ETV Bharat / bharat

রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নিলেন রঞ্জন গগৈ

author img

By

Published : Mar 19, 2020, 12:50 PM IST

রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷ তাঁর শপথগ্রহণ চলাকালীন বিরোধী সদস্যরা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন ৷

oth ceremony of Ranjan Gagoi
রঞ্জন গগৈ

দিল্লি, 19 মার্চ : রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷ তবে তাঁর শপথ নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বিরোধী দলের সদস্য়রা ৷ গগৈ শপথ নেওয়ার সময় রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তাঁরা ৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রঞ্জন গগৈয়ের স্ত্রী, মেয়ে ও জামাতা উপস্থিত ছিলেন ৷ প্রসঙ্গত, গত 16 মার্চ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাজ্যসভার সদস্য হিসাবে রঞ্জন গগৈকে মনোনীত করেন ৷

শপথ নেওয়ার আগে রাজ্যসভার সভাপতি এম ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করেন রঞ্জন গগৈ ৷ তিনি শপথ নিতে শুরু করার পর রাজ্যসভায় হই হট্টগোল শুরু করেন বিরোধীরা ৷ কংগ্রেসসহ বিরোধী দলের সাংসদরা শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালীন রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন ৷

Opposition walkout during oth ceremony of Ranjan Gagoi
শপথগ্রহণ চলাকালীনই ওয়াকআউট করল বিরোধী পক্ষ

বিরোধীদের এরকম ব্যবহার নিয়ে ক্ষোভপ্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ বলেন, ‘‘রাজ্যসভায় এর আগেও প্রাক্তন প্রধান বিচারপতিসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সদস্য হওয়ার ইতিহাস রয়েছে ৷ বিরোধীরা যে ধরনের ব্যবহার করছে তা একেবারেই কাম্য নয় ৷’’

দিল্লি, 19 মার্চ : রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷ তবে তাঁর শপথ নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বিরোধী দলের সদস্য়রা ৷ গগৈ শপথ নেওয়ার সময় রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তাঁরা ৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রঞ্জন গগৈয়ের স্ত্রী, মেয়ে ও জামাতা উপস্থিত ছিলেন ৷ প্রসঙ্গত, গত 16 মার্চ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাজ্যসভার সদস্য হিসাবে রঞ্জন গগৈকে মনোনীত করেন ৷

শপথ নেওয়ার আগে রাজ্যসভার সভাপতি এম ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করেন রঞ্জন গগৈ ৷ তিনি শপথ নিতে শুরু করার পর রাজ্যসভায় হই হট্টগোল শুরু করেন বিরোধীরা ৷ কংগ্রেসসহ বিরোধী দলের সাংসদরা শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালীন রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন ৷

Opposition walkout during oth ceremony of Ranjan Gagoi
শপথগ্রহণ চলাকালীনই ওয়াকআউট করল বিরোধী পক্ষ

বিরোধীদের এরকম ব্যবহার নিয়ে ক্ষোভপ্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ বলেন, ‘‘রাজ্যসভায় এর আগেও প্রাক্তন প্রধান বিচারপতিসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সদস্য হওয়ার ইতিহাস রয়েছে ৷ বিরোধীরা যে ধরনের ব্যবহার করছে তা একেবারেই কাম্য নয় ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.