ETV Bharat / bharat

লকডাউন আপডেট : একদিনে দেশে আক্রান্ত 18 হাজার - lockdown

দেশে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের গণ্ডি ছাড়াল
দেশে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের গণ্ডি ছাড়াল
author img

By

Published : Jun 27, 2020, 7:05 AM IST

Updated : Jun 27, 2020, 10:36 AM IST

09:58 June 27

দিল্লি, 27 জুন : লকডাউনের আজ 95 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • একদিনে রেকর্ড হারে বাড়ল কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হলেন 18 হাজার মানুষ ৷ 

06:42 June 27

  • পাঁচ লাখের গণ্ডি পার করল দেশের মোট কোরোনা সংক্রমিতের সংখ্যা । শেষ 24 ঘণ্টায় নতুন করে 17 হাজার 296 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।
  • মহারাষ্ট্রে একদিনে আক্রান্তের সংখ্যা ছাড়াল 5 হাজার ৷ সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা 1,52,765 ৷
  • অসমে ফের বাড়ল লকডাউনের সময়সীমা । এই রাজ্যে কোরোনা আক্রান্তের শীর্ষে রয়েছে কামরূপ জেলা । রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা মোট 6,919 ৷
  • 15 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে আন্তর্জাতিক বিমান চলাচল । ভারতীয় বিমানবন্দরগুলি থেকে কোনও বিমান বিদেশে যাবে না । বিদেশের কোনও বিমান ভারতের বিমানবন্দরে অবতরণ করবে না ।

09:58 June 27

দিল্লি, 27 জুন : লকডাউনের আজ 95 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • একদিনে রেকর্ড হারে বাড়ল কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হলেন 18 হাজার মানুষ ৷ 

06:42 June 27

  • পাঁচ লাখের গণ্ডি পার করল দেশের মোট কোরোনা সংক্রমিতের সংখ্যা । শেষ 24 ঘণ্টায় নতুন করে 17 হাজার 296 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।
  • মহারাষ্ট্রে একদিনে আক্রান্তের সংখ্যা ছাড়াল 5 হাজার ৷ সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা 1,52,765 ৷
  • অসমে ফের বাড়ল লকডাউনের সময়সীমা । এই রাজ্যে কোরোনা আক্রান্তের শীর্ষে রয়েছে কামরূপ জেলা । রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা মোট 6,919 ৷
  • 15 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে আন্তর্জাতিক বিমান চলাচল । ভারতীয় বিমানবন্দরগুলি থেকে কোনও বিমান বিদেশে যাবে না । বিদেশের কোনও বিমান ভারতের বিমানবন্দরে অবতরণ করবে না ।
Last Updated : Jun 27, 2020, 10:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.