ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীরে 270 জন জঙ্গি সক্রিয় ?

author img

By

Published : Jan 14, 2021, 8:19 PM IST

সরকারি ওই সূত্র জানাচ্ছে যে 2019 সালে জম্মু ও কাশ্মীরে 400 জন জঙ্গি সক্রিয় ছিল৷ 2020 সালে ওই সংখ্যাটা কমে দাঁড়ায় 300-তে৷ 2019 সালে 160 জন জঙ্গি নিহত হয়েছিল সেনা অভিযানে৷ 2018 সালে এই সংখ্যাটা ছিল 257৷

Over 270 terrorists currently active in Jammu and Kashmir: Official sources
জম্মু ও কাশ্মীরে 270 জন জঙ্গি সক্রিয় : সরকারি সূত্র

জম্মু, 14 জানুয়ারি : এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরে 270 জন জঙ্গি সক্রিয় রয়েছে৷ সরকারি একটি সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে৷ তবে এই সংখ্যাটা 2019 ও 2020 সালের তুলনায় কম৷ ওই সূত্র জানিয়েছে, এই কেন্দ্রশাসিত অঞ্চলে 2020 সাল থেকেই জঙ্গি সংক্রান্ত ঘটনা, অনুপ্রবেশ ও নাগরিক হত্যার ঘটনা কমে গিয়েছে৷ সন্ত্রাসবাদ দমনে 100টি সফল অভিযান করা হয়েছে৷ এই অভিযানে 225 জন জঙ্গি নিহত হয়েছেন৷

সরকারি ওই সূত্র জানাচ্ছে যে 2019 সালে জম্মু ও কাশ্মীরে 400 জন জঙ্গি সক্রিয় ছিল৷ 2020 সালে ওই সংখ্যাটা কমে দাঁড়ায় 300-তে৷ 2019 সালে 160 জন জঙ্গি নিহত হয়েছিল সেনা অভিযানে৷ 2018 সালে এই সংখ্যাটা ছিল 257৷

তবে জম্মু এলাকার পিরপঞ্জাল, যা শান্তিপূর্ণ বলেই পরিচিত, সেখানে 2020 সালে সন্ত্রাসবাদী কার্যকলাপ দেখা গিয়েছে৷ একই রকম পরিস্থিতি ছিল কিস্তোয়ার-ডোডা ও পুঞ্চেও৷

আরও পড়ুন : জঙ্গি গ্রেপ্তারের খবরে বিরাট-অনুষ্কার ছবি, সোশাল মিডিয়ায় হইচই

জম্মু ও কাশ্মীর পুলিশের প্রধান দিলবাগ সিং জানিয়েছেন, 2020 সালে 635 জনকে গ্রেপ্তার করা হয়৷ এর মধ্যে 56 জনের বিরুদ্ধে জনসুরক্ষা আইন দেওয়া হয়েছে৷ এখন সমস্ত জঙ্গি সংগঠনগুলিতে কোনও নেতা নেই৷ যাদের নেতা কররা জন্য নিয়োগ করা হয়েছিল, তাদের ধরা হয়েছে অথবা মেরে ফেলা হয়েছে৷

জম্মু, 14 জানুয়ারি : এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরে 270 জন জঙ্গি সক্রিয় রয়েছে৷ সরকারি একটি সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে৷ তবে এই সংখ্যাটা 2019 ও 2020 সালের তুলনায় কম৷ ওই সূত্র জানিয়েছে, এই কেন্দ্রশাসিত অঞ্চলে 2020 সাল থেকেই জঙ্গি সংক্রান্ত ঘটনা, অনুপ্রবেশ ও নাগরিক হত্যার ঘটনা কমে গিয়েছে৷ সন্ত্রাসবাদ দমনে 100টি সফল অভিযান করা হয়েছে৷ এই অভিযানে 225 জন জঙ্গি নিহত হয়েছেন৷

সরকারি ওই সূত্র জানাচ্ছে যে 2019 সালে জম্মু ও কাশ্মীরে 400 জন জঙ্গি সক্রিয় ছিল৷ 2020 সালে ওই সংখ্যাটা কমে দাঁড়ায় 300-তে৷ 2019 সালে 160 জন জঙ্গি নিহত হয়েছিল সেনা অভিযানে৷ 2018 সালে এই সংখ্যাটা ছিল 257৷

তবে জম্মু এলাকার পিরপঞ্জাল, যা শান্তিপূর্ণ বলেই পরিচিত, সেখানে 2020 সালে সন্ত্রাসবাদী কার্যকলাপ দেখা গিয়েছে৷ একই রকম পরিস্থিতি ছিল কিস্তোয়ার-ডোডা ও পুঞ্চেও৷

আরও পড়ুন : জঙ্গি গ্রেপ্তারের খবরে বিরাট-অনুষ্কার ছবি, সোশাল মিডিয়ায় হইচই

জম্মু ও কাশ্মীর পুলিশের প্রধান দিলবাগ সিং জানিয়েছেন, 2020 সালে 635 জনকে গ্রেপ্তার করা হয়৷ এর মধ্যে 56 জনের বিরুদ্ধে জনসুরক্ষা আইন দেওয়া হয়েছে৷ এখন সমস্ত জঙ্গি সংগঠনগুলিতে কোনও নেতা নেই৷ যাদের নেতা কররা জন্য নিয়োগ করা হয়েছিল, তাদের ধরা হয়েছে অথবা মেরে ফেলা হয়েছে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.