হায়দরাবাদ, 29 জুলাই : তেলাঙ্গানায় 21 থেকে 50 বছর বয়সিদের মধ্যে প্রায় 65 শতাংশের শরীরে কোরোনা সংক্রমিত হয়েছে । স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, 21-50 বছর বয়সিদের নমুনা সংগ্রহ করে কোরোনা পরীক্ষা করা হয়েছিল । তাতে 65.7 শতাংশের রিপোর্ট পজ়িটিভ আসে ।
21-40 বছর বয়সিদের মধ্যে 47.1 শতাংশ এবং 41-50 বছর বয়সিদের মধ্যে 18.6 শতাংশ কোরোনায় আক্রান্ত হয়েছে । তাদের মধ্যে 31-40 বছর বয়সিদের মধ্যে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি ।
51-60 বছর বয়সিদের মধ্যে যাদের কোরোনা পরীক্ষা করানো হয়েছে তাদের মধ্যে 14.7 শতাংশের রিপোর্ট পজ়িটিভ এসেছে । জানা গেছে, 60 বছরের ঊর্ধ্বে 10.9 শতাংশ কোরোনায় আক্রান্ত । 10 বছরের নিচে 3.4 শতাংশ এবং 11-20 বছর বয়সিদের মধ্যে 5.3 শতাংশ কোরোনায় আক্রান্ত বলে জানা গেছে।
এদিকে মহিলাদের তুলনায় পুরুষরা বেশি আক্রান্ত হয়েছে । আক্রান্তদের মধ্যে 65.6 শতাংশ পুরুষ । অন্যদিকে 53.87 শতাংশের মৃত্যু হয়েছে কোমর্বিডিটিতে । কোরোনায় মৃত্যু হয়েছে 46.13 শতাংশের ।
রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58,906 । একদিনে মৃত্যু হয়েছে 12 জনের । এ পর্যন্ত মৃত্যু হয়েছে 492 জনের ।