ।" অপরদিকে, সিব্বল আদালতকে বলেন, "মঙ্গলবার রাত 2টো নাগাদ চিদম্বরমের বাড়িতে নোটিশ দেয় CBI । 2 ঘণ্টার মধ্যে কংগ্রেস নেতাকে হাজিরা দিতে বলা হয় ।"

রামান্না সিব্বলকে বলেন, "চিদম্বরমের জামিনের আবেদনে গলদ ছিল বলে জানিয়েছে রেজিস্ট্রার৷" তখন সিব্বল বলেন, "এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (ECIR) তো পেপারবুকের অংশ নয় ৷ চিদম্বরম কোথাও যাননি ৷ তাঁর কথা তো শুনতে হবে ৷" লুক আউট নোটিশ জারির কথাও উল্লেখ করেন সিব্বল ৷

উল্লেখ্য, এই মামলায় আজ CBI ও ED আদালতে ক্যাভিয়েট ফাইল করেছে । কপিল এবিষয়ে আদালতকে অপেক্ষা করার কথা বলেন ৷ কিন্তু রামান্না বলেন, "কিছু করার নেই ৷" রেজিস্ট্রার বলেন, "ক্যাভিয়েট ক্লিয়ারেন্স হয়ে গিয়েছে ।" এরপরই মামলা পাঠিয়ে দেওয়া হয় প্রধান বিচারপতির কাছে ৷

INX মিডিয়া মামলায় আগাম জামিনের আবেদন গতকাল হাইকোর্টে খারিজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পি চিদম্বরম । তাঁর আইনজীবী কপিল সিব্বল এই আবেদনের প্রেক্ষিতে দ্রুত শুনানির আর্জি পেশ করেন আদালতে । এরপর শীর্ষ আদালতের রেজিস্ট্রার বিচারপতি এন ভি রামান্নার এজলাসে মামলাটির আবেদন পেশ করতে বলেন কপিলকে । INX মিডিয়া মামলাটির তদন্তের দায়িত্বে আছে CBI ও ED ।


দিল্লি, 21 অগাস্ট : INX মিডিয়া মামলায় দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল । সেই পিটিশন প্রধান বিচারপতির বেঞ্চে দ্রুত শুনানির জন্য পাঠানো হচ্ছে বলে জানায় শীর্ষ আদালত ।

কপিল সিব্বলকে সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রামান্না বলেন, "এই মামলা প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে পাঠানো হচ্ছে । তিনিই নির্দেশ দেবেন ।" তার আগে ED ও CBI-এর হয়ে সলিসিটর জেনেরাল তুষার মেহতা আজ আদালতে বলেন, "এটি বড়মাপের বেআইনি আর্থিক লেনদেনের মামলা ।" অপরদিকে, সিব্বল আদালতকে বলেন, "মঙ্গলবার রাত 2টো নাগাদ চিদম্বরমের বাড়িতে নোটিশ দেয় CBI । 2 ঘণ্টার মধ্যে কংগ্রেস নেতাকে হাজিরা দিতে বলা হয় ।"

রামান্না সিব্বলকে বলেন, "চিদম্বরমের জামিনের আবেদনে গলদ ছিল বলে জানিয়েছে রেজিস্ট্রার৷" তখন সিব্বল বলেন, "এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (ECIR) তো পেপারবুকের অংশ নয় ৷ চিদম্বরম কোথাও যাননি ৷ তাঁর কথা তো শুনতে হবে ৷" লুক আউট নোটিশ জারির কথাও উল্লেখ করেন সিব্বল ৷

উল্লেখ্য, এই মামলায় আজ CBI ও ED আদালতে ক্যাভিয়েট ফাইল করেছে । কপিল এবিষয়ে আদালতকে অপেক্ষা করার কথা বলেন ৷ কিন্তু রামান্না বলেন, "কিছু করার নেই ৷" রেজিস্ট্রার বলেন, "ক্যাভিয়েট ক্লিয়ারেন্স হয়ে গিয়েছে ।" এরপরই মামলা পাঠিয়ে দেওয়া হয় প্রধান বিচারপতির কাছে ৷

INX মিডিয়া মামলায় আগাম জামিনের আবেদন গতকাল হাইকোর্টে খারিজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পি চিদম্বরম । তাঁর আইনজীবী কপিল সিব্বল এই আবেদনের প্রেক্ষিতে দ্রুত শুনানির আর্জি পেশ করেন আদালতে । এরপর শীর্ষ আদালতের রেজিস্ট্রার বিচারপতি এন ভি রামান্নার এজলাসে মামলাটির আবেদন পেশ করতে বলেন কপিলকে । INX মিডিয়া মামলাটির তদন্তের দায়িত্বে আছে CBI ও ED ।

Dhar (MP), Aug 21 (ANI): Madhya Pradesh government has asked a private school to re-admit the two girls, who had claimed the institution has expelled them as they hailed from Nepal. However, the school claimed that girls were expelled due to misbehavior of guardian with a school teacher. The two girls also wrote a letter to Prime Minister's Office and Chief Minister Kamal Nath in which they claimed that they were teased in school by being called 'Nepali'.
Last Updated : Aug 21, 2019, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.