দিল্লি, 29 জুন : লকডাউনের আজ 97 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...
- দেশে কোরোনায় মৃতের সংখ্যা 16 হাজার ছাড়াল ৷ মোট আক্রান্তের সংখ্যা 5,28,859 জন ৷