ETV Bharat / bharat

লকডাউন দেশ: দেশে একদিনে কোরোনা আক্রান্ত 14 হাজার 516 - লকডাউন

overall-scenario-of-lockdown-in-india
overall-scenario-of-lockdown-in-india
author img

By

Published : Jun 20, 2020, 7:06 AM IST

Updated : Jun 20, 2020, 12:45 PM IST

11:52 June 20

দিল্লি, 20 জুন : লকডাউনের আজ 88 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 14 হাজার 516 জন । যা আবারও একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 3 লাখ 95 হাজার 48 ।

11:52 June 20

  • এক কর্মচারী কোরোনা আক্রান্ত হওয়ায় বেঙ্গালুরুর সিটি সেন্টারে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিস স্যানিটাইজেশনের জন্য বন্ধ করা হল।

06:24 June 20

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের শারীরিক অবস্থার অবনতি
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের শারীরিক অবস্থার অবনতি
  • দিল্লির আনন্দ বিহার স্টেশনে 267টি কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হয়েছে ।
  • শেষ 24 ঘণ্টায় দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 13 হাজার 586 জন ।
  • দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের শারীরিক অবস্থার অবনতি । 17 জুন তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ।

11:52 June 20

দিল্লি, 20 জুন : লকডাউনের আজ 88 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 14 হাজার 516 জন । যা আবারও একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 3 লাখ 95 হাজার 48 ।

11:52 June 20

  • এক কর্মচারী কোরোনা আক্রান্ত হওয়ায় বেঙ্গালুরুর সিটি সেন্টারে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিস স্যানিটাইজেশনের জন্য বন্ধ করা হল।

06:24 June 20

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের শারীরিক অবস্থার অবনতি
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের শারীরিক অবস্থার অবনতি
  • দিল্লির আনন্দ বিহার স্টেশনে 267টি কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হয়েছে ।
  • শেষ 24 ঘণ্টায় দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 13 হাজার 586 জন ।
  • দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের শারীরিক অবস্থার অবনতি । 17 জুন তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ।
Last Updated : Jun 20, 2020, 12:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.