ETV Bharat / bharat

লকডাউন আপডেট : কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরল 4 মাসের শিশু - corona live page

overall lockdown scenerio in india
লকডাউন আপডেট : কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরল 4 মাসের শিশু
author img

By

Published : Jun 13, 2020, 7:38 AM IST

06:42 June 13

দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি, সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক ... 

  • 18 দিন ভাইজ়্যাগের হাসপাতালে ভেন্টিলেটরে থাকার পর কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরল 4 মাসের এক শিশু ৷
  • চেন্নাইয়ে কৌভেরি হাসপাতালে কোরোনামু্ক্ত হয়ে ফিরলেন 97 বছরের এক বৃদ্ধ ৷
  • থার্মাল স্ক্রিনিং, স্টেশনে যাত্রীদের উপর নজরদারি ও অসামাজিক কাজকর্মের উপর নজর রাখতে রোবোট লঞ্জ করল পুনে RPF ৷ নাম রাখা হয়েছে ক্যাপ্টেন অর্জুনকে ৷
  • হিমাচলপ্রদেশের সিমলায় খুলল রেস্তরাঁ , ধাবা ও মিষ্টির দোকান ৷
  • প্রায় 60 থেকে 65 দিন পরে মধ্য প্রদেশের ইন্দোরে খুলল দোকানপাট ৷
  • লকডাউন চলাকালীন পড়ুয়াদের কলেজে আসতে বলায় কলেজের বিরুদ্ধে করা হল FIR ৷ পুনের তালেগাঁও দাভাদের ঘটনা ৷
  • সুরক্ষা কর্মীদের পোশাক স্যানিটাইজ় করার জন্য জার্মিক্লিন নামের স্যানিটাইজ় চেম্বার তৈরি করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন ( DRDO ) ৷
  • লকডাউনের জেরে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ক্ষতির মুখে টেরাকোটা শিল্পীরা ৷ বন্ধ বিক্রি ৷ লকডাউন শিথিল হলেও পাচ্ছেন না কোনও অর্ডার ৷
  • লকডাউনের জেরে ইন্দোরে ক্ষতির মুখে প্রতিমা শিল্পীরা ৷ কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় নাজেহাল অবস্থা তাদের ৷ অভিযোগ, কোনওরকম সরকারি আর্থিক সাহায্য পাননি তাঁরা ৷

06:42 June 13

দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি, সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক ... 

  • 18 দিন ভাইজ়্যাগের হাসপাতালে ভেন্টিলেটরে থাকার পর কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরল 4 মাসের এক শিশু ৷
  • চেন্নাইয়ে কৌভেরি হাসপাতালে কোরোনামু্ক্ত হয়ে ফিরলেন 97 বছরের এক বৃদ্ধ ৷
  • থার্মাল স্ক্রিনিং, স্টেশনে যাত্রীদের উপর নজরদারি ও অসামাজিক কাজকর্মের উপর নজর রাখতে রোবোট লঞ্জ করল পুনে RPF ৷ নাম রাখা হয়েছে ক্যাপ্টেন অর্জুনকে ৷
  • হিমাচলপ্রদেশের সিমলায় খুলল রেস্তরাঁ , ধাবা ও মিষ্টির দোকান ৷
  • প্রায় 60 থেকে 65 দিন পরে মধ্য প্রদেশের ইন্দোরে খুলল দোকানপাট ৷
  • লকডাউন চলাকালীন পড়ুয়াদের কলেজে আসতে বলায় কলেজের বিরুদ্ধে করা হল FIR ৷ পুনের তালেগাঁও দাভাদের ঘটনা ৷
  • সুরক্ষা কর্মীদের পোশাক স্যানিটাইজ় করার জন্য জার্মিক্লিন নামের স্যানিটাইজ় চেম্বার তৈরি করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন ( DRDO ) ৷
  • লকডাউনের জেরে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ক্ষতির মুখে টেরাকোটা শিল্পীরা ৷ বন্ধ বিক্রি ৷ লকডাউন শিথিল হলেও পাচ্ছেন না কোনও অর্ডার ৷
  • লকডাউনের জেরে ইন্দোরে ক্ষতির মুখে প্রতিমা শিল্পীরা ৷ কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় নাজেহাল অবস্থা তাদের ৷ অভিযোগ, কোনওরকম সরকারি আর্থিক সাহায্য পাননি তাঁরা ৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.