ETV Bharat / bharat

"বন্দুকের জবাব বন্দুকে দেওয়া হবে", CAA ইশুতে মন্তব্য BJP নেতার - সিএএ

"বন্দুকের জবাব বন্দুক দিয়ে দেওয়া উচিত" ৷ ম্যাঙ্গালুরুতে পুলিশের গুলিতে দুই আন্দোলনকারীর মৃত্যুর এভাবেই সাফাই দিলেন তামিলনাড়ুর বর্ষীয়ান BJP নেতা হরিহরন রাজা ৷

Hariharan Raja
হরিহরন রাজা
author img

By

Published : Dec 21, 2019, 1:30 PM IST

চেন্নাই, 21 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনে তপ্ত দক্ষিণ ভারত ৷ ম্যাঙ্গালুরুতে প্রাণ হারিয়েছে দুই প্রতিবাদী ৷"বন্দুকের জবাব বন্দুক দিয়ে দেওয়া হবে" ৷ ম্যাঙ্গালুরুতে পুলিশের গুলিতে দুই আন্দোলনকারীর মৃত্যুর এভাবেই সাফাই দিলেন তামিলনাড়ুর বর্ষীয়ান BJP নেতা হরিহরন রাজা ৷ এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্যের জেরে সামনে এসেছিল তামিলনাড়ুর এই বর্ষীয়ান নেতার নাম ৷

নাগরিকত্ব (সংশোধনী) আইন,2019-র বিরুদ্ধে দেশজুড়ে চলছে প্রতিবাদ । বৃহস্পতিবার ম্যাঙ্গালুরুতেও প্রতিবাদ-বিক্ষোভ দেখায় । সেখানেই পুলিশের গুলিতে মৃত্যু হয় জলিল (49) ও নৌসিন (23) নামে দু'জনের । আজ চেন্নাইয়ে এই প্রসঙ্গে মুখ খোলেন BJP নেতা হরিহরন রাজা । তিনি বলেন, "বন্দুকের জবাব বন্দুক দিয়েই দেওয়া হবে । ওরা(বিক্ষোভকারীরা) শয়ে শয়ে মানুষকে মারতে চাইছিল । পুলিশের কাছে আর কোনও রাস্তা ছিল না । তাই তাদের(পুলিশ) গুলি চালাতে হয়েছিল ।"

বিক্ষোভকারীদের উদ্দেশ্য প্রসঙ্গে নেতা বলেন, "গোটা দেশে আগুন লাগাতে চাইছিল । পুলিশদের আক্রমণ করা হচ্ছিল ।" শুধু তাই নয়, 23 ডিসেম্বর নাগরিকত্ব আইন বিরোধী মিছিলের জন্য বিরোধী দল DMK-কে অনুমতি না দেওয়ার জন্য আবেদন করেন । একইসঙ্গে তিনি ছাত্রদের বিক্ষোভে অংশ না নিয়ে বড়দিনের ছুটি উপভোগ করার জন্য বলেন ।

নাগরিকত্ব আইন মুসলিম সম্প্রদায়কে কোণঠাসা করছে । এই অভিযোগ তুলে দেশজুড়ে এই আইনের বিরোধিতায় প্রতিবাদে নামে মানুষ । এই প্রতিবাদকে কেন্দ্র করে বহু জায়গায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে । যদিও কেন্দ্রীয় সরকারের তরফে বিক্ষোভকারীদের এই অভিযোগ অস্বীকার করা হয়েছে । সরকারের তরফে জানানো হয়েছে যে, এই আইন মুসলিম বিরোধী নয় । তাই ভারতীয় মুসলিমদের চিন্তার কোনও কারণ নেই ।

চেন্নাই, 21 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনে তপ্ত দক্ষিণ ভারত ৷ ম্যাঙ্গালুরুতে প্রাণ হারিয়েছে দুই প্রতিবাদী ৷"বন্দুকের জবাব বন্দুক দিয়ে দেওয়া হবে" ৷ ম্যাঙ্গালুরুতে পুলিশের গুলিতে দুই আন্দোলনকারীর মৃত্যুর এভাবেই সাফাই দিলেন তামিলনাড়ুর বর্ষীয়ান BJP নেতা হরিহরন রাজা ৷ এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্যের জেরে সামনে এসেছিল তামিলনাড়ুর এই বর্ষীয়ান নেতার নাম ৷

নাগরিকত্ব (সংশোধনী) আইন,2019-র বিরুদ্ধে দেশজুড়ে চলছে প্রতিবাদ । বৃহস্পতিবার ম্যাঙ্গালুরুতেও প্রতিবাদ-বিক্ষোভ দেখায় । সেখানেই পুলিশের গুলিতে মৃত্যু হয় জলিল (49) ও নৌসিন (23) নামে দু'জনের । আজ চেন্নাইয়ে এই প্রসঙ্গে মুখ খোলেন BJP নেতা হরিহরন রাজা । তিনি বলেন, "বন্দুকের জবাব বন্দুক দিয়েই দেওয়া হবে । ওরা(বিক্ষোভকারীরা) শয়ে শয়ে মানুষকে মারতে চাইছিল । পুলিশের কাছে আর কোনও রাস্তা ছিল না । তাই তাদের(পুলিশ) গুলি চালাতে হয়েছিল ।"

বিক্ষোভকারীদের উদ্দেশ্য প্রসঙ্গে নেতা বলেন, "গোটা দেশে আগুন লাগাতে চাইছিল । পুলিশদের আক্রমণ করা হচ্ছিল ।" শুধু তাই নয়, 23 ডিসেম্বর নাগরিকত্ব আইন বিরোধী মিছিলের জন্য বিরোধী দল DMK-কে অনুমতি না দেওয়ার জন্য আবেদন করেন । একইসঙ্গে তিনি ছাত্রদের বিক্ষোভে অংশ না নিয়ে বড়দিনের ছুটি উপভোগ করার জন্য বলেন ।

নাগরিকত্ব আইন মুসলিম সম্প্রদায়কে কোণঠাসা করছে । এই অভিযোগ তুলে দেশজুড়ে এই আইনের বিরোধিতায় প্রতিবাদে নামে মানুষ । এই প্রতিবাদকে কেন্দ্র করে বহু জায়গায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে । যদিও কেন্দ্রীয় সরকারের তরফে বিক্ষোভকারীদের এই অভিযোগ অস্বীকার করা হয়েছে । সরকারের তরফে জানানো হয়েছে যে, এই আইন মুসলিম বিরোধী নয় । তাই ভারতীয় মুসলিমদের চিন্তার কোনও কারণ নেই ।

Mumbai, Dec 21 (ANI): The Brihanmumbai Municipal Corporation (BMC) has rolled out 'thali' (meal) for Rs 10 in its canteen for employees. BMC Mayor Kishori Pednekar inaugurated the initiative on December 19. The meal includes two chapatis, rice, daal and two vegetable dishes. While speaking to ANI, the Mumbai Mayor Kishori Pednekar said, "The Rs 10 meal scheme is a part of Shiv Sena's manifesto. Since the BMC canteen already had the option, we decided to introduce it here." "The scheme will be soon introduced for the common people," she added. Speaking to ANI, owner of the canteen, Savita Palkar said, "Everybody is coming here. The response is good. People are coming here and enjoying lunch at Rs 10." The Common Minimum Programme (CMP) of Maha Vikas Aghadi, an alliance of Shiv Sena, NCP and Congress in Maharashtra, had promised to provide food for the common people in the state for Rs 10. In their CMP, the alliance partners had promised to 'provide cheap and efficient food for the common people in the state for Rs 10 only'.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.